ETV Bharat / entertainment

Uttarbanga Film Festival পিছিয়ে পড়ল আশিস বিদ্যার্থী অভিনীত ছবি, উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে জয়জয়কার মালদার প্রাথমিক শিক্ষকের

বলিউডের প্রখ্যাত অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) অভিনীত ছবিকে পিছনে ফেলে উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি পুরস্কার জিতে নিল অশোক কুমার দাসের (Ashok Kumar Das) চিত্রনাট্যে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি ছিয়াত্তর ৷

Etv Bharat
উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে জয়জয়কার মালদার প্রাথমিক শিক্ষকের
author img

By

Published : Aug 29, 2022, 8:51 PM IST

মালদা, 29 অগস্ট: পেশায় তিনি প্রাথমিক শিক্ষক ৷ কিন্তু তাঁর রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে সিনেমা ৷ সমাজের ছোট-বড় বিভিন্ন ঘটনা, যা তাঁর মননে প্রভাব ফেলে, তাই তিনি চলচ্চিত্রায়িত করে থাকেন ইউ টিউবে ৷ সেই অশোক কুমার দাসের চিত্রনাট্যে সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন শঙ্খ ভট্টাচার্য ৷ যা বলিউডের প্রখ্যাত অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) অভিনীত ছবিকে পিছনে ফেলে তিনটি পুরস্কার জিতে নিল উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে (স্বল্পদৈর্ঘ্য) (Malda primary teacher bagged three awards at Uttarbanga Film Festival) ৷

মুম্বই থেকে কেবল আশিস বিদ্যার্থী অভিনীত ছবিই নয়, উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জয়ের দৌড়ে ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের তৈরি ছবি, কলকাতার তৈরি ছবিও ৷ সেইসব ছবিকে পিছনে ফেলেই তিন-তিনটি পুরস্কার ঝুলিতে পুরল সামাজিক প্রেক্ষাপটে নির্মিত অশোক কুমারের দাসের ছবি ৷ সিনে জগতে প্রবেশের পর তিনি অবশ্য অশোক কুমার দাস নন, শুধুই অশোক কুমার ৷ হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এই চিত্রনাট্যকার ইতিমধ্যেই 10টি শর্ট ফিল্ম তৈরি করে ফেলেছেন ৷ অভিনয়ে পা রাখা 'দিনান্তে' ছবিতে ৷

উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে জয়জয়কার মালদার প্রাথমিক শিক্ষকের

1770 খ্রিস্টাব্দ অর্থাৎ 1176 বঙ্গাব্দে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল এই বাংলা ৷ যা বাংলার ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' (The Great Bengal Famine 1770) নামে পরিচিত ৷ শোনা যায়, সেই মন্বন্তরে বাংলার এক তৃতীয়াংশ মানুষের অনাহারে মৃত্যু হয়েছিল ৷ সেই পটভূমিতেই তৈরি অশোক কুমারের 'ছিয়াত্তর' নামক স্বল্পদৈর্ঘ্যের ছবিটি ৷ ছবির মূল চরিত্রে অভিনয়ও করেছেন হরিশ্চন্দ্রপুরের প্রাথমিক শিক্ষক ৷ ঠাকুরের ভূমিকায় তিনিই অভিনয় করেছেন ৷ আর তাঁর সঙ্গে মূল নারী চরিত্র লক্ষ্মী বাগদির ভূমিকায় অভিনয় করেছেন মালদার অভিনেত্রী মামন গুপ্তা ৷ ছবির শুটিং হয়েছে রাজ্যেরই বিভিন্ন গ্রামে ৷

আরও পড়ুন: ডাবিং সেরে গেলেন না প্রদীপদা, আবেগে ভাসলেন দত্তার পরিচালক নির্মল চক্রবর্তী

