ETV Bharat / entertainment

Mimi on Ranveer: "রণবীর যদি মেয়ে হতেন..." অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির - অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির

রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে টুইট মিমি চক্রবর্তীর (Mimi chakraborty shares her thoughts on ranveer singh nude poster) ৷ তাঁর বক্তব্য একটাই রণবীর যদি একজন নারী হতেন তাহলে কী এভাবেই প্রশংসা কুড়োতেন? নাকি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হত বা হত্যার হুমকি দেওয়া হত?

Mimi on Ranveer
ও মেয়ে হলে কি বাড়ি জ্বালিয়ে দিতেন, না হত্যার হুমকি দিতেন, রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে টুইট মিমির
author img

By

Published : Jul 22, 2022, 12:08 PM IST

মুম্বই, 22 জুলাই: তাঁকে বলিউডের বাজিরাও বলুন কিংবা পর্দার কপিল, মানতেই হবে রণবীর সিং তাঁর উচ্ছ্বসিত জীবনী শক্তি এবং বৈষম্যহীন মনোভাবের জন্য়ই ফ্যানেদের মনে আলাদা জায়গা গড়ে নিয়েছেন ৷ এবারও নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর সম্পূর্ণ নগ্ন ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছিল নেটপাড়া ৷ শুরু হয়েছিল নীতি পুলিশিও ৷ তবে বেশির ভাগ ফ্যানেরাই রণবীরের সাহসীকতায় মুগ্ধ ৷ পেপার ম্যাগাজিন (Paper Magazine) সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করে সাহসী এই ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । আসলে তিনিও ছিলেন এমনই সাহসী ৷ এবার বিষয়টির অন্য দিক তুলে ধরে নীতি পুলিশদের দলে নাম লেখালেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi chakraborty shares her thoughts on ranveer singh nude poster) ৷

রণবীরের এই ফটোশ্যুট সামনে আসার পর পরপর দু'টি টুইট করেন মিমি ৷ তাঁর বক্তব্য একটাই রণবীর যদি একজন নারী হতেন তাহলে কী একইভাবেই প্রশংসা কুড়োতেন? অভিনেত্রী সাংসদ লেখেন, "রণবীর সিং-এর সাম্প্রতিক ফটোশুটে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে এবং বেশিরভাগই মন্তব্যগুলি ছিল, (তিনটি আগুনের ইমোজি ব্যবহার করেছেন মিমি)। শুধু ভাবছি যে তিনি যদি একজন মহিলা হতেন তাহলে প্রশংসা একইরকম হত কি? নাকি আপনারা তাঁর বাড়ি পুড়িয়ে দিতেন, তাঁকে হত্যার হুমকি দিয়ে মোর্চা বের করতেন..."

তিনি আরও লেখেন, "আমরা সমতা নিয়ে কথা বলি কিন্তু সেটার অস্তিত্ব কোথায়? আপনি ঠিকই জানেন আপনার দৃষ্টিভঙ্গি কোনও কিছু পরিবর্তন করতে পারে অথবা একে ধ্বংসও করতে পারে ৷ তাই আসুন এই ঘটনা থেকে দৃষ্টিভঙ্গিকে আরেকটু প্রসারিত করি ৷ কারণ বিশ্বাস করুণ ওই শরীরের পিছনে অনেক ত্যাগ আছে..."

আরও পড়ুন: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে

সংশ্লিষ্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরও তুলে ধরেছিলেন এই দৃষ্টিভঙ্গির কথা ৷ তিনি বলেছেন, "শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে কোনও কঠিন বিষয় নয় । তবে আমার বেশ কিছু পারফরম্যান্সও রয়েছে যেখানে আমি নগ্ন হয়েছি । তোমরা চাইলেই আমার আত্মাকে দেখতে পারবে সেখানে । সেগুলোর তুলনায় এই নগ্নতা নগণ্য । আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি । কিচ্ছু যায় আসে না । কিন্তু যাদের সামনে হব তাঁরা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে ।"

