ETV Bharat / entertainment

Mirzapur 3: 'আমার ক্ষমতার খিদে মিটিয়ে দেয় কালিন ভাইয়া', তৃতীয় সিজনের শ্যুটিং শুরু নিয়ে বললেন পঙ্কজ - Pankaj Tripathi

শ্যুটিং শুরু হতে চলেছে মির্জাপুরের পরবর্তী পর্বের ৷ প্রাইম ভিডিয়োর জনপ্রিয় সিরিজ মির্জাপুর-3 এর শ্যুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছেন কালিন অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠি নিজেও (Pankaj Tripathi on Playing Kaleen Bhaiya ) ৷

Mirzapur 3
'আমার ক্ষমতার খিদে মিটিয়ে দেয় কালিন ভাইয়া', তৃতীয় সিজনের শ্যুটিং শুরু নিয়ে বললেন পঙ্কজ
author img

By

Published : Jun 16, 2022, 2:21 PM IST

মুম্বই, 16 জুন : ফের আসছেন কালিন ভাইয়া ! শ্যুটিং শুরু হচ্ছে 'মির্জাপুর'-এর পরবর্তী পর্বের ৷ প্রাইম ভিডিয়োর জনপ্রিয় সিরিজ 'মির্জাপুর-3'-এর শ্যুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছেন কালিন অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠি নিজেও ৷ 2018 সালে মির্জাপুর সিরিজের প্রথম পর্ব মুক্তির পর থেকেই ভীষণরকম জনপ্রিয় হয়ে ওঠে এই সিরিজ ৷ পঙ্কজকে এখানে নৃশংস ডন কালিন ভাইয়ার চরিত্রে দেখা যায় ৷

ফের একবার এই চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য় যে ভীষণ উত্তেজিত তিনি, তা মনে করিয়ে দিতে ভোলেননি পঙ্কজ (Pankaj Tripathi on Playing Kaleen Bhaiya) ৷ অভিনেতা বলেন, "আমি জানি এই সিরিজটি নিয়ে অনুরাগীদের উত্তজনা মারাত্মক ৷ আমি কাল পোশাক ট্রায়াল করব এবং এক সপ্তাহের মধ্য়ে শ্যুটিং শুরু হবে ৷ আমি এবার পুরো চিত্রনাট্যটি শুনব ৷ আরেকবার কালিন ভাইয়া হতে পেরে আমি উচ্ছ্বসিত ৷"

আরও পড়ুন : জুতো পরে মন্দিরে, ভগবানের দিকে 'ফ্লাইং কিস' ! টুইটারে ট্রেন্ডিং বয়কট ব্রহ্মাস্ত্র

তিনি আরও বলেন, "কালিন ভাইয়ার চরিত্রে এবং এই শোয়ে অভিনয় করে খুব মজা পাই ৷ আমি বাস্তবে তো একজন ক্ষমতাহীন মানুষ, তবে কালিন ভাইয়ার চরিত্রে অভিনয় করলেই আমি ক্ষমতা কেমন হয় তা অনুভব করতে পারি ৷ ক্ষমতার খিদে যা সবার মধ্যেই থাকে মির্জাপুরের মধ্য দিয়ে তা তৃপ্ত হয় ৷" মির্জাপুর আসার আগেই ফ্যানেরা পঙ্কজকে দেখতে পাবেন 'শেরদিল: দ্য পিলিভিট সাগা' ছবিতে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে গঙ্গারাম চরিত্রে ৷

মুম্বই, 16 জুন : ফের আসছেন কালিন ভাইয়া ! শ্যুটিং শুরু হচ্ছে 'মির্জাপুর'-এর পরবর্তী পর্বের ৷ প্রাইম ভিডিয়োর জনপ্রিয় সিরিজ 'মির্জাপুর-3'-এর শ্যুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছেন কালিন অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠি নিজেও ৷ 2018 সালে মির্জাপুর সিরিজের প্রথম পর্ব মুক্তির পর থেকেই ভীষণরকম জনপ্রিয় হয়ে ওঠে এই সিরিজ ৷ পঙ্কজকে এখানে নৃশংস ডন কালিন ভাইয়ার চরিত্রে দেখা যায় ৷

ফের একবার এই চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য় যে ভীষণ উত্তেজিত তিনি, তা মনে করিয়ে দিতে ভোলেননি পঙ্কজ (Pankaj Tripathi on Playing Kaleen Bhaiya) ৷ অভিনেতা বলেন, "আমি জানি এই সিরিজটি নিয়ে অনুরাগীদের উত্তজনা মারাত্মক ৷ আমি কাল পোশাক ট্রায়াল করব এবং এক সপ্তাহের মধ্য়ে শ্যুটিং শুরু হবে ৷ আমি এবার পুরো চিত্রনাট্যটি শুনব ৷ আরেকবার কালিন ভাইয়া হতে পেরে আমি উচ্ছ্বসিত ৷"

আরও পড়ুন : জুতো পরে মন্দিরে, ভগবানের দিকে 'ফ্লাইং কিস' ! টুইটারে ট্রেন্ডিং বয়কট ব্রহ্মাস্ত্র

তিনি আরও বলেন, "কালিন ভাইয়ার চরিত্রে এবং এই শোয়ে অভিনয় করে খুব মজা পাই ৷ আমি বাস্তবে তো একজন ক্ষমতাহীন মানুষ, তবে কালিন ভাইয়ার চরিত্রে অভিনয় করলেই আমি ক্ষমতা কেমন হয় তা অনুভব করতে পারি ৷ ক্ষমতার খিদে যা সবার মধ্যেই থাকে মির্জাপুরের মধ্য দিয়ে তা তৃপ্ত হয় ৷" মির্জাপুর আসার আগেই ফ্যানেরা পঙ্কজকে দেখতে পাবেন 'শেরদিল: দ্য পিলিভিট সাগা' ছবিতে ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে গঙ্গারাম চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.