ETV Bharat / entertainment

ক্রাইম-কমেডি থ্রিলার 'কিলার স্যুপ' আসছে নেটফ্লিক্সে, প্রকাশ্যে সিরিজ মুক্তির তারিখ - Netflix

Killer Soup Series: মনোজ বাজপেয়ী ও কঙ্কনা সেনশর্মার অনবদ্য অভিনয় দর্শকদের বরাবরই মুগ্ধ করেছে ৷ এবার তাঁরা একসঙ্গে সিনেপর্দায় ৷ ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'কিলার স্যুপ' ৷ প্রকাশ্যে মুক্তির তারিখ ৷

Killer Soup
নেটফ্লিক্সে আসছে 'কিলার স্যুপ'
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 6:59 PM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: একদিকে মনোজ বাজপেয়ী অন্যদিকে কঙ্কনা সেনশর্মা, বিটাউনের দুই শক্তিশালী তারকা যখন সিনেপর্দায় আসে তখন আশা করাই যায়, ধামাকাদার কিছু হতে চলেছে ৷ 'কিলার স্যুপ' সিরিজ সেই রকমই প্রত্যাশা তৈরি করেছেন দর্শক মহলে ৷ ক্রাইম থ্রিলার এই সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৷ প্রকাশ্যে এল সিরিজ মুক্তির তারিখ ৷

বৃহস্পতিবার নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় নতুন পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "এটা একটা উদ্ভট গল্প ৷ না দেখলে বিশ্বাস করবেন না ৷ মনোজ বাজপেয়ী, কঙ্গনা সেনশর্মা অভিনীত কিলার স্যুপে কী কী উপাদান রয়েছে, তা জানার জন্য নজর রাখতে হবে নেটফ্লিক্সে 11 জানুয়ারি থেকে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিরিজটি পরিচালনা করেছেন 'উড়তা পঞ্জাব' ও 'সোনচিড়িয়া' খ্যাত পরিচালক অভিষেক চৌবে ৷ কমেডির আধারে ক্রাইম থ্রিলার এই ছবির টিজার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ ট্রেলারে দেখানো হয়েছে, শ্বাতী শেঠ্ঠী (কঙ্গনা সেন শর্মা) প্রতিভাহীন হোম শেফ ৷ সে নানা রকম উদ্ভুত পরিকল্পনা করতে থাকে তাঁর স্বামী প্রভাকর (মনোড বাজপেয়ী)কে সরানোর জন্য ৷ সেই প্ল্যান তিনি করেন উমেশের সঙ্গে ৷ এই চরিত্রেও দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে ৷ অর্থাৎ মনোজকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ এই পরিকল্পনায় জল ঢালতে চিত্রনাট্যের পল্টে উপস্থিত হন এক পুলিশ অফিসার ৷ তারপর কী হয়, কীভাবে হয়, সেই সব কিছু নিয়েই এগিয়েছে সিরিজের গল্প ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক সাক্ষাৎকারে অভিষেক জানান, এমন একটা সিরিজ তাঁরা তৈরি করতে চেয়েছেন যা দর্শকদের হাসাবে আবার অবাকও করবে ৷ গল্পের পরতে পরতে রয়েছে টুইস্ট, যা অকল্পনীয় হবে দর্শকদের কাছে ৷ 2022 সালে এই সিরিজের ঘোষণা হয়েছিল ৷ তখন সিরিজের নাম দেওয়া হয়েছিল 'স্যুপ' ৷ পরবর্তী কালে সিরিজের নাম পরিবর্তন করা হয় ৷ এবার দেখার পালা, মজাদার এই ক্রাইম নতুন বছর শুরুতে দর্শকদের কতটা মনোরঞ্জন দিতে পারে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন

1. 99-তে শো-ম্যান, রাজ কাপুরের জন্মদিনে ফিরে দেখা ভারতীয় সিনেমার সোনালি অতীত

2. 22 বছর পেরিয়ে দু-দশকের পথে! শাসন-পরম্পরা-ভালোবাসায় আজও দর্শকদের আবেগে ভাসায় 'কভি খুশি কভি গম'

3. টিজারেই আশা জাগাচ্ছে 'দ্য রেড ফাইলস', বানতলা ধর্ষণকাণ্ড নিয়ে ছবির মুক্তি কবে ?

