কলকাতা, 6 সেপ্টেম্বর: আগামিকাল অর্থাৎ 7 সেপ্টেম্বর ওটিটিতে আসছে 'হাড্ডি'। দিল্লি এনসিআর, গুরগাঁও এবং নয়ডার এক অন্ধকার জগত নিয়ে তৈরি হয়েছে 'হাড্ডি'। এই ছবিতে একজন বৃহন্নলার চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। একজন ট্রান্সজেন্ডার কীভাবে এক ভয়ংকর অপরাধী হয়ে উঠছে, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।
ছবিতে নওয়াজের সংলাপ, "জানা আছে, আমাদের মানুষ কেন এত ভয় পায়? আমাদের আশীর্বাদ যেমন শক্তিশালী, তেমন অভিশাপ ভয়াবহ। তার থেকেও ভয়াবহ আমাদের প্রতিহিংসা", সকলকে ভাবাবে এই ছবিটি দেখার পর। এখানেই শেষ নয়, এরপর দেখা যায় রকি হিজড়া কীভাবে হয়ে উঠল ভয়ঙ্কর হাড্ডি। ছোটখাটো অপরাধ করার পর সে চলে আসে এলাহাবাদ থেকে দিল্লিতে। এরপর সে যোগ দেয় একটি বৃহন্নলা সম্প্রদায়ে। ঘটনাচক্রে এরপরেই এলাকার এক গ্যাংস্টার এসে তাদের সম্প্রদায়ের প্রধানকে (ইলা অরুণ) খুন করে। এর বদলা নিতে উঠে পড়ে লাগে রকি বা হাড্ডি।
নওয়াজউদ্দিন, ইলা অরুণ এবং অনুরাগ কাশ্যপ ছাড়াও এই ছবিতে রয়েছেন মহম্মদ জিশান আইয়ুব, সৌরভ সচদেভা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লা। হাড্ডির ট্রেলার শেয়ার করে নওয়াজউদ্দিন তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন, "প্রতিশোধ কি কখনও এরকম হাড় হিম করা হয়েছে? হ্যাশ ট্যাগ হাড্ডি আ রাহা হ্যায়। আগামিকাল, 7 সেপ্টেম্বর 'হাড্ডি' মুক্তি পাচ্ছে শুধুমাত্র ওটিটিতে (জি ফাইভ)। ছবিটির পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং এবং অদম্য ভল্লা। নওয়াজউদ্দিনকে শেষবার 'হিরোপান্তি 2' ও 'টিকু ওয়েডস শেরু' ছবিতে দেখা গিয়েছিল।
-
Are you ready? #Haddi apna badla lene aa raha hai in just one day! #HaddiOnZEE5, premieres 7th September#ZEE5 pic.twitter.com/axn93OCkqm
— ZEE5 (@ZEE5India) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Are you ready? #Haddi apna badla lene aa raha hai in just one day! #HaddiOnZEE5, premieres 7th September#ZEE5 pic.twitter.com/axn93OCkqm
— ZEE5 (@ZEE5India) September 6, 2023Are you ready? #Haddi apna badla lene aa raha hai in just one day! #HaddiOnZEE5, premieres 7th September#ZEE5 pic.twitter.com/axn93OCkqm
— ZEE5 (@ZEE5India) September 6, 2023
'হাড্ডি' সম্পর্কে কথা বলতে গিয়ে নওয়াজউদ্দিন বলেন, "আমি কাজটা করার সময় একবারও ভাবিনি যে আমি ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করছি। আমি নিজেকে একজন নারী ভেবেছি প্রত্যেকটা মুহূর্তে যেমন ট্রান্সজেন্ডাররা ভাবেন। আমি সবসময় ভাবতাম যে আমি একজন নারীর চরিত্রে অভিনয় করছি এই ছবিতে। এটা মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে বেশ চ্যালেঞ্জিং হলেও কাজটা নিজেকে নারূ ভেবেই করেছি। শুটিংয়ে নিজের সবটা দিয়ে দিতাম। আর মনে হত, কখন বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ব।" অনুরাগ কাশ্যপ বলেন, "অক্ষত একটা সময়ে আমার সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। ওনার ডেবিউ ফিল্মে নিজেকে দেখতে পেরে আমি খুশি এবং গর্বিত।"
আরও পড়ুন: 'ভারত' নাম বিতর্কের মাঝেই ছবির নামবদল অক্ষয়ের, কেন্দ্রের পক্ষেই কি সায় খিলাড়ির?