আদতে পুরোটাই দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, নারীদের কথা তুলে ধরে আসলে রণবীরের প্রশংসা করতে কোথাও পিছপা হননি মিমি ৷ বরং অভিনেত্রী সাংসদের একটাই বক্তব্য় দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করুন ৷ সমাজ বদলে যাবে ৷

মুম্বই, 22 জুলাই: তাঁকে বলিউডের বাজিরাও বলুন কিংবা পর্দার কপিল, মানতেই হবে রণবীর সিং তাঁর উচ্ছ্বসিত জীবনী শক্তি এবং বৈষম্যহীন মনোভাবের জন্য়ই ফ্যানেদের মনে আলাদা জায়গা গড়ে নিয়েছেন ৷ এবারও নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর সম্পূর্ণ নগ্ন ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছিল নেটপাড়া ৷ শুরু হয়েছিল নীতি পুলিশিও ৷ তবে বেশির ভাগ ফ্যানেরাই রণবীরের সাহসীকতায় মুগ্ধ ৷ পেপার ম্যাগাজিন (Paper Magazine) সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করে সাহসী এই ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । আসলে তিনিও ছিলেন এমনই সাহসী ৷ এবার বিষয়টির অন্য দিক তুলে ধরে নীতি পুলিশদের দলে নাম লেখালেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi chakraborty shares her thoughts on ranveer singh nude poster) ৷

রণবীরের এই ফটোশ্যুট সামনে আসার পর পরপর দু'টি টুইট করেন মিমি ৷ তাঁর বক্তব্য একটাই রণবীর যদি একজন নারী হতেন তাহলে কী একইভাবেই প্রশংসা কুড়োতেন? অভিনেত্রী সাংসদ লেখেন, "রণবীর সিং-এর সাম্প্রতিক ফটোশুটে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে এবং বেশিরভাগই মন্তব্যগুলি ছিল, (তিনটি আগুনের ইমোজি ব্যবহার করেছেন মিমি)। শুধু ভাবছি যে তিনি যদি একজন মহিলা হতেন তাহলে প্রশংসা একইরকম হত কি? নাকি আপনারা তাঁর বাড়ি পুড়িয়ে দিতেন, তাঁকে হত্যার হুমকি দিয়ে মোর্চা বের করতেন..."

তিনি আরও লেখেন, "আমরা সমতা নিয়ে কথা বলি কিন্তু সেটার অস্তিত্ব কোথায়? আপনি ঠিকই জানেন আপনার দৃষ্টিভঙ্গি কোনও কিছু পরিবর্তন করতে পারে অথবা একে ধ্বংসও করতে পারে ৷ তাই আসুন এই ঘটনা থেকে দৃষ্টিভঙ্গিকে আরেকটু প্রসারিত করি ৷ কারণ বিশ্বাস করুণ ওই শরীরের পিছনে অনেক ত্যাগ আছে..."

আরও পড়ুন: ফের ছক ভাঙলেন 'সাহসী' রণবীর, নগ্ন হয়ে ধরা দিলেন জনপ্রিয় ম্যাগাজিন প্রচ্ছদে

সংশ্লিষ্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরও তুলে ধরেছিলেন এই দৃষ্টিভঙ্গির কথা ৷ তিনি বলেছেন, "শারীরিকভাবে নগ্ন হওয়া আমার কাছে কোনও কঠিন বিষয় নয় । তবে আমার বেশ কিছু পারফরম্যান্সও রয়েছে যেখানে আমি নগ্ন হয়েছি । তোমরা চাইলেই আমার আত্মাকে দেখতে পারবে সেখানে । সেগুলোর তুলনায় এই নগ্নতা নগণ্য । আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি । কিচ্ছু যায় আসে না । কিন্তু যাদের সামনে হব তাঁরা হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বে ।"

আদতে পুরোটাই দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, নারীদের কথা তুলে ধরে আসলে রণবীরের প্রশংসা করতে কোথাও পিছপা হননি মিমি ৷ বরং অভিনেত্রী সাংসদের একটাই বক্তব্য় দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করুন ৷ সমাজ বদলে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.