ETV Bharat / entertainment

Michael Gambon Dies: অভিভাবকহীন হগওয়ার্টস! হ্যাগ্রিডের পর মায়ার রাজ্য ছাড়লেন ‘হ্যারির হেডস্যর’ - প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর

82 বছর বয়সে প্রয়াত হলেন প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর ওরফে অভিনেতা মাইকেল গ্যামবন ৷ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে ৷

Etv Bharat
প্রয়াত অভিনেতা মাইকেল গ্যামবন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 6:28 PM IST

Updated : Sep 29, 2023, 3:11 PM IST

লন্ডন, 28 সেপ্টেম্বর: হগওয়ার্টসের মাথা থেকে সরল ছাদ ৷ বিশ্বের অন্যতম জাদু স্কুলের প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর ওরফে মাইকেল গ্যামবন প্রয়াত হলেন বৃহস্পতিবার ৷ তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার ৷ সংবাদমাধ্যমকে বলা হয়েছে, "আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা প্রিয় মাইকেল গ্যামবনকে হারিয়েছি ৷ শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী অ্যানে ও পুত্র সন্তান ফার্গাস ৷ আমাদের এই দুঃখের সময় পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ অনুরোধ, শোকাহত পরিবারকে একটু একা থাকতে দিন ৷"

সিনেমার পর্দায় যাঁকে দেখে আজও ছোটবেলায় ফিরে যাওয়া যায় অনায়াসেই ৷ স্কুল জীবনে প্রত্যেকে ডাম্বলডোরের মতো একজন শিক্ষাগুরু চাননি, এমনটা কখনও হয়নি ৷ অন্তত যাঁরা 'হ্যারি পটার' দেখেছেন, তাঁদের সকলের কাছে এই চরিত্র ভীষণ প্রিয় ৷ পাঁচ দশকের কেরিয়ারে হ্যারি পটার ছাড়াও একাধিক ছবি ও টেলিভিশনের পর্দায় কাজ করেছেন অভিনেতা মাইকেল ৷

  • Very sorry to hear about the passing of Michael Gambon. He was, on and off the camera, a legend. Just a little memory of Michael pic.twitter.com/4M6E6inWMy

    — James Phelps (@James_Phelps) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আয়ারল্যান্ডের ডাবলিনে 1940 সালের 19 অক্টোবর জন্মেছিলেন মাইকেল গ্যামবন ৷ তাঁর মা ছিলেন একজন দর্জি ও বাবা ছিলেন ইঞ্জিনিয়র ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পরিবার চলে আসে লন্ডনে ৷ ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল আলাদা ভালোবাসা ৷ 24 বছর বয়সে ডাবলিনের গেট থিয়েটারে প্রথম পারর্ফম করেন ৷ এরপর একে একে একাধিক ছবিতে কাজ করেছেন মাইকেল গ্যামবন ৷ হ্যারি পটার সিরিজের পাশাপাশি আইটিভি সিরিজ 'মাইগ্রেট'-এ তিনি ফরাসি গোয়েন্দা জুলেস মাইগ্রেটের চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন ৷ এছাড়া ডেনিস পটারের 'দ্য সিঙ্গিং ডিটেকটিভ'-এ ফিলিপ মার্লো চরিত্রের জন্যও জনপ্রিয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেলেন শেফালি শাহ, জিমি সারভ ও বীর দাস

1998 সালে বিনোদন শিল্পে মাইকেল গ্যামবনের অবদানের জন্য তাঁকে নাইট উপাধিও দেওয়া হয়েছে ৷ 'দ্য সিংগিং ডিটেকটিভ', 'ওয়াইভস অ্যান্ড ডটার্স', 'লঙ্গিটিউড', 'পারফেক্ট স্টেনজার্স' ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে চারবার পেয়েছেন ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস ৷

লন্ডন, 28 সেপ্টেম্বর: হগওয়ার্টসের মাথা থেকে সরল ছাদ ৷ বিশ্বের অন্যতম জাদু স্কুলের প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর ওরফে মাইকেল গ্যামবন প্রয়াত হলেন বৃহস্পতিবার ৷ তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার ৷ সংবাদমাধ্যমকে বলা হয়েছে, "আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা প্রিয় মাইকেল গ্যামবনকে হারিয়েছি ৷ শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী অ্যানে ও পুত্র সন্তান ফার্গাস ৷ আমাদের এই দুঃখের সময় পাশে থাকার জন্য ধন্যবাদ ৷ অনুরোধ, শোকাহত পরিবারকে একটু একা থাকতে দিন ৷"

সিনেমার পর্দায় যাঁকে দেখে আজও ছোটবেলায় ফিরে যাওয়া যায় অনায়াসেই ৷ স্কুল জীবনে প্রত্যেকে ডাম্বলডোরের মতো একজন শিক্ষাগুরু চাননি, এমনটা কখনও হয়নি ৷ অন্তত যাঁরা 'হ্যারি পটার' দেখেছেন, তাঁদের সকলের কাছে এই চরিত্র ভীষণ প্রিয় ৷ পাঁচ দশকের কেরিয়ারে হ্যারি পটার ছাড়াও একাধিক ছবি ও টেলিভিশনের পর্দায় কাজ করেছেন অভিনেতা মাইকেল ৷

  • Very sorry to hear about the passing of Michael Gambon. He was, on and off the camera, a legend. Just a little memory of Michael pic.twitter.com/4M6E6inWMy

    — James Phelps (@James_Phelps) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আয়ারল্যান্ডের ডাবলিনে 1940 সালের 19 অক্টোবর জন্মেছিলেন মাইকেল গ্যামবন ৷ তাঁর মা ছিলেন একজন দর্জি ও বাবা ছিলেন ইঞ্জিনিয়র ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পরিবার চলে আসে লন্ডনে ৷ ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল আলাদা ভালোবাসা ৷ 24 বছর বয়সে ডাবলিনের গেট থিয়েটারে প্রথম পারর্ফম করেন ৷ এরপর একে একে একাধিক ছবিতে কাজ করেছেন মাইকেল গ্যামবন ৷ হ্যারি পটার সিরিজের পাশাপাশি আইটিভি সিরিজ 'মাইগ্রেট'-এ তিনি ফরাসি গোয়েন্দা জুলেস মাইগ্রেটের চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন ৷ এছাড়া ডেনিস পটারের 'দ্য সিঙ্গিং ডিটেকটিভ'-এ ফিলিপ মার্লো চরিত্রের জন্যও জনপ্রিয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেলেন শেফালি শাহ, জিমি সারভ ও বীর দাস

1998 সালে বিনোদন শিল্পে মাইকেল গ্যামবনের অবদানের জন্য তাঁকে নাইট উপাধিও দেওয়া হয়েছে ৷ 'দ্য সিংগিং ডিটেকটিভ', 'ওয়াইভস অ্যান্ড ডটার্স', 'লঙ্গিটিউড', 'পারফেক্ট স্টেনজার্স' ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে চারবার পেয়েছেন ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস ৷

Last Updated : Sep 29, 2023, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.