ETV Bharat / entertainment

Malaika-Arjun At fashion Show: ফ্যাশনের রেড কার্পেটে 'পাওয়ার কাপল', মালাইকার পোশাক নিয়ে অস্বস্তি - malaika arora strolls in style

বলিউড লাভবার্ড অর্জুন কাপুর ও মালাইকা অরোরা (Bollywood couple Malaika Arora and Arjun Kapoor) ৷ শুক্রবারও এই তারকা জুটি নজর কাড়লেন অনুরাগীদের ৷ এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তারকাদের স্টাইল স্টেটমেন্ট এখন নেট দুনিয়ায় জোর চর্চায় ৷

Etv Bharat
ফ্যাশনের রেড কার্পেটে অর্জুন ও মালাইকা
author img

By

Published : Mar 25, 2023, 10:22 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: তারা যখনই আসেন জ্বলে ওঠে পাপারাৎজিদের ফ্লাশ লাইট ৷ একজন কুল হ্যান্ডসাম, ড্যাশিং 'গাই' ৷ অপরজন হট, গুড লুকিং, স্টাইলিশ ৷ বলছি, বলিউড লাভবার্ড অর্জুন কাপুর ও মালাইকা অরোরার কথা ৷ শুক্রবারও এই তারকা জুটি নজর কাড়লেন অনুরাগীদের ৷ এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তারকাদের স্টাইল স্টেটমেন্ট এখন নেট দুনিয়ায় জোর চর্চায় ৷

শুক্রবার মুম্বইতে (Mumbai) আয়োজন করা হয়েছিল এক অ্যাওয়ার্ড সেরেমনির (Style Icons Awards) ৷ সেখানে উপস্থিত হয়েছিলেন একঝাঁক বলি তারকা ৷ সেলেবদের রেড কার্পেটে ছিল গ্ল্যামারের ঝলকানি ৷ সেখানেই অনান্য তারকাদের মতোই হাজির হয়েছিলেন বর্তমানের চর্চিত কাপল অর্জুন কাপুর ও মালাইকা অরোরা (Bollywood couple Malaika Arora and Arjun Kapoor) ৷ মালাইকার পরনে ছিল ফিটিং ব্ল্যাক ব্যাকলেস গাউন ৷ অন্যদিকে অর্জুন পরেছিলেন কালে রঙের টি-শার্ট ৷ সঙ্গে লাল উজ্জ্বল ব্লেজার, মানানসই ট্রাউজারস ৷

ফ্যাশন দুনিয়ার সেই ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনরা শুরু করেছেন সমালোচনা ৷ অভিনেত্রী মালাইকা তাঁর পোশাক সামলাতে পারছেন না, এমন কটাক্ষ শুরু করে দেন নেটিজেনরা ৷ একজন প্রশ্ন করেছেন, যেখানে শ্বাস নিতে এত সমস্যা হচ্ছে তখন এতটা অস্বস্তিকর পোশাক পরার কারণ কী? আবার একজন লিখেছেন, "তিনি শ্বাস নিতে পারছেন না ৷ যেতে দিন তাঁকে ৷" যদিও অনেক অনুরাগী তাঁদের প্রশংসাও করেছেন ৷ এক অনুরাগী আবার লিখেছেন, 'পাওয়ার কাপল'-কে অনেক ভালবাসা ৷

আরও পড়ুন: জাহ্নবী, অনন্যা থেকে কৃতি; রেড কার্পেটে চোখ ধাঁধালেন বলি ডিভারা

গুঞ্জন চললেও 2019 সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন অর্জুন-মালাইকা ৷ 2017 সালে অভিনেতা তথা প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মালাইকার ৷ আরবাজও ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে আছেন ৷ তবে সন্তান আরহানের জন্য নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন মালাইকা-আরবাজ ৷ প্রসঙ্গত, মালাইকা অরোরাকে শেষবার ওটিটি-র পর্দায় দেখা গিয়েছে ৷ রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার সবকিছু দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি ৷

উল্লেখ্য, শুক্রবারের স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কাপের্টে অর্জুন, মালাইকার পাশাপাশি উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা-র মতো বলিউড তারকারা ৷

হায়দরাবাদ, 25 মার্চ: তারা যখনই আসেন জ্বলে ওঠে পাপারাৎজিদের ফ্লাশ লাইট ৷ একজন কুল হ্যান্ডসাম, ড্যাশিং 'গাই' ৷ অপরজন হট, গুড লুকিং, স্টাইলিশ ৷ বলছি, বলিউড লাভবার্ড অর্জুন কাপুর ও মালাইকা অরোরার কথা ৷ শুক্রবারও এই তারকা জুটি নজর কাড়লেন অনুরাগীদের ৷ এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তারকাদের স্টাইল স্টেটমেন্ট এখন নেট দুনিয়ায় জোর চর্চায় ৷

শুক্রবার মুম্বইতে (Mumbai) আয়োজন করা হয়েছিল এক অ্যাওয়ার্ড সেরেমনির (Style Icons Awards) ৷ সেখানে উপস্থিত হয়েছিলেন একঝাঁক বলি তারকা ৷ সেলেবদের রেড কার্পেটে ছিল গ্ল্যামারের ঝলকানি ৷ সেখানেই অনান্য তারকাদের মতোই হাজির হয়েছিলেন বর্তমানের চর্চিত কাপল অর্জুন কাপুর ও মালাইকা অরোরা (Bollywood couple Malaika Arora and Arjun Kapoor) ৷ মালাইকার পরনে ছিল ফিটিং ব্ল্যাক ব্যাকলেস গাউন ৷ অন্যদিকে অর্জুন পরেছিলেন কালে রঙের টি-শার্ট ৷ সঙ্গে লাল উজ্জ্বল ব্লেজার, মানানসই ট্রাউজারস ৷

ফ্যাশন দুনিয়ার সেই ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনরা শুরু করেছেন সমালোচনা ৷ অভিনেত্রী মালাইকা তাঁর পোশাক সামলাতে পারছেন না, এমন কটাক্ষ শুরু করে দেন নেটিজেনরা ৷ একজন প্রশ্ন করেছেন, যেখানে শ্বাস নিতে এত সমস্যা হচ্ছে তখন এতটা অস্বস্তিকর পোশাক পরার কারণ কী? আবার একজন লিখেছেন, "তিনি শ্বাস নিতে পারছেন না ৷ যেতে দিন তাঁকে ৷" যদিও অনেক অনুরাগী তাঁদের প্রশংসাও করেছেন ৷ এক অনুরাগী আবার লিখেছেন, 'পাওয়ার কাপল'-কে অনেক ভালবাসা ৷

আরও পড়ুন: জাহ্নবী, অনন্যা থেকে কৃতি; রেড কার্পেটে চোখ ধাঁধালেন বলি ডিভারা

গুঞ্জন চললেও 2019 সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন অর্জুন-মালাইকা ৷ 2017 সালে অভিনেতা তথা প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মালাইকার ৷ আরবাজও ইতালিয়ান মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে আছেন ৷ তবে সন্তান আরহানের জন্য নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন মালাইকা-আরবাজ ৷ প্রসঙ্গত, মালাইকা অরোরাকে শেষবার ওটিটি-র পর্দায় দেখা গিয়েছে ৷ রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার সবকিছু দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি ৷

উল্লেখ্য, শুক্রবারের স্টাইল আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কাপের্টে অর্জুন, মালাইকার পাশাপাশি উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা-র মতো বলিউড তারকারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.