মুম্বই, 25 জুলাই: সলমন খান এবং তাঁর বাবাকে মৃত্যুর হুমকি দেওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি ৷ একই ঘটনা ঘটেছিল ভিকি-ক্যাটরিনার সঙ্গেও ৷ মুম্বই পুলিশে দায়ের করা হয়েছিল অভিযোগও ৷ পুলিশ জানিয়েছিল, 'ভিক্যাট'-কে ক্রমাগত মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে ইনস্টাগ্রাম থেকে (Katrina Vicky death threats case)৷ ইনস্টাগ্রামে ক্যাটরিনাকে স্টক করছিল ওই ব্যক্তি ৷ পরে হুমকি বার্তাও দেওয়া হয় ৷ ভিকির অভিযোগের ভিত্তিতে স্বভাবতই অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ ৷
এবার সামনে এই ব্যক্তির পরিচয় ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ জানা গিয়েছে গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম মনবিন্দর সিং ৷ গত কয়েক মাস ধরে, মনবিন্দরই ক্যাটরিনাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছিলেন ৷ পরে ক্যাটরিনা এবং ভিকিকে হত্যার হুমকিও দিয়েছিলেন । আসলে তিনি নাকি মুম্বইয়ের একজন স্ট্রাগলিং মডেল ৷
আরও পডুন: কেউ মাঠে নামেননি তবু আবিরকে 5 0 গোলে 'হারালেন' রাহুল !
সবে মাত্র মালদ্বীপে নিজের 39তম জন্মদিন কাটিয়ে ঘরে ফিরেছেন এই পাওয়ার কাপেল ৷ তবে সুখস্মৃতি ম্লান হল নয়া আশঙ্কায় ৷ এদিকে ভিকি তাঁর আসন্ন প্রজেক্টে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ'র চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ ছবির নাম 'শ্যাম বাহাদুর' ৷ পরিচালক মেঘনা গুলজার ৷ অন্যদিকে ক্যাটরিনা আগামীতে বিজয় সেতুপতির হাত ধরে পর্দায় আসছেন 'মেরি ক্রিসমাস' ছবিতে ৷