হায়দরাবাদ, 9 ডিসেম্বর: নেটফ্লিক্সের সিইও-টেড সারানডোসের সঙ্গে দেখা করলেন দক্ষিণী তারকা মহেশ বাবু ৷ হায়দরাবাদে তাঁদের মিটিংয়ের ছবি শেয়ার করেন অভিনেতা ৷ তা নিমেষে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
শনিবার ইন্সটাগ্রামে মহেশ বাবু টেডের সঙ্গে সাক্ষাতের দুটি ছবি শেয়ার করেছেন ৷ পোস্টে তিনি জানিয়েছেন, নেটফ্লিক্সের সিইও ও আরও বেশ কয়েকজনের সঙ্গে আগামিদিনে বিনোদনের নানা প্রকল্প নিয়ে কথা হয়েছে ৷ মহেশ বাবু স্ত্রী নম্রতা শিরোদকার ও লেখক-পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসও মিটিংয়ে উপস্থিত ছিলেন ৷ সকলের সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
ছবি শেয়ার করে মহেশ বাবু পোস্টে লিখেছেন, "কফি অ্যান্ড চিল !! ভবিষ্যতে বিনোদনের কিছু কাজ নিয়ে ভালো আলোচনা হয়েছে নেটফ্লিক্সের হেডের সঙ্গে ৷" এর আগে হায়দরাবাদে পৌঁছে দক্ষিণী তারকা চিরঞ্জীবি ও রাম চরণের সঙ্গে দেখা করেন টেড সারানডোস ৷ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মেটাস্টার চিরঞ্জীবি ও রাম চরণ ৷ সেই ছবি আসার পর পরেই ঘুরতেথাকে সোশাল মিডিয়ায় ৷
8 ডিসেম্বর, জুনিয়র এনটিআর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নেটফ্লিক্সের সিইও-এর মিটিংয়ের ছবি শেয়ার করেন ৷ ছবিতে দেখা গিয়েছে জুনিয়র এনটিআর-এর জন্য টেড সারানডোস এবং তাঁর টিম মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন ৷ যা দেখে আপ্লুত জুনিয়র এনটিআর ৷ তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। জুনিয়র এনটিআর সোশাল মিডিয়ায় লেখেন, "আপনাকে এবং আপনার টিমকে মধ্যাহ্নভোজের আয়োজন করার জন্য ধন্যবাদ ৷ দিনটা খুব আনন্দের সঙ্গে কাটালাম ৷ খাবার ও সিনেমার প্রতি আমাদের ভালোবাসা আলোচনার সঙ্গে ব্যক্ত হয়েছে ৷"
টেড সারানডোস, বিনোদন জগতের একজন দূরদর্শী ব্যক্তি যিনি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গিয়েছেন ৷ 2016 সালে 54টি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছেন তিনি ৷ বিনোদন বিপণন এবং যোগাযোগে উল্লেখযোগ্য অবদানের জন্য 'এন্টারটেইনমেন্ট পারসন অফ দ্য ইয়ার' পুরস্কার সম্মানে সম্মানিত হন তিনি ৷
আরও পড়ুন:
2. যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রতি সমবেদনা জানিয়ে শুরু 'কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'