ETV Bharat / entertainment

Web Series Of Madhurima Basak: নতুন সেলুন 'লেডি কুইন জেন্টস পার্লার' খুলতে চলেছেন অভিনেত্রী মধুরিমা - web series Lady Queen Gents Parlour

সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-এ আসতে চলেছে মধুরিমা বসাক ও খরাজ মুখোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ 'লেডি কুইন জেন্টস পার্লার' ৷ প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম ঝলক ও পোস্টার ৷

ETV BHARAT
নতুন সেলুন 'লেডি কুইন জেন্টস পার্লার' খুলতে চলেছেন অভিনেত্রী মধুরিমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 6:16 PM IST

কলকাতা, 27 অগস্ট: ছেলেদের চুল কাটবেন অভিনেত্রী মধুরিমা বসাক ৷ খুব শীঘ্রই খুলতে চলেছে 'লেডি কুইন জেন্টস পার্লার' ৷ না, তবে এটি রিয়েল লাইফে নয়, রিল লাইফে ৷ মুক্তি পেয়েছে আড্ডা টাইমসের নতুন এই ওয়েব সিরিজের প্রথম ঝলক ও পোস্টার ৷ কাঁচি হাতে কেরামতি দেখাতে হাজির মোহময়ী মধুরিমা ৷

এই বিষয়ে অভিনেত্রী বলেন, "গল্পের মধ্যে অনেক ট্যুইস্ট আছে, মজার মজার দৃশ্য আছে। আবার দুঃখের জায়গাও আছে। আমাকে নিয়ে অনেক এক্সপেরিপেন্ট হয়েছে এখানে। সব মিলিয়ে কাজটা ইন্টারেস্টিং লেগেছে। মেয়ে নাপিতের চরিত্র। তবে, নাপিতদের আজকাল হেয়ার স্টাইলিস্ট বলা হয়। তাঁদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। নাপিত বলতে আমরা এক লহমায় যা বুঝি, সেই চিত্রটা আজ পালটেছে। আমিও আমার বাবার সঙ্গে স্কুলে পরাকালীন চুল কাটতে যেতাম নাপিতের কাছে। আমার মনে হয় সবাই গিয়েছে আমার মতো।"

কেমন লাগল কাজটা করে? প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, "সিরিজটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ৷ আর গল্পটা যেহেতু আমাকে নিয়ে, তাই হালকা মানসিক চাপ আছে এই মুহূর্তে। তবে, ইউনিট দারুণ ছিল। সুরিন্দরের সঙ্গে দ্বিতীয় কাজ আমার। আর সাগ্নিক দা'র সঙ্গে প্রথম।" এই মুহূর্তে আর কোনও কাজের খবর? মধুরিমা বলেন, "এক্ষুণি নেই। পুজোর পরে দিতে পারব, আশা রাখি।"

'লেডি কুইন জেন্টস পার্লার' সিরিজে গল্প আবর্তিত হয়েছে নিশিগন্ধা এবং বৃদ্ধ মাধাই বাবুকে কেন্দ্রে রেখে। নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সেলুন গড়ে তুলতে চায় ওরা। প্রধান চরিত্র নিশিগন্ধার ভূমিকায় মধুরিমা বসাক। নিশিগন্ধাকে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ার জন্য বিদেশে পাঠানো হয়। কিন্তু সে হেয়ারস্টাইলিং শিখে বাড়ি ফেরে। তার আবেগ এবং স্বপ্ন হল একটি বুটিক সেলুন খোলা যেখানে সে শুধুমাত্র পুরুষদের চুল কাটবে। কিন্তু সমাজ তার এই ইচ্ছাকে ভালো চোখে দেখে না। তার সঙ্গে ঘটতে থাকে অপ্রীতিকর ঘটনা। ওদিকে মাধাই বাবু (খরাজ মুখোপাধ্যায়) একজন বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট। যে চুল কেটেই আনন্দে দিন কাটাত। এরপর নানা কারণে তার সেলুন বন্ধ করে দেন তিনি নিজেই। এরপর একদিন নিশিগন্ধা এবং মাধাইবাবুর দেখা হয়। দু'জনের ইচ্ছে এক। ভালো লাগা এক। কী হয় এরপর, সেটাই দেখার।

আরও পড়ুন: ইটিভি ভারতের আড্ডায় ছোটপর্দার নতুন জুটি ওম-মৌমিতা

সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত, 'লেডি কুইন জেন্টস পার্লার'-এ মধুরিমা বসাক, খরাজ মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন মানসী সিনহা, জয় দেব রায়, রোহন ভট্টাচার্য। সিরিজটির সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ ও প্রতিভাবান সংগীতশিল্পী সপ্তক সানাই দাস। অন্যদিকে, খুব শীঘ্রই 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে দেখা যাবে মধুরিমা বসাককে। এর আগে 'গুড্ডি' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মধুরিমা নেগেটিভ এবং পজিটিভ সবরকমের চরিত্রেই নিজের জায়গা বুঝিয়েছেন ইন্ডাস্ট্রিতে। সৃজিত মুখোপাধ্যায়ের 'X=PREM'-এও অভিনয় করেন তিনি। নতুন সিরিজে মধুরিমা কীরকম ক্যারিশ্মা দেখান সেটাই দেখার।

