ETV Bharat / entertainment

Palan Teaser Out: প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান'-এর টিজার

22 সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'পালান' ৷ তার আগে মুক্তি পেয়েছে ছবির টিজার ৷ ছবির কয়েক সেকেন্ডের ঝলক কৌতুহলী করে তুলেছে অনুরাগীদের ৷

Etv Bharat
প্রকাশ্যে 'পালান'-এর টিজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 7:08 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'পালান'-এর টিজার। 'পালান' প্রেক্ষাগৃহে আসবে 22 সেপ্টেম্বর। ছবির মুক্তির তারিখ আগেই জানিয়েছেন পরিচালক। শুক্রবার সেপ্টেম্বরের পয়লা দিনে ঠিক বিকেল 4টেয় হাজির হয়েছে টিজার। টিজারে ধরা দিলেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দাম, শ্রীলা মজুমদার।

1982 সালে মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'-এর অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে 'পালান'। 'পালান'-এর গল্পের দিকে তাকালে দেখা যায়, 'খারিজ' ছবিতে যে কম বয়সি ভৃত্য পালানের দেহ পাওয়া গিয়েছিল রান্নঘরে, সেই পালানই এই ছবির কেন্দ্রে। এক মধ্যবিত্ত পরিবারের চরম স্বার্থপরতার চিত্র ফুটে উঠেছিল 'খারিজ' ছবিতে। সেই পালানকে কেন্দ্রে রেখেই কৌশিকের ছবি 'পালান'। উল্লেখ্য, রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি হয় 'খারিজ'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেই গল্পকেই নতুন মোড়কে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'খারিজ'-এর মমতাশঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার রয়েছেন 'পালান' ছবিতেও। নতুন সংযোজন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। অভিনয়ে রয়েছেন দেবপ্রতীম দাশগুপ্ত-সহ আরও অনেকে।

তৎকালীন 'কান চলচ্চিত্র উৎসব'-এ স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। 'পালান'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে অপ্পু প্রভাকর এবং শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী, সম্পাদনায় শুভজিৎ সিংহ।গত মে মাসে 'পালান'-এর প্রথম ঝলক সামনে এসেছিল ৷ প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-র যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: ক্ষুদিরাম বসুর চরিত্রে দ্বিতীয়বার সামিউল আলম, পুজোতেই আসছে 'বাঘাযতীন'

অন্যদিকে, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অর্ধাঙ্গিনী প্রেক্ষাৃগৃহে দর্শকদের মন জয় করে চলেছে ৷ পরিচালক সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 100 দিন সম্পন্ন হতে চলেছে এই ছবি ৷ সুরিন্দর ফিল্মস প্রযোজিত জয়া আহসান, চুর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন অভিনীত এই ছবি গল্প বলে দাম্পত্যের, বন্ধুত্বের, বিরহের ৷ মুক্তির পর থেকেই একাধিক হলে হাউসফুল গিয়েছে অর্ধাঙ্গিনী ৷ মুখোমুখি জয়া ও চুর্ণীর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে ৷ সাফল্যের সেই জয় যাত্রা এখনও বর্তমান ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'পালান'-এর টিজার। 'পালান' প্রেক্ষাগৃহে আসবে 22 সেপ্টেম্বর। ছবির মুক্তির তারিখ আগেই জানিয়েছেন পরিচালক। শুক্রবার সেপ্টেম্বরের পয়লা দিনে ঠিক বিকেল 4টেয় হাজির হয়েছে টিজার। টিজারে ধরা দিলেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দাম, শ্রীলা মজুমদার।

1982 সালে মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'-এর অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে 'পালান'। 'পালান'-এর গল্পের দিকে তাকালে দেখা যায়, 'খারিজ' ছবিতে যে কম বয়সি ভৃত্য পালানের দেহ পাওয়া গিয়েছিল রান্নঘরে, সেই পালানই এই ছবির কেন্দ্রে। এক মধ্যবিত্ত পরিবারের চরম স্বার্থপরতার চিত্র ফুটে উঠেছিল 'খারিজ' ছবিতে। সেই পালানকে কেন্দ্রে রেখেই কৌশিকের ছবি 'পালান'। উল্লেখ্য, রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি হয় 'খারিজ'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেই গল্পকেই নতুন মোড়কে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ 'খারিজ'-এর মমতাশঙ্কর, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার রয়েছেন 'পালান' ছবিতেও। নতুন সংযোজন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। অভিনয়ে রয়েছেন দেবপ্রতীম দাশগুপ্ত-সহ আরও অনেকে।

তৎকালীন 'কান চলচ্চিত্র উৎসব'-এ স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। 'পালান'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে অপ্পু প্রভাকর এবং শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী, সম্পাদনায় শুভজিৎ সিংহ।গত মে মাসে 'পালান'-এর প্রথম ঝলক সামনে এসেছিল ৷ প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-র যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: ক্ষুদিরাম বসুর চরিত্রে দ্বিতীয়বার সামিউল আলম, পুজোতেই আসছে 'বাঘাযতীন'

অন্যদিকে, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অর্ধাঙ্গিনী প্রেক্ষাৃগৃহে দর্শকদের মন জয় করে চলেছে ৷ পরিচালক সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 100 দিন সম্পন্ন হতে চলেছে এই ছবি ৷ সুরিন্দর ফিল্মস প্রযোজিত জয়া আহসান, চুর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন অভিনীত এই ছবি গল্প বলে দাম্পত্যের, বন্ধুত্বের, বিরহের ৷ মুক্তির পর থেকেই একাধিক হলে হাউসফুল গিয়েছে অর্ধাঙ্গিনী ৷ মুখোমুখি জয়া ও চুর্ণীর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে ৷ সাফল্যের সেই জয় যাত্রা এখনও বর্তমান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.