ETV Bharat / entertainment

Mouni Roy New Video: 'এ ডে ইন দ্য মাউন্টেনস...', দেখুন মৌনির নতুন ভ্রমণের ডায়েরি - মৌনি রায় এখন রয়েছেন পাহাড়ে

অভিনেত্রী মৌনি রায় এখন রয়েছেন পাহাড়ে । ভ্রমণের ফাঁকেই তিনি শেয়ার করলেন তাঁর বেড়ানোর নতুন একটি ভিডিয়ো ।

Mouni Roy New Video
পাহাড়ের কোলে দাঁড়িয়ে ছবি শেয়ার করলেন মৌনি
author img

By

Published : May 2, 2023, 6:37 PM IST

হায়দরাবাদ, 2 মে: টিভির দুনিয়া থেকে বলিউডের যাঁরা সকলের নজর কেড়েছেন তাঁদের মধ্য়ে মৌনি যে অন্য়তম তা বলাই বাহুল্য । ছোটপর্দায় নাগিন ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে । এরপর ছোটপর্দা থেকে বড় পর্দাতেও একের পর এক মনে রাখার মতো কাজ করে চলেছেন তিনি । সম্প্রতি নেগেটিভ চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী । অভিনয়ের পাশাপাশি সোশাল মিডিয়াতেও ভীষণ পরিচিত মৌনি রায় । এদিনও সামনে এল বঙ্গ কন্য়ার পাহাড় ভ্রমনের কিছু ঝলক ।

একসময়ের ডেলি সোপ সেনসেশন মঙ্গলবার শেয়ার করেছেন একটি সুন্দর ভিডিয়ো । ক্য়াপশনে তিনি লিখেছেন, "এ ডে ইন দ্য় মাউন্টেনস(পাহাড়ে একটি দিন) ।" তাঁর এই পোস্ট বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের । মৌনিকে ভিডিয়োতে দেখা গিয়েছে সাদা পিঠখোলা পোশাকে । মনোরম প্রকৃতির মজা তো বটেই পাশাপাশি তাঁকে স্থানীয় খাবার দাবার নিয়েও মেতে উঠতে দেখা গিয়েছে । আবার কখনও সখনও তিনি বেড়িয়ে পড়েছেন লং ড্রাইভে ।

তাঁর এই ভিডিয়ো সামনে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে কমেন্টের বন্যা । একজন ফ্যান লিখেছেন, "আপনি নাগিন হিসাবে প্লিজ আবার ফিরে আসুন ।" আরও একজন লিখেছেন, "ভালোবাসা, আরে এটা তো আমারই শহর ।" অভিনয় জগতের অনেকেই তাঁর বিভিন্ন পোস্টের নীচে মন্তব্য করেন । তাঁদেরই একজন হলেন দিশা পাটানি । মৌনির বেশির ভাগ পোস্টের নীচেই তাঁর মন্তব্য মেলে । এদিনও তিনি লেখেন, "সত্য়ি দারুণ সুন্দর" ।

অভিনয়ের কথা বলতে গেলে, মৌনি ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক করেছিলেন অক্ষয় কুমারের 'গোল' ছবির হাত ধরে । আর তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে অয়নের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে । এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর । ছবিতে নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদেরও নজর কেড়েছে । তাঁকে আগামীতে দেখা যাবে 'দ্য ভার্জিন ট্রি' ছবিতে ।

আরও পড়ুন: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক

হায়দরাবাদ, 2 মে: টিভির দুনিয়া থেকে বলিউডের যাঁরা সকলের নজর কেড়েছেন তাঁদের মধ্য়ে মৌনি যে অন্য়তম তা বলাই বাহুল্য । ছোটপর্দায় নাগিন ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে । এরপর ছোটপর্দা থেকে বড় পর্দাতেও একের পর এক মনে রাখার মতো কাজ করে চলেছেন তিনি । সম্প্রতি নেগেটিভ চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী । অভিনয়ের পাশাপাশি সোশাল মিডিয়াতেও ভীষণ পরিচিত মৌনি রায় । এদিনও সামনে এল বঙ্গ কন্য়ার পাহাড় ভ্রমনের কিছু ঝলক ।

একসময়ের ডেলি সোপ সেনসেশন মঙ্গলবার শেয়ার করেছেন একটি সুন্দর ভিডিয়ো । ক্য়াপশনে তিনি লিখেছেন, "এ ডে ইন দ্য় মাউন্টেনস(পাহাড়ে একটি দিন) ।" তাঁর এই পোস্ট বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের । মৌনিকে ভিডিয়োতে দেখা গিয়েছে সাদা পিঠখোলা পোশাকে । মনোরম প্রকৃতির মজা তো বটেই পাশাপাশি তাঁকে স্থানীয় খাবার দাবার নিয়েও মেতে উঠতে দেখা গিয়েছে । আবার কখনও সখনও তিনি বেড়িয়ে পড়েছেন লং ড্রাইভে ।

তাঁর এই ভিডিয়ো সামনে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে কমেন্টের বন্যা । একজন ফ্যান লিখেছেন, "আপনি নাগিন হিসাবে প্লিজ আবার ফিরে আসুন ।" আরও একজন লিখেছেন, "ভালোবাসা, আরে এটা তো আমারই শহর ।" অভিনয় জগতের অনেকেই তাঁর বিভিন্ন পোস্টের নীচে মন্তব্য করেন । তাঁদেরই একজন হলেন দিশা পাটানি । মৌনির বেশির ভাগ পোস্টের নীচেই তাঁর মন্তব্য মেলে । এদিনও তিনি লেখেন, "সত্য়ি দারুণ সুন্দর" ।

অভিনয়ের কথা বলতে গেলে, মৌনি ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক করেছিলেন অক্ষয় কুমারের 'গোল' ছবির হাত ধরে । আর তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে অয়নের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে । এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর । ছবিতে নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় সমালোচকদেরও নজর কেড়েছে । তাঁকে আগামীতে দেখা যাবে 'দ্য ভার্জিন ট্রি' ছবিতে ।

আরও পড়ুন: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.