ETV Bharat / entertainment

Naatu Naatu And Chhello Show: অস্কারের জন্য লড়বে প্যান নলিনের 'চেলো শো' এবং 'আরআরআর' ছবির 'নাতু নাতু'

অস্কারের মঞ্চে সেরা গানের বিভাগে লড়াই করবে এস এস রাজামৌলির 'আরআরআর' ছবির বিখ্যাত গান 'নাতু নাতু' (Naatu Naatu shortlisted for Oscars)৷ আর 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর তালিকায় পুরস্কারের জন্য লড়বে গুজরাতি ছবি 'চেলো শো'(Naatu Naatu And Chhello Show shortlisted for Oscars) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 22, 2022, 1:34 PM IST

Updated : Jan 12, 2023, 9:09 AM IST

মুম্বই, 22 ডিসেম্বর: আগামী বছর মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 95তম আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনি (অস্কার) ৷ এবার আসন্ন অস্কারের মঞ্চে জায়গা করে নিল এস এস রাজামৌলির 'আরআরআর' ছবির বিখ্যাত গান 'নাতু নাতু' ৷ গত বুধবার প্রতিযোগিতার দশটি বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয় । আর এই দশটি বিভাগের একটি ছিল সেরা গানের বিভাগ ৷ আর এই বিভাগের লড়াইয়ের জন্য মনোনয়ন পেল রাজামৌলির ছবির এই গানটি ৷ জুনিয়র এনটিআর এবং রাম চরনের নাচের জেরে সারা দেশ জুড়ে এখনও রীতিমতো বিখ্য়াত এই গানটি ৷ গানে কণ্ঠ দিয়েছিলেন রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব (SS Rajamouli RRR Song Naatu Naatu in Oscars)৷

'নাতু নাতু' গানটির লড়াই অবশ্য় সহজ হবে তা ভাবার কোনও কারণ নেই ৷ মোট 15টি সুপারহিট গানের সঙ্গে লড়াই করতে হবে এই গানটিকে ৷ 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির 'নাথিং ইজ লস্ট', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ'-এর মতো গানগুলির সঙ্গে লড়াই করবে 'নাতু নাতু' ৷ 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর তালিকাতেও রয়েছে একটি ভারতীয় ছবির নাম (Gujarati film Chhello Show in Oscars 2023)৷ গুজরাতি এই ছবিটির নাম 'চেলো শো' ৷ প্যান নলিন পরিচালিত এই ছবির ইংরেজি শিরোনাম "লাস্ট ফিল্ম শো" ৷ 14 অক্টোবর সারাদেশ জুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি (Pan Nalin Directional Chhello Show) ৷

আরও পড়ুন: বিতর্কের মধ্যেই এবার সামনে এল 'পাঠান' এর দ্বিতীয় গান

গুজরাতের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা নলিনের সিনেমার প্রেমে পড়ার কাহিনিকেই ফুটিয়ে তুলবে এই গল্প(Gujarati film Chhello Show in Oscars) ৷ আসলে পরিচালকের জীবন-স্মৃতিরও বেশ খানিকটা জুড়ে রয়েছে এই সিনেমার সঙ্গে ৷ স্পেনের 66 তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷ এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ 'চেলো শো' ছাড়াও 'দ্য কোয়াইট গার্ল' এবং 'দ্য ব্লু কাফতান'-এর মতো ছবিগুলি রয়েছে এই তালিকায় । প্রথমবারের মতো পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'ও 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে স্থান পেয়েছে । এর আগে অস্কার মঞ্চে নমিনেশন পেয়েছিল ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' ৷ এর আগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য লড়াই করেছিল রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ছবি ৷ তবে শেষ পর্যন্ত পুরস্কার আসেনি ৷ এবার অস্কার মনোনয়ন পেল গুজরাতি সিনেমা 'চেলো শো' ৷

মুম্বই, 22 ডিসেম্বর: আগামী বছর মার্চ অনুষ্ঠিত হতে চলেছে 95তম আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনি (অস্কার) ৷ এবার আসন্ন অস্কারের মঞ্চে জায়গা করে নিল এস এস রাজামৌলির 'আরআরআর' ছবির বিখ্যাত গান 'নাতু নাতু' ৷ গত বুধবার প্রতিযোগিতার দশটি বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয় । আর এই দশটি বিভাগের একটি ছিল সেরা গানের বিভাগ ৷ আর এই বিভাগের লড়াইয়ের জন্য মনোনয়ন পেল রাজামৌলির ছবির এই গানটি ৷ জুনিয়র এনটিআর এবং রাম চরনের নাচের জেরে সারা দেশ জুড়ে এখনও রীতিমতো বিখ্য়াত এই গানটি ৷ গানে কণ্ঠ দিয়েছিলেন রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব (SS Rajamouli RRR Song Naatu Naatu in Oscars)৷

'নাতু নাতু' গানটির লড়াই অবশ্য় সহজ হবে তা ভাবার কোনও কারণ নেই ৷ মোট 15টি সুপারহিট গানের সঙ্গে লড়াই করতে হবে এই গানটিকে ৷ 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির 'নাথিং ইজ লস্ট', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির 'লিফ্ট মি আপ'-এর মতো গানগুলির সঙ্গে লড়াই করবে 'নাতু নাতু' ৷ 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম'-এর তালিকাতেও রয়েছে একটি ভারতীয় ছবির নাম (Gujarati film Chhello Show in Oscars 2023)৷ গুজরাতি এই ছবিটির নাম 'চেলো শো' ৷ প্যান নলিন পরিচালিত এই ছবির ইংরেজি শিরোনাম "লাস্ট ফিল্ম শো" ৷ 14 অক্টোবর সারাদেশ জুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি (Pan Nalin Directional Chhello Show) ৷

আরও পড়ুন: বিতর্কের মধ্যেই এবার সামনে এল 'পাঠান' এর দ্বিতীয় গান

গুজরাতের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা নলিনের সিনেমার প্রেমে পড়ার কাহিনিকেই ফুটিয়ে তুলবে এই গল্প(Gujarati film Chhello Show in Oscars) ৷ আসলে পরিচালকের জীবন-স্মৃতিরও বেশ খানিকটা জুড়ে রয়েছে এই সিনেমার সঙ্গে ৷ স্পেনের 66 তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন স্পাইক পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি ৷ এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ৷ 'চেলো শো' ছাড়াও 'দ্য কোয়াইট গার্ল' এবং 'দ্য ব্লু কাফতান'-এর মতো ছবিগুলি রয়েছে এই তালিকায় । প্রথমবারের মতো পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'ও 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে স্থান পেয়েছে । এর আগে অস্কার মঞ্চে নমিনেশন পেয়েছিল ভারতীয় তথ্যচিত্র 'রাইটিং উইথ ফায়ার' ৷ এর আগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য লড়াই করেছিল রিন্টু থমাস এবং সুস্মিত ঘোষ পরিচালিত এই ছবি ৷ তবে শেষ পর্যন্ত পুরস্কার আসেনি ৷ এবার অস্কার মনোনয়ন পেল গুজরাতি সিনেমা 'চেলো শো' ৷

Last Updated : Jan 12, 2023, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.