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: একদিকে মনোজ বাজপেয়ী অন্যদিকে কঙ্কনা সেনশর্মা, বিটাউনের দুই শক্তিশালী তারকা যখন সিনেপর্দায় আসে তখন আশা করাই যায়, ধামাকাদার কিছু হতে চলেছে ৷ 'কিলার স্যুপ' সিরিজ সেই রকমই প্রত্যাশা তৈরি করেছেন দর্শক মহলে ৷ ক্রাইম থ্রিলার এই সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৷ প্রকাশ্যে এল সিরিজ মুক্তির তারিখ ৷

বৃহস্পতিবার নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় নতুন পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "এটা একটা উদ্ভট গল্প ৷ না দেখলে বিশ্বাস করবেন না ৷ মনোজ বাজপেয়ী, কঙ্গনা সেনশর্মা অভিনীত কিলার স্যুপে কী কী উপাদান রয়েছে, তা জানার জন্য নজর রাখতে হবে নেটফ্লিক্সে 11 জানুয়ারি থেকে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিরিজটি পরিচালনা করেছেন 'উড়তা পঞ্জাব' ও 'সোনচিড়িয়া' খ্যাত পরিচালক অভিষেক চৌবে ৷ কমেডির আধারে ক্রাইম থ্রিলার এই ছবির টিজার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ ট্রেলারে দেখানো হয়েছে, শ্বাতী শেঠ্ঠী (কঙ্গনা সেন শর্মা) প্রতিভাহীন হোম শেফ ৷ সে নানা রকম উদ্ভুত পরিকল্পনা করতে থাকে তাঁর স্বামী প্রভাকর (মনোড বাজপেয়ী)কে সরানোর জন্য ৷ সেই প্ল্যান তিনি করেন উমেশের সঙ্গে ৷ এই চরিত্রেও দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে ৷ অর্থাৎ মনোজকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ এই পরিকল্পনায় জল ঢালতে চিত্রনাট্যের পল্টে উপস্থিত হন এক পুলিশ অফিসার ৷ তারপর কী হয়, কীভাবে হয়, সেই সব কিছু নিয়েই এগিয়েছে সিরিজের গল্প ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক সাক্ষাৎকারে অভিষেক জানান, এমন একটা সিরিজ তাঁরা তৈরি করতে চেয়েছেন যা দর্শকদের হাসাবে আবার অবাকও করবে ৷ গল্পের পরতে পরতে রয়েছে টুইস্ট, যা অকল্পনীয় হবে দর্শকদের কাছে ৷ 2022 সালে এই সিরিজের ঘোষণা হয়েছিল ৷ তখন সিরিজের নাম দেওয়া হয়েছিল 'স্যুপ' ৷ পরবর্তী কালে সিরিজের নাম পরিবর্তন করা হয় ৷ এবার দেখার পালা, মজাদার এই ক্রাইম নতুন বছর শুরুতে দর্শকদের কতটা মনোরঞ্জন দিতে পারে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন

1. 99-তে শো-ম্যান, রাজ কাপুরের জন্মদিনে ফিরে দেখা ভারতীয় সিনেমার সোনালি অতীত

2. 22 বছর পেরিয়ে দু-দশকের পথে! শাসন-পরম্পরা-ভালোবাসায় আজও দর্শকদের আবেগে ভাসায় 'কভি খুশি কভি গম'

3. টিজারেই আশা জাগাচ্ছে 'দ্য রেড ফাইলস', বানতলা ধর্ষণকাণ্ড নিয়ে ছবির মুক্তি কবে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.