কলকাতা, 29 মার্চ: বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলতেন বুড়ো বয়সে নায়কের হাতে চড় খেতে তাঁর ভালো লাগে না ৷ কিন্তু আপামর বাঙালির কাছে তিনি পরিচিত নারীলোলুপ, দূর্নীতিপরায়ণ খলনায়ক হিসাবেই ৷ উৎপল দত্ত তাঁর অভিনয় জীবনে ফুটিয়ে তুলেছেন নানা ধরনের চরিত্র ৷ কখনও তিনি সত্যজিৎ রায়ের গল্পের আগন্তুক কখনও আবার মঘনলাল মেঘরাজ ৷ আবার কখনও নিজের ছবি 'বৈশাখী মেঘ'-এর হাড়হিম করে দেওয়া অত্য়াচারী ইংরেজ পুলিশ অফিসার ৷ হাসতে হাসতে ছুড়ি মারতে পারা এই অভিনেতার আজ জন্মবার্ষিকী আর একইসঙ্গে জন্মদিন বাঙালির আজকের প্রিয় গায়ক অনুপম রায়েরও ( Career of Anupam Roy and Utpal Dutt) ৷
একটা সময় যে গায়কের কথা বললেই বাঙালি গেয়ে উঠত 'আমাকে আমার মতো থাকতে দাও' ৷ আজ তিনি বাঙালিকে উপহার দিয়েছেন আরও বেশ কিছু মনে রাখার মতো স্মৃতি ৷ আর এই মানুষটিই জন্মদিন শেয়ার করেন কিংবদন্তি উৎপল দত্তের সঙ্গে ৷ লেখক হিসাবে যাঁর ধারালো কলম থেকে মুক্তি পেয়েছে 'টিনের তলোয়ার', 'দিল্লি চলো', 'ফেরারী ফৌজ', 'লেনিনের ডাক', 'ঘুম নেই', 'তিতুমির', 'ব্যারিকেড' এবং 'বনিকের মানদণ্ড'-এর মতো সৃষ্টি ৷ আজ ফিরে দেখা, বাঙালির প্রিয় দুই সৃষ্টিশীল মানুুষের জীবনের কিছু ঝলক ৷
উৎপল দত্তের জন্ম 1929 সালে ৷ কিশোর বয়সেই ইংরেজি নাটকের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে ৷ 1947 সালে তৈরি হয় নাটকের দল 'দ্য় সেক্সপিয়ার্স' ৷ সেখান থেকেই তাঁর অভিনয় শুরু ৷ আর বাংলা সিনেমার জগৎ তাঁঁকে প্রথম চিনেছিল 'মাইকেল মধুসূদন' হিসেবে ৷ বাঙালির কিংবদন্তি মধু কবির সঙ্গে পর্দায় যেভাবে একীভূত হয়ে পড়েন উৎপল তা ভাবনার খোরাক দিয়েছিল বাঙালিকে ৷ উৎপলকে এরপর নানাভাবে তাঁদের ছবিতে ব্য়বহার করেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেনরা ৷ কখনও তিনি সত্যজিৎ রায়ের খলনায়ক আবার কখনও নায়ক ৷ ঋত্বিকের 'যুক্তি তক্কো গপ্প'-এ তিনি লেখক বন্ধুর সেই চরিত্র যিনি বাজারের জন্য় নিজেকে বিকিয়ে দিয়েছেন ৷ আবার মৃণালের জন্য় তিনি 'ভুবন সোম' ৷
অন্যদিকে, বাঙালির কাছে অনুপমের আগমন সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ৷ 2010 সালে 'অটোগ্রাফ' ছবির মুক্তির পর থেকেই বাঙালির মনের মনিকোঠায় স্থায়ী আসন করেন এই বিনোদন জগতের 'স্টুডিয়াস বয়' ৷ 'দূরবীনে চোখ রাখব না', 'দ্বিতীয় পুরুষ', 'বাক্যবাগীশ', 'এবার মরলে গাছ হব'-এর মতো অ্য়ালবাম তো আছেই তার সঙ্গে বাংলা ছবির গানে অনুপম একটি অধ্য়ায় ৷ 'জল ফড়িং', 'গভীরে যাও', 'তুমি যাকে ভালোবাসো', 'আমার দুঃখগুলো কাছিমের মতো' এইসব গান আজও ফেরে বাঙালির মুখে মুখে ৷
উৎপল কথার অর্থ পদ্ম ৷ অর্থাৎ পাঁকে জন্মেও যে ফুল তাঁর শোভায় মুগ্ধ করে দর্শকদের ৷ গতানুগতিক একইরকম চরিত্রের পঙ্কিল আবর্তে জন্ম হলেও যিনি বাঙালির কাছে পৌঁছে গিয়েছেন নতুন রূপে তিনিই উৎপল দত্ত ৷ উৎপল সম্মানিত হয়েছেন বহু পুরস্কারে ৷ তালিকায় রয়েছে 'ভুবন সোম' ছবির জন্য় জাতীয় পুরস্কার, আবার বেস্ট কমিডিয়ান হিসাবে জিতে নেওয়া ফিল্ম ফেয়ারও ৷ অন্য়দিকে জাতীয় পুরস্কার এবং ফিল্ম ফেয়ারে সম্মানিত হয়েছেন অনুপমও ৷ আজ তাই জন্মদিন যেভাবে মিলিয়ে দিল তাঁদের তা দেখে কেউ হয়তো বলতেই পারেন, 'উৎপলময়' বাঙালির বিনোদনের 'অনুপম ভবিষ্যৎ' !
আরও পড়ুন:যত বড় অভিনেতা তত বেশি বিনয়ী, বলিউড আত্মপ্রকাশে অজয়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শোনালেন রুদ্রনীল