মুম্বই, 11 মে: তাঁর বলিউড অভিষেক অবশ্য তত ভালো হয়নি ৷ অক্ষয়ের নায়িকা হিসাবে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে সেভাবে নজর কাড়তে পারেননি 2017 বিশ্বসুন্দরী মানুষী চিল্লার ৷ তবে মুকুটে নয়া পালক জুড়তে চলেছে হরিয়ানার মেয়ের ৷ কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় পা রাখতে চলেছেন অভিনেত্রী ৷ 2023 প্রথমবার কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পা রাখতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ একইসঙ্গে প্রথমবার কানের লাল গালিচায় পা রাখছেন মানুষীও ৷
চলতি মাসের 16 থেকে 27 তারিখ পর্যন্ত চলবে 76তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে মাইওয়েন পরিচালিত 'জিন ডু ব্যারি' ছবির হাত ধরে ৷ আর শেষ হবে পিটার সন পরিচালিত 'এলিমেন্টাল' ছবির হাত ধরে ৷ আর সেখানেই আসর মাতাবেন অনুষ্কা-মানুষীরা ৷ এর আগে একাধিক বলি সুন্দরী কান ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রণ পেয়েছেন ৷ তাঁদের মধ্য়ে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, বিদ্য়া বালন, শর্মিলা ঠাকুর, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, পূজা হেগড়ে, হিনা খান, তমন্না ভাটিয়া এবং অদিতি রাও হায়দারির মতো অভিনেত্রীরা ৷
মানুষী প্রথম শিরোনামে উঠে আসেন 2017 সালে মাত্র 21 বছর বয়সে ৷ বিশ্বসুন্দরীর শিরোপা জিতে নিয়ে আসমুদ্র-হিমাচলে পরিচিত হয়ে উঠেছিলেন ৷ তাঁর হাত ধরে 17 বছর পর আবার ভারতে আসে এই শিরোপা ৷ মানুষী কোভিডের সময়ও তাঁর কাজের জন্য় বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অনুরাগীদের থেকে ৷
অভিনেত্রীর প্রথম ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ঠিকই সামনে তাঁর কাছে কামব্যাক করার বড় সুযোগ রয়েছে ৷ এবার তিনি জুটি বাঁধতে চলেছেন জন আব্রাহামের সঙ্গে ৷ নতুন ছবির নাম 'তেহরান' ৷ ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে দীনেশ বিজয়নের কাঁধে ৷ এছাড়া আরও একটি ছবির কাজ হাতে রয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীর ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'অপারেশন ভ্যালেনটাইন' ছবিতেও ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বরুণ তেজ ৷
আরও পড়ুন: স্বামী সন্তানদের নিয়ে হাতেশ্বরী মাতার দর্শনে প্রীতি