ETV Bharat / entertainment

Manish Diwali Party: তারকাদের গ্ল্যামারাস উপস্থিতে ঝলমলে মণীশের দিওয়ালি পার্টি - Manish Diwali Party

দিওয়ালি পার্টিতে মেতে উঠেছে বলিউড ৷ ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে বসেছিল তারকাদের হাট ৷ মাধুরী দীক্ষিত থেকে কিয়ারা-সিদ্ধার্থ সকলেই এই দিওয়ালি পার্টি উপস্থিত ছিলেন ৷

Manish Diwali Party
মণীশের দিওয়ালি পার্টিতে তারকাদের হাট
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 1:00 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: দিওয়ালির আগে আলোর উৎসবে মেতে উঠলেন বলিউডের তামাম তারকারা ৷ উৎসবের এক সপ্তাহ আগেই জিডাইনার মণীশ মলহোত্রার বাড়িতে বসল চাঁদের হাট ৷ ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খান, গৌরি খান, সারা আলি খান থেকে শুরু করে জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা-সহ হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রির একাধিক তারকা এদিন উপস্থিত ছিলেন পার্টিতে ৷

ঐশ্বর্য রাই বচ্চনকে এদিন দেখা গিয়েছে ফুল স্লিভ লাল রঙের কুর্তা-সাহারাতে, সঙ্গে দোপাট্টা ৷ চুল রেখেছিলেন হালকা কারলি ৷ কপালে রূপোলি রঙের টিপ ৷ ম্যাচিং ট্রাডিশনাল জুয়েলারি ৷ হাতে সোনালি রঙের ব্যাগ ৷ সব মিলিয়ে প্রাক্তন সুন্দরীর সাজ ছিল নজরকাড়া ৷ কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রাও উপস্থিত হন দিওয়ালি পার্টিতে ৷ কিয়ারাকে দেখা গিয়েছে সোনালি রঙের ভেলভেট ঘাগড়াতে ৷ গলায় চওড়া নেকলেস ৷ অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন সাদা এমব্রয়ডারি করা কালো কুর্তা-পাজামা ৷ এই ছবি সোশাল মিডিয়ায় আসতেই অনুরাগীরা বলেছেন, "বলিউডে সেরা জুটি ৷"

অনুষ্ঠানে ভাইজান আসেন একদম সাধারণ লুকে ৷ দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে টাইগার 3 ৷ স্বভাবতই ছবির প্রোমোশন নিয়ে ব্যস্থ রয়েছেন অভিনেতা ৷ সেখান থেকেই সময় বের করে দিওয়ালির আগাম পার্টিতে হাজির হন তিনি ৷ ভাইজানকে দেখা গিয়েছে ধূসর রঙের টি-শার্ট ও কালো রঙের কার্গো প্যান্টে ৷ অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস-এর কলাকুশলীরা ৷ ছেলেরা পরেছিলেন কালো-সাদা কম্বিনেশনের পাজামা-পাঞ্জাবি, মেয়েরা পরেছিলেন সোনালি ও লাল রঙের সমন্বয়ে তৈরি ঘাগড়া ৷

এদিনের পার্টিতে নাতাশার সঙ্গে বরুণ ধাওয়ানকেও দেখা গিয়েছে ৷ স্ত্রী শিবানীর সঙ্গে গিয়েছিলেন ফারহান আখতার। মীরা ও শাহিদ কাপুরের পাশাপাশি পার্টিতে দেখা গিয়েছে নীতা আম্বানি ও রাধিকা মার্চেন্টকে ৷ এছাড়াও পার্টিতে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিত, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, ভূমি পেদনেকর, একতা কাপুর থেকে শুরু করে আরও অনেক তারকাকে ৷

আরও পড়ুন: অজয়ের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ অক্ষয়ের

হায়দরাবাদ, 6 নভেম্বর: দিওয়ালির আগে আলোর উৎসবে মেতে উঠলেন বলিউডের তামাম তারকারা ৷ উৎসবের এক সপ্তাহ আগেই জিডাইনার মণীশ মলহোত্রার বাড়িতে বসল চাঁদের হাট ৷ ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খান, গৌরি খান, সারা আলি খান থেকে শুরু করে জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা-সহ হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রির একাধিক তারকা এদিন উপস্থিত ছিলেন পার্টিতে ৷

ঐশ্বর্য রাই বচ্চনকে এদিন দেখা গিয়েছে ফুল স্লিভ লাল রঙের কুর্তা-সাহারাতে, সঙ্গে দোপাট্টা ৷ চুল রেখেছিলেন হালকা কারলি ৷ কপালে রূপোলি রঙের টিপ ৷ ম্যাচিং ট্রাডিশনাল জুয়েলারি ৷ হাতে সোনালি রঙের ব্যাগ ৷ সব মিলিয়ে প্রাক্তন সুন্দরীর সাজ ছিল নজরকাড়া ৷ কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রাও উপস্থিত হন দিওয়ালি পার্টিতে ৷ কিয়ারাকে দেখা গিয়েছে সোনালি রঙের ভেলভেট ঘাগড়াতে ৷ গলায় চওড়া নেকলেস ৷ অন্যদিকে, সিদ্ধার্থ পরেছিলেন সাদা এমব্রয়ডারি করা কালো কুর্তা-পাজামা ৷ এই ছবি সোশাল মিডিয়ায় আসতেই অনুরাগীরা বলেছেন, "বলিউডে সেরা জুটি ৷"

অনুষ্ঠানে ভাইজান আসেন একদম সাধারণ লুকে ৷ দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে টাইগার 3 ৷ স্বভাবতই ছবির প্রোমোশন নিয়ে ব্যস্থ রয়েছেন অভিনেতা ৷ সেখান থেকেই সময় বের করে দিওয়ালির আগাম পার্টিতে হাজির হন তিনি ৷ ভাইজানকে দেখা গিয়েছে ধূসর রঙের টি-শার্ট ও কালো রঙের কার্গো প্যান্টে ৷ অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস-এর কলাকুশলীরা ৷ ছেলেরা পরেছিলেন কালো-সাদা কম্বিনেশনের পাজামা-পাঞ্জাবি, মেয়েরা পরেছিলেন সোনালি ও লাল রঙের সমন্বয়ে তৈরি ঘাগড়া ৷

এদিনের পার্টিতে নাতাশার সঙ্গে বরুণ ধাওয়ানকেও দেখা গিয়েছে ৷ স্ত্রী শিবানীর সঙ্গে গিয়েছিলেন ফারহান আখতার। মীরা ও শাহিদ কাপুরের পাশাপাশি পার্টিতে দেখা গিয়েছে নীতা আম্বানি ও রাধিকা মার্চেন্টকে ৷ এছাড়াও পার্টিতে দেখা গিয়েছে মাধুরী দীক্ষিত, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, ভূমি পেদনেকর, একতা কাপুর থেকে শুরু করে আরও অনেক তারকাকে ৷

আরও পড়ুন: অজয়ের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ অক্ষয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.