ETV Bharat / entertainment

Nawazuddin Haddi Trailer: প্রতিশোধের আগুনে জ্বলছেন নওয়াজ, মুক্তি পেল 'হাড্ডি'র ট্রেলার - Nawazuddin Haddi Trailer

মুক্তি পেল 'হাড্ডি'র ট্রেলার ৷ শাহরুখের 'জওয়ান' ছবির মুক্তির দিনেই ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবিও ৷ ট্রেলারে দেখা গেল এক অন্য নওয়াজকে ৷

Pic Nawazuddin Siddiqui Instagram
মুক্তি পেল নতুন ছবি হাড্ডির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 5:51 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: মুক্তি পেল নওয়াজউদ্দিন সিদ্দিকীর বহু প্রতিক্ষিত ছবি 'হাড্ডি'র ট্রেলার ৷ ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে নওয়াজের চরিত্রের প্রথম লুক সামনে আসার পর থেকেই আগ্রহ দ্বিগুণ হয়ে গিয়েছিল অনুরাগীদের ৷ কারণ নওয়াজকে এখানে দেখা গিয়েছে একজন রূপান্তরকামীর চরিত্রে ৷ তার লড়াইয়ের কাহিনিই ফুটে উঠবে গল্পে ৷ দেখানো হবে কীভাবে একজন সাধারন মানুষ ধীরে ধীরে হয়ে যায় ভয়ংকর অপরাধী ৷ খুন, রক্তপাত মিলিয়ে ছবির কাহিনি যে ডার্ক, তা বলাই বাহুল্য ৷

নওয়াজকেও নিজে হাতে বেশ কয়েকটি খুন করতে দেখা গিয়েছে ট্রেলারে ৷ ছবিতে অন্যতম মুখ্য় চরিত্রে রয়েছেন অনুরাগ কাশ্যপও ৷ কয়েকদিন আগেই অনুরাগ প্রশংসা কুড়িয়েছিলেন তাঁর পরিচালনার জন্য ৷ তাঁর শেষ ছবি 'কেনেডি' জায়গা পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে ৷ এবার তাঁর অভিনয়ের অনুরাগীরা তাঁকে দেখতে চলেছেন পর্দায় ৷ তাঁর চরিত্রটিও যে খল তা বুঝে নিতে অসুবিধা হয়না ৷ এমনকী ছবিতে অনুরাগের কণ্ঠে শোনা যায় পুষ্পা রাজের সেই বিখ্য়াত সংলাপও, "ম্যায় ঝুঁকেগা নেহি ৷"

অনুরাগের সঙ্গে দেখা যাবে মহম্মদ জিসান আইয়ুবকেও ৷ সম্প্রতি 'স্কুপ' সিরিজে নজর কেড়েছিলেন জিসান ৷ এবারও ট্রেলারে তাঁকে যেটুকু দেখা গিয়েছে তাতে আশা জাগাচ্ছে ৷ এর আগেই 'হাড্ডি' নিয়ে কথা বলতে গিয়ে নওয়াজ বলেছিলেন, "আগেও বেশ কিছু আকর্ষণীয় চরিত্রে আমি অভিনয় করেছি ৷ কিন্তু হাড্ডি ছবির এই চরিত্রটি স্পেশাল ৷ যেহেতু আমাকে এখানে এমন রূপে দেখা যাবে যা আগে কেউ দেখেনি ৷" তিনি এও জানান অক্ষত অজয় শর্মা পরিচালিত এই ছবিতে নিজেকে অন্য়ভাবে মেলে ধরার সুযোগ পেয়েছেন তিনি ৷ যা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: 'বারবার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ!', বাবার জন্মদিনে আবেগী কেকে কন্যা

উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ছবির শুটিং করেছেন নির্মাতারা ৷ জি স্টুডিয়োসের ব্যানারে মুক্তি পেতে চলা এই ছবিটি আসলে একটি রিভেঞ্জ ড্রামা ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 7 সেপ্টেম্বর ৷ অর্থাৎ শাহরুখের 'জওয়ান'-এর সঙ্গেই মুক্তি পাবে এই ছবিও ৷ যদিও 'হাড্ডি' মুক্তি পেতে চলেছে জি ফাইভে ৷ ছবিতে আরও রয়েছেন ইলা অরুণ, সৌরভ সচদেবা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লাও ৷

