ETV Bharat / entertainment

Monami Ghosh New Video: দোলের রঙে রঙিন মনামী, দেখুন ভিডিয়ো - Monami Holi Celebration Video

লাল আবিরের থালা হাতে দোলের উৎসবে মাতলেন মনামী (Monami Holi Celebration Video) ৷ ঘরোয়া শাড়িতে ভক্তদের মন জয় করলেন অভিনেত্রী ৷

http://10.10.50.85:6060/reg-lowres/07-March-2023/collage_0703newsroom_1678165904_434.jpg
লাল আবিরের থালা হাতে দোলের উৎসবে মাতলেন মনামী
author img

By

Published : Mar 7, 2023, 12:06 PM IST

কলকাতা, 7 মার্চ: প্রতিবছরের মতো এবারও রঙের উৎসবে মেতে উঠেছে টলিউড ৷ কলকাতায় বসন্ত মানে একদিকে যেমন নানা রঙের মিলন তেমনই বিভিন্ন সংস্কৃতির উদযাপনও বটে ৷ আর তাই অভিনেত্রী মনামী ঘোষ এদিন একটি সুন্দর ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীদের ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গেল একেবারে ঘরোয়া বাঙালি পোশাকে ৷ হাতে তাঁর লাল আবিরের থালা ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এদিন পার্বতী দাস বাউলের 'বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের...' বেছে নিয়েছেন তিনি (Monami Holi Celebration Video)৷

দোলের উৎসব মানেই তো রাধা আর কৃষ্ণের প্রেমের বাঁশি ৷ রঙিন এই ভিডিয়োর ক্যাপশনে মনামী লিখেছেন,'আমি আদতে বঙ্গনারী…' ৷ কারণ সোমবারই তাঁর লেটেস্ট ফটোশ্য়ুটের যে ঝলক শেয়ার করেছিলেন মনামী সেখানে টাপাটিনি গার্লকে দেখা গিয়েছিল একেবারে বোল্ড অ্যান্ড হট ড্রেসে ৷ সেখানে নীল জলকে পিছনে রেখে অনুরাগীদের তিনি প্রশ্ন করেছিলেন, 'মৎসকন্যারা কি হোলি খেলে?' ৷ স্বীকার করতেই হবে তাঁর সেই লুক দেখলে যে কেউ মৎসকন্যা বলেই ভুল করতেন তাঁকে ৷ তবে আজকের লুকে আগের দিনের সাজের ছোঁয়াচ মাত্র নেই ৷

তাঁর এবারের লুকটি একেবারে ঘরোয়া ৷ হলুদ গোলগলা ব্লাউজের সঙ্গে মানানসই সোনালি শাড়িতে এদিন নিজেকে সাজিয়েছেন নায়িকা ৷ তাঁর এই লুকও ঘায়েল করেছে নেটিজেনদের ৷ কেউ লিখছেন, 'রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস!শুভ দোলযাত্রা ৷' কেউ আবার অন্যভাবে হোলির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে ৷

আরও পড়ুন: 'বুরা না মানো...', হোলিতে রঙিন লুকে হাজির ড্রিম গার্ল অনন্যা

বিনোদনের দুনিয়ায় এখন মনামী অতি পরিচিত মুখ ৷ ঠিক যেমন কমার্শিয়াল ছবিতে তাঁর বিচরণ তেমনই তিনি পরিচিত মুখ আর্ট ফিল্মেও ৷ সম্প্রতি 'বেলাশুরু' ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল সকলের ৷ আবার আগামীতে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতেও কাজ করতে চলেছেন নায়িকা ৷ ছবির নাম 'পদাতিক' ৷ মৃণাল সেনের জীবনকে পর্দায় ফুটিয়ে তুলবে এই ছবি ৷ এই ছবিতে মনামীকে দেখা যাবে মৃণালের স্ত্রীর ভূমিকায় ৷

কলকাতা, 7 মার্চ: প্রতিবছরের মতো এবারও রঙের উৎসবে মেতে উঠেছে টলিউড ৷ কলকাতায় বসন্ত মানে একদিকে যেমন নানা রঙের মিলন তেমনই বিভিন্ন সংস্কৃতির উদযাপনও বটে ৷ আর তাই অভিনেত্রী মনামী ঘোষ এদিন একটি সুন্দর ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীদের ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গেল একেবারে ঘরোয়া বাঙালি পোশাকে ৷ হাতে তাঁর লাল আবিরের থালা ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এদিন পার্বতী দাস বাউলের 'বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের...' বেছে নিয়েছেন তিনি (Monami Holi Celebration Video)৷

দোলের উৎসব মানেই তো রাধা আর কৃষ্ণের প্রেমের বাঁশি ৷ রঙিন এই ভিডিয়োর ক্যাপশনে মনামী লিখেছেন,'আমি আদতে বঙ্গনারী…' ৷ কারণ সোমবারই তাঁর লেটেস্ট ফটোশ্য়ুটের যে ঝলক শেয়ার করেছিলেন মনামী সেখানে টাপাটিনি গার্লকে দেখা গিয়েছিল একেবারে বোল্ড অ্যান্ড হট ড্রেসে ৷ সেখানে নীল জলকে পিছনে রেখে অনুরাগীদের তিনি প্রশ্ন করেছিলেন, 'মৎসকন্যারা কি হোলি খেলে?' ৷ স্বীকার করতেই হবে তাঁর সেই লুক দেখলে যে কেউ মৎসকন্যা বলেই ভুল করতেন তাঁকে ৷ তবে আজকের লুকে আগের দিনের সাজের ছোঁয়াচ মাত্র নেই ৷

তাঁর এবারের লুকটি একেবারে ঘরোয়া ৷ হলুদ গোলগলা ব্লাউজের সঙ্গে মানানসই সোনালি শাড়িতে এদিন নিজেকে সাজিয়েছেন নায়িকা ৷ তাঁর এই লুকও ঘায়েল করেছে নেটিজেনদের ৷ কেউ লিখছেন, 'রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস!শুভ দোলযাত্রা ৷' কেউ আবার অন্যভাবে হোলির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে ৷

আরও পড়ুন: 'বুরা না মানো...', হোলিতে রঙিন লুকে হাজির ড্রিম গার্ল অনন্যা

বিনোদনের দুনিয়ায় এখন মনামী অতি পরিচিত মুখ ৷ ঠিক যেমন কমার্শিয়াল ছবিতে তাঁর বিচরণ তেমনই তিনি পরিচিত মুখ আর্ট ফিল্মেও ৷ সম্প্রতি 'বেলাশুরু' ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল সকলের ৷ আবার আগামীতে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতেও কাজ করতে চলেছেন নায়িকা ৷ ছবির নাম 'পদাতিক' ৷ মৃণাল সেনের জীবনকে পর্দায় ফুটিয়ে তুলবে এই ছবি ৷ এই ছবিতে মনামীকে দেখা যাবে মৃণালের স্ত্রীর ভূমিকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.