কলকাতা, 27 অগস্ট: ছেলেদের চুল কাটবেন অভিনেত্রী মধুরিমা বসাক ৷ খুব শীঘ্রই খুলতে চলেছে 'লেডি কুইন জেন্টস পার্লার' ৷ না, তবে এটি রিয়েল লাইফে নয়, রিল লাইফে ৷ মুক্তি পেয়েছে আড্ডা টাইমসের নতুন এই ওয়েব সিরিজের প্রথম ঝলক ও পোস্টার ৷ কাঁচি হাতে কেরামতি দেখাতে হাজির মোহময়ী মধুরিমা ৷

এই বিষয়ে অভিনেত্রী বলেন, "গল্পের মধ্যে অনেক ট্যুইস্ট আছে, মজার মজার দৃশ্য আছে। আবার দুঃখের জায়গাও আছে। আমাকে নিয়ে অনেক এক্সপেরিপেন্ট হয়েছে এখানে। সব মিলিয়ে কাজটা ইন্টারেস্টিং লেগেছে। মেয়ে নাপিতের চরিত্র। তবে, নাপিতদের আজকাল হেয়ার স্টাইলিস্ট বলা হয়। তাঁদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। নাপিত বলতে আমরা এক লহমায় যা বুঝি, সেই চিত্রটা আজ পালটেছে। আমিও আমার বাবার সঙ্গে স্কুলে পরাকালীন চুল কাটতে যেতাম নাপিতের কাছে। আমার মনে হয় সবাই গিয়েছে আমার মতো।"

কেমন লাগল কাজটা করে? প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, "সিরিজটি সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ৷ আর গল্পটা যেহেতু আমাকে নিয়ে, তাই হালকা মানসিক চাপ আছে এই মুহূর্তে। তবে, ইউনিট দারুণ ছিল। সুরিন্দরের সঙ্গে দ্বিতীয় কাজ আমার। আর সাগ্নিক দা'র সঙ্গে প্রথম।" এই মুহূর্তে আর কোনও কাজের খবর? মধুরিমা বলেন, "এক্ষুণি নেই। পুজোর পরে দিতে পারব, আশা রাখি।"

'লেডি কুইন জেন্টস পার্লার' সিরিজে গল্প আবর্তিত হয়েছে নিশিগন্ধা এবং বৃদ্ধ মাধাই বাবুকে কেন্দ্রে রেখে। নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সেলুন গড়ে তুলতে চায় ওরা। প্রধান চরিত্র নিশিগন্ধার ভূমিকায় মধুরিমা বসাক। নিশিগন্ধাকে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ার জন্য বিদেশে পাঠানো হয়। কিন্তু সে হেয়ারস্টাইলিং শিখে বাড়ি ফেরে। তার আবেগ এবং স্বপ্ন হল একটি বুটিক সেলুন খোলা যেখানে সে শুধুমাত্র পুরুষদের চুল কাটবে। কিন্তু সমাজ তার এই ইচ্ছাকে ভালো চোখে দেখে না। তার সঙ্গে ঘটতে থাকে অপ্রীতিকর ঘটনা। ওদিকে মাধাই বাবু (খরাজ মুখোপাধ্যায়) একজন বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট। যে চুল কেটেই আনন্দে দিন কাটাত। এরপর নানা কারণে তার সেলুন বন্ধ করে দেন তিনি নিজেই। এরপর একদিন নিশিগন্ধা এবং মাধাইবাবুর দেখা হয়। দু'জনের ইচ্ছে এক। ভালো লাগা এক। কী হয় এরপর, সেটাই দেখার।

আরও পড়ুন: ইটিভি ভারতের আড্ডায় ছোটপর্দার নতুন জুটি ওম-মৌমিতা

সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত, 'লেডি কুইন জেন্টস পার্লার'-এ মধুরিমা বসাক, খরাজ মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন মানসী সিনহা, জয় দেব রায়, রোহন ভট্টাচার্য। সিরিজটির সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ ও প্রতিভাবান সংগীতশিল্পী সপ্তক সানাই দাস। অন্যদিকে, খুব শীঘ্রই 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে দেখা যাবে মধুরিমা বসাককে। এর আগে 'গুড্ডি' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। মধুরিমা নেগেটিভ এবং পজিটিভ সবরকমের চরিত্রেই নিজের জায়গা বুঝিয়েছেন ইন্ডাস্ট্রিতে। সৃজিত মুখোপাধ্যায়ের 'X=PREM'-এও অভিনয় করেন তিনি। নতুন সিরিজে মধুরিমা কীরকম ক্যারিশ্মা দেখান সেটাই দেখার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.