ETV Bharat / entertainment

Karnasubarner Guptadhan Motion Poster পুজোয় বাঙালির হাতের নাগালে গুপ্তধন, এসে গেল ছবির মোশন পোস্টার

30 সেপ্টেম্বর কর্ণসুবর্ণের গুপ্তধনের খোঁজে দর্শকদের দরবারে ফের আগমন হচ্ছে সোনাদার (Karnasubarner Guptadhan Motion Poster )। হাজির হল ছবির মোশন পোস্টার (Abir Chatterjee New Film)৷

motion poster karnasubarner guptadhan is out now
পুজোয় বাঙালির হাতের নাগালে গুপ্তধন, এসে গেল ছবির মোশন পোস্টার
author img

By

Published : Aug 25, 2022, 5:47 PM IST

কলকাতা, 25 অগস্ট: 30 সেপ্টেম্বর দর্শক দরবারে ফের আগমন হচ্ছে সোনাদার । ওই দিন মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'(Karnasubarner Guptadhan)। পর্দার ব্যোমকেশ বক্সী আবারও সোনাদার সাজে মেতে উঠবেন গুপ্তধনের সন্ধানে ৷ হাজির হল ছবির মোশন পোস্টার (Karnasubarner Guptadhan Motion Poster )। এসভিএফ-এর সঙ্গে গুপ্তধন ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে এটি তৃতীয় কাজ ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ।

আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তীকে নিয়ে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই তৃতীয় সফর কতটা দর্শকের মনে ঝড় তুলবে তা দেখার দিন এগিয়ে এসেছে খুব কাছেই । সোনাদা, আবির আর ঝিনুকের গুপ্তধনের খোঁজের পাশাপাশি নানান মজাদার সব ঘটনা নিয়েই পুরো স্টোরিবোর্ডটি তৈরি করেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় । আর এবার বাঙালির পুজো কাটবে সেই গুপ্তধন সঙ্গে নিয়েই ।

motion poster karnasubarner guptadhan is out now
পর্দার ব্যোমকেশ বক্সী এবার সোনাদার সাজে মেতে উঠবেন গুপ্তধনের সন্ধানে ৷ হাজির হল ছবির মোশন পোস্টার

মোশন পোস্টারে দেখা গিয়েছে আবির, ঝিনুক আর সোনাদার লুক (Abir Chatterjee New Film)। ইতিহাস, পুরাণ এবং গুপ্তধনের ত্রিকোণ প্রেম এই গল্পের মূল রসদ । আবার সঙ্গে রয়েছে ঝিনুক ও আবিরের রসায়ন ৷ আর একেই বেশ কয়েক বছর ধরে আঁকড়ে ধরেছে বাঙালি । শুরুতে ছক দেখে একটু একটু 'ন্যাশানাল ট্রেজার হান্ট' সিরিজের কথা মনে পড়েছিল অনেকেরই । তবে গুপ্তধনের সফরকে বাঙালিয়ানা দিয়ে ভরিয়ে দিতে কোনও খামতি রাখেননি ধ্রুববাবু ৷

আরও পড়ুন: ক্যাকটাসের জন্মদিনে কাঁটা সিধুর ভাইরাল অডিয়ো, বাজির পোস্টে উত্তাল নেটপাড়া

ফেলুদা, ব্যোমকেশ, কিরীটীদের পাশে সুবর্ণ সেনও তাই যে নিজের জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য । যদিও গোয়েন্দাদের তালিকায় নিজেকে যুক্ত করতে পেরেছেন একেন বাবুও । সোনাদা থুড়ি আবিরের 'ব্যোমকেশ হত্যামঞ্চ' হাজির হয়েছে কদিন আগেই । ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শক মহলে । এবার আবার পরীক্ষা সোনাদার । সোনাদা নাকি ব্যোমকেশ কার দৌড় কতদূর তা এবার দেখবে দর্শক (Abir Chatterjee New Film is Coming Soon)।

কলকাতা, 25 অগস্ট: 30 সেপ্টেম্বর দর্শক দরবারে ফের আগমন হচ্ছে সোনাদার । ওই দিন মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'(Karnasubarner Guptadhan)। পর্দার ব্যোমকেশ বক্সী আবারও সোনাদার সাজে মেতে উঠবেন গুপ্তধনের সন্ধানে ৷ হাজির হল ছবির মোশন পোস্টার (Karnasubarner Guptadhan Motion Poster )। এসভিএফ-এর সঙ্গে গুপ্তধন ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে এটি তৃতীয় কাজ ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ।

আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, অর্জুন চক্রবর্তীকে নিয়ে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই তৃতীয় সফর কতটা দর্শকের মনে ঝড় তুলবে তা দেখার দিন এগিয়ে এসেছে খুব কাছেই । সোনাদা, আবির আর ঝিনুকের গুপ্তধনের খোঁজের পাশাপাশি নানান মজাদার সব ঘটনা নিয়েই পুরো স্টোরিবোর্ডটি তৈরি করেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় । আর এবার বাঙালির পুজো কাটবে সেই গুপ্তধন সঙ্গে নিয়েই ।

motion poster karnasubarner guptadhan is out now
পর্দার ব্যোমকেশ বক্সী এবার সোনাদার সাজে মেতে উঠবেন গুপ্তধনের সন্ধানে ৷ হাজির হল ছবির মোশন পোস্টার

মোশন পোস্টারে দেখা গিয়েছে আবির, ঝিনুক আর সোনাদার লুক (Abir Chatterjee New Film)। ইতিহাস, পুরাণ এবং গুপ্তধনের ত্রিকোণ প্রেম এই গল্পের মূল রসদ । আবার সঙ্গে রয়েছে ঝিনুক ও আবিরের রসায়ন ৷ আর একেই বেশ কয়েক বছর ধরে আঁকড়ে ধরেছে বাঙালি । শুরুতে ছক দেখে একটু একটু 'ন্যাশানাল ট্রেজার হান্ট' সিরিজের কথা মনে পড়েছিল অনেকেরই । তবে গুপ্তধনের সফরকে বাঙালিয়ানা দিয়ে ভরিয়ে দিতে কোনও খামতি রাখেননি ধ্রুববাবু ৷

আরও পড়ুন: ক্যাকটাসের জন্মদিনে কাঁটা সিধুর ভাইরাল অডিয়ো, বাজির পোস্টে উত্তাল নেটপাড়া

ফেলুদা, ব্যোমকেশ, কিরীটীদের পাশে সুবর্ণ সেনও তাই যে নিজের জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য । যদিও গোয়েন্দাদের তালিকায় নিজেকে যুক্ত করতে পেরেছেন একেন বাবুও । সোনাদা থুড়ি আবিরের 'ব্যোমকেশ হত্যামঞ্চ' হাজির হয়েছে কদিন আগেই । ছবি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শক মহলে । এবার আবার পরীক্ষা সোনাদার । সোনাদা নাকি ব্যোমকেশ কার দৌড় কতদূর তা এবার দেখবে দর্শক (Abir Chatterjee New Film is Coming Soon)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.