ETV Bharat / entertainment

Mithun-Debashree Movie: রূপোলি পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি ! পথ দেখাচ্ছেন পথিকৃৎ

দীর্ঘ সময় পেড়িয়ে আরও একবার জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী দেবশ্রী রায় ও মিঠুন চক্রবর্তী ৷ পথিকৃৎ বসুর পরিচালনায় ও সোহম চক্রবর্তীর প্রযোজনায় আসবে বাংলা ছবি 'শাস্ত্রী'।

Etv Bharat
পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 7:45 PM IST

কলকাতা, 16 অক্টোবর: জানা-অজানা পথে আরও একবার দেখা হয়ে চলেছে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের ৷ এই জুটিকে আরও একবার সিলভার স্ক্রিনে নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু ৷ অভিনেতা তথা প্রযোজক সোহম চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হবে 'শাস্ত্রী'। সেখানে জুটি বাঁধতে চলেছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়।

এই মুহূর্তে এই পরিচালক ব্যস্ত শিবু-নন্দিতার ঘরের 'দাবাড়ু' নিয়ে। এরই মাঝে খবর দিলেন আগামী ছবির বিষয়ে ৷ পথিকৃৎ ইটিভি ভারতকে বলেন, "জানুয়ারিতে ছবির শুটিং শুরু। অনেকদিন ধরেই দেবারতি মুখোপাধ্যায়ের গল্প নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এটা হচ্ছে ফাইনালি। আমিই দেবশ্রীদিকে গল্পটা শোনাই। উনি রাজি হন। জ্যোতির্বিদ্যা কি আদৌ বিজ্ঞান নাকি, অপবিজ্ঞান, সেটাই দেখানোর চেষ্টা করা হবে এই ছবিতে। শুরু থেকেই কথা ছিল মিঠুন দা'কে নিয়ে কাজ হবে এই ছবিতে। এবার কাজ শুরুর অপেক্ষা।"

দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। অর্ণব ভৌমিক ও অরিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন চিত্রনাট্য নির্মাণে। বিজ্ঞান-অপবিজ্ঞান দ্বন্দ্ব নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। সোহম চক্রবর্তীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা গিয়েছে, ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্রে রেখে। পরিমলের জীবনের দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। সেই মতোই লুক সেট হবে অভিনেতা মিঠুন চক্রবর্তীর। পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায়। একইভাবে সরলার জীবনেরও দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। লুকেও থাকবে চমক। অন্যান্য ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'ব্যোমকেশ চরিত্রে আর কিছু দেওয়ার নেই', জার্নি শেষ সত্যান্বেষী অনিবার্ণের

মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটির 'ত্রয়ী' ছবির কথা আজও ভোলেনি বাঙালি দর্শক। তাঁদের রসায়ন ছিল অনবদ্য। 'এমএলএ ফাটাকেষ্ট', 'টাইগার' ছবিতেও জুটিতে ছিলেন তাঁরা। এরপর একসঙ্গে মিঠুন-দেবশ্রী স্ক্রিন শেয়ার করেন 'শুকনো লঙ্কা' ছবিতে। অন্যদিকে, দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে পথিকৃৎ বসুর 'কাছের মানুষ' সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। বর্তমানে পরিচালক ব্যস্ত রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত 'দাবাড়ু' ছবির শুটিং নিয়ে৷

কলকাতা, 16 অক্টোবর: জানা-অজানা পথে আরও একবার দেখা হয়ে চলেছে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের ৷ এই জুটিকে আরও একবার সিলভার স্ক্রিনে নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু ৷ অভিনেতা তথা প্রযোজক সোহম চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হবে 'শাস্ত্রী'। সেখানে জুটি বাঁধতে চলেছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়।

এই মুহূর্তে এই পরিচালক ব্যস্ত শিবু-নন্দিতার ঘরের 'দাবাড়ু' নিয়ে। এরই মাঝে খবর দিলেন আগামী ছবির বিষয়ে ৷ পথিকৃৎ ইটিভি ভারতকে বলেন, "জানুয়ারিতে ছবির শুটিং শুরু। অনেকদিন ধরেই দেবারতি মুখোপাধ্যায়ের গল্প নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এটা হচ্ছে ফাইনালি। আমিই দেবশ্রীদিকে গল্পটা শোনাই। উনি রাজি হন। জ্যোতির্বিদ্যা কি আদৌ বিজ্ঞান নাকি, অপবিজ্ঞান, সেটাই দেখানোর চেষ্টা করা হবে এই ছবিতে। শুরু থেকেই কথা ছিল মিঠুন দা'কে নিয়ে কাজ হবে এই ছবিতে। এবার কাজ শুরুর অপেক্ষা।"

দেবারতি মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। অর্ণব ভৌমিক ও অরিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন চিত্রনাট্য নির্মাণে। বিজ্ঞান-অপবিজ্ঞান দ্বন্দ্ব নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। সোহম চক্রবর্তীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা গিয়েছে, ছবির গল্প আবর্তিত হবে পরিমল সান্যালকে কেন্দ্রে রেখে। পরিমলের জীবনের দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। সেই মতোই লুক সেট হবে অভিনেতা মিঠুন চক্রবর্তীর। পরিমলের স্ত্রী সরলার ভূমিকায় অভিনয় করবেন দেবশ্রী রায়। একইভাবে সরলার জীবনেরও দু'টি অধ্যায় তুলে ধরা হবে ছবিতে। লুকেও থাকবে চমক। অন্যান্য ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'ব্যোমকেশ চরিত্রে আর কিছু দেওয়ার নেই', জার্নি শেষ সত্যান্বেষী অনিবার্ণের

মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটির 'ত্রয়ী' ছবির কথা আজও ভোলেনি বাঙালি দর্শক। তাঁদের রসায়ন ছিল অনবদ্য। 'এমএলএ ফাটাকেষ্ট', 'টাইগার' ছবিতেও জুটিতে ছিলেন তাঁরা। এরপর একসঙ্গে মিঠুন-দেবশ্রী স্ক্রিন শেয়ার করেন 'শুকনো লঙ্কা' ছবিতে। অন্যদিকে, দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে পথিকৃৎ বসুর 'কাছের মানুষ' সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। বর্তমানে পরিচালক ব্যস্ত রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় প্রযোজিত 'দাবাড়ু' ছবির শুটিং নিয়ে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.