ETV Bharat / entertainment

Nanchiyamma: 'ছাগল চরাতাম, শচী স্যারকে ধন্যবাদ আমায় বিশ্ব দেখানোর জন্য', প্রথম আদিবাসী গায়িকা হিসাবে জাতীয় পুরস্কার নানচিয়াম্মার - Nanchiyamma

শুক্রবার 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা মহিলা নেপথ্য গায়িকা হিসাবে পুরস্কার জিতে নিলেন আদিবাসী রমনি নানচিয়াম্মা (Tribal woman wins national award as playback singer) ৷ ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি এই পুরস্কারটি শচী স্যারকে উৎসর্গ করছি (পরিচালক সচ্চিদানন্দন কে আর, যা শচী নামে পরিচিত)। আমি এখানে টিলায় ছাগল ও গরু চড়াচ্ছিলাম । কেউ আমার আট্টপ্পাদির গান সম্পর্কে জানত না। শচী স্যার আমাকে নিয়ে এলেন এবং মানুষ আমার এবং আমাদের সঙ্গীত সম্পর্কে জানতে পারল।"

Nanchiyamma Wins National Award
প্রথম আদিবাসী গায়িকা হিসাবে জাতীয় পুরস্কার প্রাপ্তি নানচিয়াম্মার
author img

By

Published : Jul 23, 2022, 10:14 AM IST

Updated : Jul 23, 2022, 1:12 PM IST

কেরালা, 23 জুলাই: কয়েকঘণ্টা আগেই প্রথমবার দেশের রাষ্ট্রপতি হয়েছেন আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু ৷ এবার দেশের মঞ্চে সারা ভারতকে গর্বিত করলেন আরেক আদিবাসী রমনি নানচিয়াম্মা ৷ শুক্রবার 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা মহিলা নেপথ্য গায়িকা হিসাবে পুরস্কার জিতে নিলেন তিনি ৷ একে আয়াপ্পানম কোশিয়াম' ছবিতে তাঁর গাওয়া ট্রাইবাল গানটিকে সম্মান জানানো হয়েছে এই মঞ্চে (Tribal woman wins national award as playback singer)৷

এই পুরস্কারে যথারীতি আপ্লুত তিনি ৷ ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি এই পুরস্কারটি শচী স্যারকে উৎসর্গ করছি (পরিচালক সচ্চিদানন্দন কে আর, যা শচী নামে পরিচিত)। আমি এখানে টিলায় ছাগল ও গরু চরাতাম । কেউ আমার আট্টপ্পাদির গান সম্পর্কে জানত না। শচী স্যার আমাকে নিয়ে এলেন এবং মানুষ আমার এবং আমাদের সঙ্গীত সম্পর্কে জানতে পারল।"

আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেল 'অভিযাত্রিক', উচ্ছ্বসিত দিতিপ্রিয়া শুভ্রজিৎ

তিনি আরও বলেন, "এই ভূমি, মানুষ সবাই আমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ৷ আমাকে বিশ্বকে দেখতে সহায়তা করেছে ৷" প্রসঙ্গত, আয়াপ্পানম কোশিয়াম এই মালায়লম ছবির জন্য সচ্চিদানন্দন কেআরও সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন এবারের 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ৷

কেরালা, 23 জুলাই: কয়েকঘণ্টা আগেই প্রথমবার দেশের রাষ্ট্রপতি হয়েছেন আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু ৷ এবার দেশের মঞ্চে সারা ভারতকে গর্বিত করলেন আরেক আদিবাসী রমনি নানচিয়াম্মা ৷ শুক্রবার 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা মহিলা নেপথ্য গায়িকা হিসাবে পুরস্কার জিতে নিলেন তিনি ৷ একে আয়াপ্পানম কোশিয়াম' ছবিতে তাঁর গাওয়া ট্রাইবাল গানটিকে সম্মান জানানো হয়েছে এই মঞ্চে (Tribal woman wins national award as playback singer)৷

এই পুরস্কারে যথারীতি আপ্লুত তিনি ৷ ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমি এই পুরস্কারটি শচী স্যারকে উৎসর্গ করছি (পরিচালক সচ্চিদানন্দন কে আর, যা শচী নামে পরিচিত)। আমি এখানে টিলায় ছাগল ও গরু চরাতাম । কেউ আমার আট্টপ্পাদির গান সম্পর্কে জানত না। শচী স্যার আমাকে নিয়ে এলেন এবং মানুষ আমার এবং আমাদের সঙ্গীত সম্পর্কে জানতে পারল।"

আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেল 'অভিযাত্রিক', উচ্ছ্বসিত দিতিপ্রিয়া শুভ্রজিৎ

তিনি আরও বলেন, "এই ভূমি, মানুষ সবাই আমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ৷ আমাকে বিশ্বকে দেখতে সহায়তা করেছে ৷" প্রসঙ্গত, আয়াপ্পানম কোশিয়াম এই মালায়লম ছবির জন্য সচ্চিদানন্দন কেআরও সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন এবারের 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ৷

Last Updated : Jul 23, 2022, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.