শঙ্খ ভট্টাচার্যের পরিচালনায় এই ছবি উত্তরবঙ্গ সিনে অ্যাওয়ার্ডসে সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেত্রীর খেতাব জিতে নিয়েছে ৷ আগামী 4 সেপ্টেম্বর অশোকবাবুর চিত্রনাট্য অবলম্বনে নির্মিত 'ছিয়াত্তর' ছবিটি তাঁরই ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে ৷

মালদা, 29 অগস্ট: পেশায় তিনি প্রাথমিক শিক্ষক ৷ কিন্তু তাঁর রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে সিনেমা ৷ সমাজের ছোট-বড় বিভিন্ন ঘটনা, যা তাঁর মননে প্রভাব ফেলে, তাই তিনি চলচ্চিত্রায়িত করে থাকেন ইউ টিউবে ৷ সেই অশোক কুমার দাসের চিত্রনাট্যে সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন শঙ্খ ভট্টাচার্য ৷ যা বলিউডের প্রখ্যাত অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) অভিনীত ছবিকে পিছনে ফেলে তিনটি পুরস্কার জিতে নিল উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে (স্বল্পদৈর্ঘ্য) (Malda primary teacher bagged three awards at Uttarbanga Film Festival) ৷

মুম্বই থেকে কেবল আশিস বিদ্যার্থী অভিনীত ছবিই নয়, উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জয়ের দৌড়ে ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের তৈরি ছবি, কলকাতার তৈরি ছবিও ৷ সেইসব ছবিকে পিছনে ফেলেই তিন-তিনটি পুরস্কার ঝুলিতে পুরল সামাজিক প্রেক্ষাপটে নির্মিত অশোক কুমারের দাসের ছবি ৷ সিনে জগতে প্রবেশের পর তিনি অবশ্য অশোক কুমার দাস নন, শুধুই অশোক কুমার ৷ হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এই চিত্রনাট্যকার ইতিমধ্যেই 10টি শর্ট ফিল্ম তৈরি করে ফেলেছেন ৷ অভিনয়ে পা রাখা 'দিনান্তে' ছবিতে ৷

উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে জয়জয়কার মালদার প্রাথমিক শিক্ষকের

1770 খ্রিস্টাব্দ অর্থাৎ 1176 বঙ্গাব্দে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল এই বাংলা ৷ যা বাংলার ইতিহাসে 'ছিয়াত্তরের মন্বন্তর' (The Great Bengal Famine 1770) নামে পরিচিত ৷ শোনা যায়, সেই মন্বন্তরে বাংলার এক তৃতীয়াংশ মানুষের অনাহারে মৃত্যু হয়েছিল ৷ সেই পটভূমিতেই তৈরি অশোক কুমারের 'ছিয়াত্তর' নামক স্বল্পদৈর্ঘ্যের ছবিটি ৷ ছবির মূল চরিত্রে অভিনয়ও করেছেন হরিশ্চন্দ্রপুরের প্রাথমিক শিক্ষক ৷ ঠাকুরের ভূমিকায় তিনিই অভিনয় করেছেন ৷ আর তাঁর সঙ্গে মূল নারী চরিত্র লক্ষ্মী বাগদির ভূমিকায় অভিনয় করেছেন মালদার অভিনেত্রী মামন গুপ্তা ৷ ছবির শুটিং হয়েছে রাজ্যেরই বিভিন্ন গ্রামে ৷

আরও পড়ুন: ডাবিং সেরে গেলেন না প্রদীপদা, আবেগে ভাসলেন দত্তার পরিচালক নির্মল চক্রবর্তী

শঙ্খ ভট্টাচার্যের পরিচালনায় এই ছবি উত্তরবঙ্গ সিনে অ্যাওয়ার্ডসে সেরা ছবি, সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেত্রীর খেতাব জিতে নিয়েছে ৷ আগামী 4 সেপ্টেম্বর অশোকবাবুর চিত্রনাট্য অবলম্বনে নির্মিত 'ছিয়াত্তর' ছবিটি তাঁরই ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.