ETV Bharat / entertainment

Namrata Wishes Mahesh Babu: 'জন্মদিনের শুভেচ্ছা এমবি', স্বামী মহেশবাবুকে মিষ্টি বার্তা নম্রতার - Namrata Shirodkar wishes Mahesh Babu on birthday

জন্মদিনে মহেশবাবুকে শুভেচ্ছা জানালেন স্ত্রী নম্রতা শিরোদকার ৷ শেয়ার করলেন অন্তরঙ্গ মুহূর্তের সুন্দর একটি ছবি ৷

Pic Courtesy Namrata Shirodkar Instagram
স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নম্রতা
author img

By

Published : Aug 9, 2023, 2:23 PM IST

হায়দরাবাদ, 9 অগস্ট: দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশবাবু আজ পার করে ফেললেন আরও একটি বসন্ত ৷ দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রি তো বটেই সারা দেশেই মহেশবাবু পরিচিত তাঁর অ্যাকশন এবং সংলাপের জন্য ৷ টলিউডেও ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো অনেকেই তাঁকে রোল মডেল মনে করেন ৷ এহেন মহেশবাবুর জন্মদিনে একটি সুন্দর ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন স্ত্রী নম্রতা শিরোদকার ৷

ছবিতে দেখা গিয়েছে নম্রতার কোলের উপর বসে রয়েছেন অভিনেতা ৷ দেখে মনে হয়, ক্যামেরার পিছনে হয়তো রয়েছে অভিনেতার পুত্র গৌতম কিংবা কন্যা সিতারা ৷ ছবিতে আরও দেখা যায় রাতের আকাশে ঝলমল করছে আতশবাজির রোশনাইয়ে ৷ আর সেই সুন্দর দৃশ্যই উপভোগ করছেন দু'জনে ৷ নম্রতা নিজেও ছিলেন একজন অভিনেত্রী ৷ বর্তমানে অবশ্য তাঁকে আর তেমন বলিউডে দেখা যায়না ৷

ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা এমবি ৷ আজ এবং প্রতিটা দিন শুধু তুমি তুমি এবং তুমি ৷" তারকা জুটির এই ছবি বেশ পছন্দ হয়েছে ফ্যানেদেরও ৷ তাঁরাও আজ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় মহেশবাবুকে ৷ বুধবার 48তম জন্মদিন পালন করছেন অভিনেতা ৷ ইতিমধ্যেই তেলুগু ছবির জগতে তিনি সুপারস্টার হয়ে উঠেছেন ৷ তাঁর আরও কাজ দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷

আরও পড়ুন: সমালোচনার সপাটে জবাব সুস্মিতার, 'রানি' অভিবাদন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার

মহেশবাবুর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশুশিল্পী হিসাবে ৷ তাঁর প্রথম ছবির নাম ছিল 'নিদা' ৷ 1979 সালে মুক্তি পায় এই ছবিটি ৷ তবে প্রধান চরিত্রে তিনি কাজ শুরু করেন আরও প্রায় দু'দশক পর ৷ 'রাজকুমারুড্ডু' ছবির হাত ধরে শুরু হয় তাঁর কেরিয়ার ৷ এরপর বক্স অফিসে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই সুপারস্টার ৷ তালিকায় রয়েছে 'পোকিরি','ডোকোডু', 'বিজনেসম্যান', 'সকারু ভারি পাত্তা' এবং 'মহর্ষি'র মতো একাধিক ছবি ৷ 'মহর্ষি' ছবিটি জাতীয় পুরস্কার পায় ৷

হায়দরাবাদ, 9 অগস্ট: দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশবাবু আজ পার করে ফেললেন আরও একটি বসন্ত ৷ দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রি তো বটেই সারা দেশেই মহেশবাবু পরিচিত তাঁর অ্যাকশন এবং সংলাপের জন্য ৷ টলিউডেও ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো অনেকেই তাঁকে রোল মডেল মনে করেন ৷ এহেন মহেশবাবুর জন্মদিনে একটি সুন্দর ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন স্ত্রী নম্রতা শিরোদকার ৷

ছবিতে দেখা গিয়েছে নম্রতার কোলের উপর বসে রয়েছেন অভিনেতা ৷ দেখে মনে হয়, ক্যামেরার পিছনে হয়তো রয়েছে অভিনেতার পুত্র গৌতম কিংবা কন্যা সিতারা ৷ ছবিতে আরও দেখা যায় রাতের আকাশে ঝলমল করছে আতশবাজির রোশনাইয়ে ৷ আর সেই সুন্দর দৃশ্যই উপভোগ করছেন দু'জনে ৷ নম্রতা নিজেও ছিলেন একজন অভিনেত্রী ৷ বর্তমানে অবশ্য তাঁকে আর তেমন বলিউডে দেখা যায়না ৷

ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা এমবি ৷ আজ এবং প্রতিটা দিন শুধু তুমি তুমি এবং তুমি ৷" তারকা জুটির এই ছবি বেশ পছন্দ হয়েছে ফ্যানেদেরও ৷ তাঁরাও আজ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় মহেশবাবুকে ৷ বুধবার 48তম জন্মদিন পালন করছেন অভিনেতা ৷ ইতিমধ্যেই তেলুগু ছবির জগতে তিনি সুপারস্টার হয়ে উঠেছেন ৷ তাঁর আরও কাজ দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷

আরও পড়ুন: সমালোচনার সপাটে জবাব সুস্মিতার, 'রানি' অভিবাদন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার

মহেশবাবুর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশুশিল্পী হিসাবে ৷ তাঁর প্রথম ছবির নাম ছিল 'নিদা' ৷ 1979 সালে মুক্তি পায় এই ছবিটি ৷ তবে প্রধান চরিত্রে তিনি কাজ শুরু করেন আরও প্রায় দু'দশক পর ৷ 'রাজকুমারুড্ডু' ছবির হাত ধরে শুরু হয় তাঁর কেরিয়ার ৷ এরপর বক্স অফিসে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই সুপারস্টার ৷ তালিকায় রয়েছে 'পোকিরি','ডোকোডু', 'বিজনেসম্যান', 'সকারু ভারি পাত্তা' এবং 'মহর্ষি'র মতো একাধিক ছবি ৷ 'মহর্ষি' ছবিটি জাতীয় পুরস্কার পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.