ETV Bharat / entertainment

Naatu Naatu And Chhello Show: অস্কারের জন্য লড়বে প্যান নলিনের 'চেলো শো' এবং 'আরআরআর' ছবির 'নাতু নাতু' - অস্কারের জন্য লড়বে প্যান নলিনের চেলো শো

অস্কারের মঞ্চে সেরা গানের বিভাগে লড়াই করবে এস এস রাজামৌলির 'আরআরআর' ছবির বিখ্যাত গান 'নাতু নাতু' (Naatu Naatu shortlisted for Oscars)৷ আর 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর তালিকায় পুরস্কারের জন্য লড়বে গুজরাতি ছবি 'চেলো শো'(Naatu Naatu And Chhello Show shortlisted for Oscars) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 22, 2022, 1:34 PM IST

Updated : Jan 12, 2023, 9:09 AM IST

মুম্বই, 22 ডিসেম্বর: আগামী বছর মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 95তম আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনি (অস্কার) ৷ এবার আসন্ন অস্কারের মঞ্চে জায়গা করে নিল এস এস রাজামৌলির 'আরআরআর' ছবির বিখ্যাত গান 'নাতু নাতু' ৷ গত বুধবার প্রতিযোগিতার দশটি বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয় । আর এই দশটি বিভাগের একটি ছিল সেরা গানের বিভাগ ৷ আর এই বিভাগের লড়াইয়ের জন্য মনোনয়ন পেল রাজামৌলির ছবির এই গানটি ৷ জুনিয়র এনটিআর এবং রাম চরনের নাচের জেরে সারা দেশ জুড়ে এখনও রীতিমতো বিখ্য়াত এই গানটি ৷ গানে কণ্ঠ দিয়েছিলেন রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব (SS Rajamouli RRR Song Naatu Naatu in Oscars)৷

'নাতু নাতু' গানটির লড়াই অবশ্য় সহজ হবে তা ভাবার কোনও কারণ নেই ৷ মোট 15টি সুপারহিট গানের সঙ্গে লড়াই করতে হবে এই গানটিকে ৷ 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির 'নাথিং ইজ লস্ট', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ'-এর মতো গানগুলির সঙ্গে লড়াই করবে 'নাতু নাতু' ৷ 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর তালিকাতেও রয়েছে একটি ভারতীয় ছবির নাম (Gujarati film Chhello Show in Oscars 2023)৷ গুজরাতি এই ছবিটির নাম 'চেলো শো' ৷ প্যান নলিন পরিচালিত এই ছবির ইংরেজি শিরোনাম "লাস্ট ফিল্ম শো" ৷ 14 অক্টোবর সারাদেশ জুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি (Pan Nalin Directional Chhello Show) ৷

আরও পড়ুন: বিতর্কের মধ্যেই এবার সামনে এল 'পাঠান' এর দ্বিতীয় গান

গুজরাতের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা নলিনের সিনেমার প্রেমে পড়ার কাহিনিকেই ফুটিয়ে তুলবে এই গল্প(Gujarati film Chhello Show in Oscars) ৷ আসলে পরিচালকের জীবন-স্মৃতিরও বেশ খানিকটা জুড়ে রয়েছে এই সিনেমার সঙ্গে ৷ স্পেনের 66 তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷ এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ 'চেলো শো' ছাড়াও 'দ্য কোয়াইট গার্ল' এবং 'দ্য ব্লু কাফতান'-এর মতো ছবিগুলি রয়েছে এই তালিকায় । প্রথমবারের মতো পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'ও 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে স্থান পেয়েছে । এর আগে অস্কার মঞ্চে নমিনেশন পেয়েছিল ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' ৷ এর আগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য লড়াই করেছিল রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ছবি ৷ তবে শেষ পর্যন্ত পুরস্কার আসেনি ৷ এবার অস্কার মনোনয়ন পেল গুজরাতি সিনেমা 'চেলো শো' ৷

মুম্বই, 22 ডিসেম্বর: আগামী বছর মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 95তম আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনি (অস্কার) ৷ এবার আসন্ন অস্কারের মঞ্চে জায়গা করে নিল এস এস রাজামৌলির 'আরআরআর' ছবির বিখ্যাত গান 'নাতু নাতু' ৷ গত বুধবার প্রতিযোগিতার দশটি বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয় । আর এই দশটি বিভাগের একটি ছিল সেরা গানের বিভাগ ৷ আর এই বিভাগের লড়াইয়ের জন্য মনোনয়ন পেল রাজামৌলির ছবির এই গানটি ৷ জুনিয়র এনটিআর এবং রাম চরনের নাচের জেরে সারা দেশ জুড়ে এখনও রীতিমতো বিখ্য়াত এই গানটি ৷ গানে কণ্ঠ দিয়েছিলেন রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব (SS Rajamouli RRR Song Naatu Naatu in Oscars)৷

'নাতু নাতু' গানটির লড়াই অবশ্য় সহজ হবে তা ভাবার কোনও কারণ নেই ৷ মোট 15টি সুপারহিট গানের সঙ্গে লড়াই করতে হবে এই গানটিকে ৷ 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির 'নাথিং ইজ লস্ট', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ'-এর মতো গানগুলির সঙ্গে লড়াই করবে 'নাতু নাতু' ৷ 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর তালিকাতেও রয়েছে একটি ভারতীয় ছবির নাম (Gujarati film Chhello Show in Oscars 2023)৷ গুজরাতি এই ছবিটির নাম 'চেলো শো' ৷ প্যান নলিন পরিচালিত এই ছবির ইংরেজি শিরোনাম "লাস্ট ফিল্ম শো" ৷ 14 অক্টোবর সারাদেশ জুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি (Pan Nalin Directional Chhello Show) ৷

আরও পড়ুন: বিতর্কের মধ্যেই এবার সামনে এল 'পাঠান' এর দ্বিতীয় গান

গুজরাতের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা নলিনের সিনেমার প্রেমে পড়ার কাহিনিকেই ফুটিয়ে তুলবে এই গল্প(Gujarati film Chhello Show in Oscars) ৷ আসলে পরিচালকের জীবন-স্মৃতিরও বেশ খানিকটা জুড়ে রয়েছে এই সিনেমার সঙ্গে ৷ স্পেনের 66 তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷ এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ 'চেলো শো' ছাড়াও 'দ্য কোয়াইট গার্ল' এবং 'দ্য ব্লু কাফতান'-এর মতো ছবিগুলি রয়েছে এই তালিকায় । প্রথমবারের মতো পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'ও 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে স্থান পেয়েছে । এর আগে অস্কার মঞ্চে নমিনেশন পেয়েছিল ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' ৷ এর আগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য লড়াই করেছিল রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ছবি ৷ তবে শেষ পর্যন্ত পুরস্কার আসেনি ৷ এবার অস্কার মনোনয়ন পেল গুজরাতি সিনেমা 'চেলো শো' ৷

Last Updated : Jan 12, 2023, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.