ETV Bharat / entertainment

Mahesh Ranbir Viral Pic : রণবীরের সঙ্গে আবেগী আলিঙ্গনে মহেশ ভাট, শ্বশুর-জামাইয়ের ছবি মন কাড়ল নেটিজেনদের - Mahesh Bhatt Ranbir Kapoors heart touching moment

জামাই রণবীরের সঙ্গে আবেগী আলিঙ্গনে আলিয়ার বাবা তথা বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট ৷ সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ভাইরাল হল সেই ছবি (Mahesh Bhatt Ranbir Kapoors heart touching moment) ৷

Mahesh Ranbir Viral Pic
রণবীরের সঙ্গে আবেগী আলিঙ্গনে মহেশ ভাট, বাবার দুঃখ মন কাড়ল নেটিজেনদের
author img

By

Published : Apr 16, 2022, 11:42 AM IST

মুম্বই, 16 এপ্রিল : বলিউডের সুপরিচিত জুটি রণবীর এবং আলিয়া একসঙ্গে পথ চলা শুরু করেছেন বৃহস্পতিবার ৷ অভিনেতার বান্দ্রার বাড়িতেই এক অন্তরঙ্গ অনুষ্ঠানে জুটি বেঁধেছেন এই দুই তারকা ৷ আর বিয়ের এই পর্ব মেটার পর থেকেই নবদম্পতির একের পর এক ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ এরই মাঝে সামনে এসেছে এমন একটি ছবি যা অনুরাগীদের হৃদয়ে রীতিমত দাগ কেটেছে ৷ ছবিতে দেখা গিয়েছে বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট এবং তাঁর নতুন জামাই রণবীর কাপুরকে ৷

মেয়ের বিয়েতে আবেগী হয়ে পড়েন যে কোনও বাবাই ৷ মহেশও তার ব্যতিক্রম নন, বৃহস্পতিবার আলিয়ার হাত রণবীরের হাতে তুলে দিয়েছেন তিনি ৷ আর তারপর সামনে এল রণবীর কাপুর এবং মহেশ ভাটের আবেগপ্রবণ আলিঙ্গনের এই ছবি (Mahesh Bhatt Ranbir Kapoors heart touching moment)৷ বিবাহের ঠিক পরের মুহূর্তের এই আবেগী ছবিটি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন মহেশ কন্য়া পূজা ভাট ৷ ছবির ক্য়পশনে তিনি লেখেন," যখন মন থেকে শোনা এবং বলা হয়ে যায় তখন কি কারও কথার দরকার পড়ে?"

আরও পড়ুন: 'এটা কাপুর সাবকে উৎসর্গ করছি', বরবেশী ছেলের পাশে দাঁড়িয়ে আবেগী নীতু

রণলিয়ার বিভিন্ন ছবি নিয়েই এখন রীতিমতো মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া ৷ তবে এর মাঝে আলিয়ার মা সোনি রাজদান একটি গ্রুপ ফটোতে শাহিন ভাট, আলিয়া, রণবীর থেকে শুরু করে করে করণ জোহর পর্যন্ত উপস্থিত রয়েছেন সকলেই ৷

মুম্বই, 16 এপ্রিল : বলিউডের সুপরিচিত জুটি রণবীর এবং আলিয়া একসঙ্গে পথ চলা শুরু করেছেন বৃহস্পতিবার ৷ অভিনেতার বান্দ্রার বাড়িতেই এক অন্তরঙ্গ অনুষ্ঠানে জুটি বেঁধেছেন এই দুই তারকা ৷ আর বিয়ের এই পর্ব মেটার পর থেকেই নবদম্পতির একের পর এক ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ এরই মাঝে সামনে এসেছে এমন একটি ছবি যা অনুরাগীদের হৃদয়ে রীতিমত দাগ কেটেছে ৷ ছবিতে দেখা গিয়েছে বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট এবং তাঁর নতুন জামাই রণবীর কাপুরকে ৷

মেয়ের বিয়েতে আবেগী হয়ে পড়েন যে কোনও বাবাই ৷ মহেশও তার ব্যতিক্রম নন, বৃহস্পতিবার আলিয়ার হাত রণবীরের হাতে তুলে দিয়েছেন তিনি ৷ আর তারপর সামনে এল রণবীর কাপুর এবং মহেশ ভাটের আবেগপ্রবণ আলিঙ্গনের এই ছবি (Mahesh Bhatt Ranbir Kapoors heart touching moment)৷ বিবাহের ঠিক পরের মুহূর্তের এই আবেগী ছবিটি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন মহেশ কন্য়া পূজা ভাট ৷ ছবির ক্য়পশনে তিনি লেখেন," যখন মন থেকে শোনা এবং বলা হয়ে যায় তখন কি কারও কথার দরকার পড়ে?"

আরও পড়ুন: 'এটা কাপুর সাবকে উৎসর্গ করছি', বরবেশী ছেলের পাশে দাঁড়িয়ে আবেগী নীতু

রণলিয়ার বিভিন্ন ছবি নিয়েই এখন রীতিমতো মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া ৷ তবে এর মাঝে আলিয়ার মা সোনি রাজদান একটি গ্রুপ ফটোতে শাহিন ভাট, আলিয়া, রণবীর থেকে শুরু করে করে করণ জোহর পর্যন্ত উপস্থিত রয়েছেন সকলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.