কেরালা, 23 জুলাই: কয়েকঘণ্টা আগেই প্রথমবার দেশের রাষ্ট্রপতি হয়েছেন আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু ৷ এবার দেশের মঞ্চে সারা ভারতকে গর্বিত করলেন আরেক আদিবাসী রমনি নানচিয়াম্মা ৷ শুক্রবার 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা মহিলা নেপথ্য গায়িকা হিসাবে পুরস্কার জিতে নিলেন তিনি ৷ একে আয়াপ্পানম কোশিয়াম' ছবিতে তাঁর গাওয়া ট্রাইবাল গানটিকে সম্মান জানানো হয়েছে এই মঞ্চে (Tribal woman wins national award as playback singer)৷
এই পুরস্কারে যথারীতি আপ্লুত তিনি ৷ ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি এই পুরস্কারটি শচী স্যারকে উৎসর্গ করছি (পরিচালক সচ্চিদানন্দন কে আর, যা শচী নামে পরিচিত)। আমি এখানে টিলায় ছাগল ও গরু চরাতাম । কেউ আমার আট্টপ্পাদির গান সম্পর্কে জানত না। শচী স্যার আমাকে নিয়ে এলেন এবং মানুষ আমার এবং আমাদের সঙ্গীত সম্পর্কে জানতে পারল।"
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেল 'অভিযাত্রিক', উচ্ছ্বসিত দিতিপ্রিয়া শুভ্রজিৎ
তিনি আরও বলেন, "এই ভূমি, মানুষ সবাই আমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ৷ আমাকে বিশ্বকে দেখতে সহায়তা করেছে ৷" প্রসঙ্গত, আয়াপ্পানম কোশিয়াম এই মালায়লম ছবির জন্য সচ্চিদানন্দন কেআরও সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন এবারের 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ৷