হায়দরাবাদ, 23 অগস্ট: মুক্তি পেল নওয়াজউদ্দিন সিদ্দিকীর বহু প্রতিক্ষিত ছবি 'হাড্ডি'র ট্রেলার ৷ ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে নওয়াজের চরিত্রের প্রথম লুক সামনে আসার পর থেকেই আগ্রহ দ্বিগুণ হয়ে গিয়েছিল অনুরাগীদের ৷ কারণ নওয়াজকে এখানে দেখা গিয়েছে একজন রূপান্তরকামীর চরিত্রে ৷ তার লড়াইয়ের কাহিনিই ফুটে উঠবে গল্পে ৷ দেখানো হবে কীভাবে একজন সাধারন মানুষ ধীরে ধীরে হয়ে যায় ভয়ংকর অপরাধী ৷ খুন, রক্তপাত মিলিয়ে ছবির কাহিনি যে ডার্ক, তা বলাই বাহুল্য ৷

নওয়াজকেও নিজে হাতে বেশ কয়েকটি খুন করতে দেখা গিয়েছে ট্রেলারে ৷ ছবিতে অন্যতম মুখ্য় চরিত্রে রয়েছেন অনুরাগ কাশ্যপও ৷ কয়েকদিন আগেই অনুরাগ প্রশংসা কুড়িয়েছিলেন তাঁর পরিচালনার জন্য ৷ তাঁর শেষ ছবি 'কেনেডি' জায়গা পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে ৷ এবার তাঁর অভিনয়ের অনুরাগীরা তাঁকে দেখতে চলেছেন পর্দায় ৷ তাঁর চরিত্রটিও যে খল তা বুঝে নিতে অসুবিধা হয়না ৷ এমনকী ছবিতে অনুরাগের কণ্ঠে শোনা যায় পুষ্পা রাজের সেই বিখ্য়াত সংলাপও, "ম্যায় ঝুঁকেগা নেহি ৷"

অনুরাগের সঙ্গে দেখা যাবে মহম্মদ জিসান আইয়ুবকেও ৷ সম্প্রতি 'স্কুপ' সিরিজে নজর কেড়েছিলেন জিসান ৷ এবারও ট্রেলারে তাঁকে যেটুকু দেখা গিয়েছে তাতে আশা জাগাচ্ছে ৷ এর আগেই 'হাড্ডি' নিয়ে কথা বলতে গিয়ে নওয়াজ বলেছিলেন, "আগেও বেশ কিছু আকর্ষণীয় চরিত্রে আমি অভিনয় করেছি ৷ কিন্তু হাড্ডি ছবির এই চরিত্রটি স্পেশাল ৷ যেহেতু আমাকে এখানে এমন রূপে দেখা যাবে যা আগে কেউ দেখেনি ৷" তিনি এও জানান অক্ষত অজয় শর্মা পরিচালিত এই ছবিতে নিজেকে অন্য়ভাবে মেলে ধরার সুযোগ পেয়েছেন তিনি ৷ যা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: 'বারবার স্বপ্নে ফিরে আসার জন্য ধন্যবাদ!', বাবার জন্মদিনে আবেগী কেকে কন্যা

উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ছবির শুটিং করেছেন নির্মাতারা ৷ জি স্টুডিয়োসের ব্যানারে মুক্তি পেতে চলা এই ছবিটি আসলে একটি রিভেঞ্জ ড্রামা ৷ ছবিটি মুক্তি পাবে আগামী 7 সেপ্টেম্বর ৷ অর্থাৎ শাহরুখের 'জওয়ান'-এর সঙ্গেই মুক্তি পাবে এই ছবিও ৷ যদিও 'হাড্ডি' মুক্তি পেতে চলেছে জি ফাইভে ৷ ছবিতে আরও রয়েছেন ইলা অরুণ, সৌরভ সচদেবা, শ্রীধর দুবে, রাজেশ কুমার, বিপিন শর্মা এবং সহর্ষ শুক্লাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.