ETV Bharat / entertainment

HBD Mallika Sherawat: 46তম জন্মদিন উদযাপনের ঝলক শেয়ার করলেন মল্লিকা - Mallika Sherawat 46th birthday celebration

নিজের 46তম জন্মদিন উদযাপন করলেন বলি সুন্দরী মল্লিকা শেরাওয়াত(Mallika Sherawat 46th birthday celebration) ৷ সোমবার এই তাঁর এই বার্থ ডে পার্টির বেশকিছু ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী(HBD Mallika Sherawat) ৷

HBD Mallika Sherawat
46তম জন্মদিন উদযাপনের ঝলক শেয়ার করলেন মল্লিকা
author img

By

Published : Oct 24, 2022, 1:52 PM IST

মুম্বই, 24 অক্টোবর: নিজের 46তম জন্মদিন উদযাপন করলেন বলি সুন্দরী মল্লিকা শেরাওয়াত (HBD Mallika Sherawat)৷ সোমবার তাঁর এই বার্থ ডে পার্টির বেশকিছু ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ৷ আগেই অনুরাগীদের জন্য একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ এবার তিনি শেয়ার করেছেন বেশকিছু ছবিও ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "24 অক্টোবর, বার্থ ডে গার্ল (Mallika Sherawat 46th birthday celebration ) ৷"

এর আগে ভিডিয়োতে বেলুন হাতে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অভিনেত্রী ৷ ভিডিয়ো শেয়ার করেছিলেন কেক কাটারও ৷ তাঁর জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক পরিচিত মুখই ৷ এছাড়া ফ্য়ানেরাও কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায় (Glimpses from Mallika 46th birthday celebration )৷

'জিনা স্রেফ মেরে লিয়ে' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের বলিউড কেরিয়ার শুরু করেছিলেন মল্লিকা ৷ তবে মল্লিকার জনপ্রিয়তার শুরু মূলত 'মার্ডার' ছবি থেকে ৷ 2004 সালে মুক্তি পাওয়া অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন অসমিত প্যাটেল এবং ইমরান হাসমির সঙ্গে ৷ বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল এই ছবি ৷ এর পর থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ৷ এছাড়া 'ওয়েলকাম', 'ডাবল ধামাল','হিস'-এর মতো ছবিগুলি তাঁর কৃতিত্বের স্বাক্ষর বহন করে ৷

আরও পড়ুন: গ্ল্যামারের জগত ছেড়ে অন্যভাবে দীপাবলি পালন যশরতের!

তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল কমেডি ড্রামা 'আরকে/আরকে' ছবিতে ৷ রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে এবং মনু ঋষি চাড্ডার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । রজত কাপুর পরিচালিত, ছবিটি এই বছরের 22 জুলাই মুক্তি পায় ।

মুম্বই, 24 অক্টোবর: নিজের 46তম জন্মদিন উদযাপন করলেন বলি সুন্দরী মল্লিকা শেরাওয়াত (HBD Mallika Sherawat)৷ সোমবার তাঁর এই বার্থ ডে পার্টির বেশকিছু ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ৷ আগেই অনুরাগীদের জন্য একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ এবার তিনি শেয়ার করেছেন বেশকিছু ছবিও ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "24 অক্টোবর, বার্থ ডে গার্ল (Mallika Sherawat 46th birthday celebration ) ৷"

এর আগে ভিডিয়োতে বেলুন হাতে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অভিনেত্রী ৷ ভিডিয়ো শেয়ার করেছিলেন কেক কাটারও ৷ তাঁর জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক পরিচিত মুখই ৷ এছাড়া ফ্য়ানেরাও কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায় (Glimpses from Mallika 46th birthday celebration )৷

'জিনা স্রেফ মেরে লিয়ে' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের বলিউড কেরিয়ার শুরু করেছিলেন মল্লিকা ৷ তবে মল্লিকার জনপ্রিয়তার শুরু মূলত 'মার্ডার' ছবি থেকে ৷ 2004 সালে মুক্তি পাওয়া অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন অসমিত প্যাটেল এবং ইমরান হাসমির সঙ্গে ৷ বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল এই ছবি ৷ এর পর থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ৷ এছাড়া 'ওয়েলকাম', 'ডাবল ধামাল','হিস'-এর মতো ছবিগুলি তাঁর কৃতিত্বের স্বাক্ষর বহন করে ৷

আরও পড়ুন: গ্ল্যামারের জগত ছেড়ে অন্যভাবে দীপাবলি পালন যশরতের!

তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল কমেডি ড্রামা 'আরকে/আরকে' ছবিতে ৷ রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে এবং মনু ঋষি চাড্ডার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । রজত কাপুর পরিচালিত, ছবিটি এই বছরের 22 জুলাই মুক্তি পায় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.