ETV Bharat / entertainment

PS 2 BO Day 4: দেশ-বিদেশ মিলিয়ে 200 কোটির ক্লাবে 'পন্নিয়ান সেলভান 2' - 200 কোটির ক্লাবে পন্নিয়ান সেলভান 2

দেশ-বিদেশের আয় মিলিয়ে ইতিমধ্যেই দু'শো কোটির ক্লাবে ঢুকে পড়ল 'পন্নিয়ান সেলভান 2' । মনিরত্নমের এই মহাকাব্যিক ছবিটি দেশেও চারদিনেই একশো কোটির গণ্ডি পার করেছে ।

PS 2 BO Day 4
চারদিনেই 200 কোটির ক্লাবে ঢুকল পিএস 2
author img

By

Published : May 2, 2023, 7:09 PM IST

হায়দরাবাদ, 2 মে: পন্নিয়ান সেলভান ছবির দ্বিতীয় পর্বটিও বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া হয়ে উঠেছে ঠিক প্রথম পর্বের মতোই । মনি রত্নম পরিচালিত রবিবারেই দেশের মাটিতে 80 কোটির ব্যবসা করে ফেলেছিল । তার ওপর সোমবারও দারুণ আয় করেছে এই ছবি । সপ্তাহের প্রথম দিনেই এই ছবির আয় কুড়ি কোটি ছাড়িয়েছে । এমনকী তার জেরে 100 কোটির ক্লাবেও ঢুকে পড়েছে এই এপিক ছবিটি ।

চতুর্থদিনে এই ছবি আয় করেছে মোট 24 কোটি টাকা । ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি অন্তত তেমনটাই । এর সঙ্গে সঙ্গেই এই ছবি ঢুকে পড়েছে একশো কোটির ক্লাবেও । শুধু মাত্র দেশ জুড়ে এই ছবির আয় দাঁড়িয়েছে 105.02 কোটি । বিক্রম-ঐশ্বর্য অভিনীত এই ছবিটি তৈরি হয়েছে কল্কি কৃষ্ণামূর্তির পাঁচ খণ্ডের একটি বিখ্য়াত উপন্যাস থেকে । চোল সাম্রাজ্যের ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি এই কাহিনি ।

হিন্দি বলয়ে এই ছবির অকুপেন্সি রেট বা দশর্কের হার অবশ্য খুব বেশি নয় । হিন্দি বলয়ে ছবির অকুপেন্সি রেট মাত্র 14.21% । তবে দক্ষিণী বলয়ে এই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে । সেখানে এই ছবির ছবির অকুপেন্সি রেট 58.04% । এই ছবি ইতিমধ্য়েই বিদেশ এবং দেশ মিলিয়ে দু'শো কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে । মঙ্গলবার বিখ্যাত ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালন একটি টুইটে লিখেছেন, "পন্নিয়ান সেলভান পার্ট 2 আগামীতে বিস্ট(153.64 কোটি) এবং ভারিসু(195.20 কোটি)-র আয়কেও ছাপিয়ে যেতে চলেছে ।"

আরও পড়ুন: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক

ছবিতে প্রায় চেনা সমস্ত তারকাকেই বেছে নিয়েছেন পরিচালক । এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, ত্রিশা, কার্তি, ঐশ্বরিয়া লক্ষ্মী, জয়ম রবি, শোভিতা ধুলিপালা, প্রভু, প্রকাশ রাজ, আর শরৎকুমার, জয়রাম, পার্থিবন, রহমান, এবং বিক্রম প্রভু । আগামী কয়েকদিনে এই ছবি বক্স অফিসে আরও বড় সাফল্য় পাবে বলেই মনে করছেন সকলে ।

হায়দরাবাদ, 2 মে: পন্নিয়ান সেলভান ছবির দ্বিতীয় পর্বটিও বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া হয়ে উঠেছে ঠিক প্রথম পর্বের মতোই । মনি রত্নম পরিচালিত রবিবারেই দেশের মাটিতে 80 কোটির ব্যবসা করে ফেলেছিল । তার ওপর সোমবারও দারুণ আয় করেছে এই ছবি । সপ্তাহের প্রথম দিনেই এই ছবির আয় কুড়ি কোটি ছাড়িয়েছে । এমনকী তার জেরে 100 কোটির ক্লাবেও ঢুকে পড়েছে এই এপিক ছবিটি ।

চতুর্থদিনে এই ছবি আয় করেছে মোট 24 কোটি টাকা । ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি অন্তত তেমনটাই । এর সঙ্গে সঙ্গেই এই ছবি ঢুকে পড়েছে একশো কোটির ক্লাবেও । শুধু মাত্র দেশ জুড়ে এই ছবির আয় দাঁড়িয়েছে 105.02 কোটি । বিক্রম-ঐশ্বর্য অভিনীত এই ছবিটি তৈরি হয়েছে কল্কি কৃষ্ণামূর্তির পাঁচ খণ্ডের একটি বিখ্য়াত উপন্যাস থেকে । চোল সাম্রাজ্যের ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি এই কাহিনি ।

হিন্দি বলয়ে এই ছবির অকুপেন্সি রেট বা দশর্কের হার অবশ্য খুব বেশি নয় । হিন্দি বলয়ে ছবির অকুপেন্সি রেট মাত্র 14.21% । তবে দক্ষিণী বলয়ে এই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে । সেখানে এই ছবির ছবির অকুপেন্সি রেট 58.04% । এই ছবি ইতিমধ্য়েই বিদেশ এবং দেশ মিলিয়ে দু'শো কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে । মঙ্গলবার বিখ্যাত ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালন একটি টুইটে লিখেছেন, "পন্নিয়ান সেলভান পার্ট 2 আগামীতে বিস্ট(153.64 কোটি) এবং ভারিসু(195.20 কোটি)-র আয়কেও ছাপিয়ে যেতে চলেছে ।"

আরও পড়ুন: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক

ছবিতে প্রায় চেনা সমস্ত তারকাকেই বেছে নিয়েছেন পরিচালক । এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, ত্রিশা, কার্তি, ঐশ্বরিয়া লক্ষ্মী, জয়ম রবি, শোভিতা ধুলিপালা, প্রভু, প্রকাশ রাজ, আর শরৎকুমার, জয়রাম, পার্থিবন, রহমান, এবং বিক্রম প্রভু । আগামী কয়েকদিনে এই ছবি বক্স অফিসে আরও বড় সাফল্য় পাবে বলেই মনে করছেন সকলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.