কলকাতা, 30 ডিসেম্বর: 2023 সালটা ছিল টলিউড পাড়ায় ঘটনার ঘনঘটা ৷ ইডি দফতরে তারকাদের হাজিরা থেকে ভালো ছবির ব্যবসা সঙ্গে প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন খানের আসা রাখা কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ হওয়া, সবদিক থেকে চলতি বছর টলিপাড়ার সিনেদুনিয়ায় একাধিক ঘটনার সাক্ষী থেকেছেন দর্শকরা ৷ বছর শেষে ফিরে দেখা স্মরণীয় কিছু ঘটনা ৷
1) ইডি দফতরে টলি তারকারা
আবাসন প্রতারণা মামলায় ইডি আধিকারিকদের মুখোমুখি হতে হয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানকে ৷ ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ অন্যদিকে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে 40 লক্ষ টাকায় গাড়ি কেনার অভিযোগ ওঠে অভিনেতার বনির বিরুদ্ধে ৷ সেই লেনদেন সম্পর্কে জানতে ইডির জেরার মুখে পড়তে হয় বরবাদ অভিনেতাকে ৷ এমনকী, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষও ৷
2) মহম্মদ শামিকে অভিনেত্রীর বিয়ের প্রস্তাব
2023-এর ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামিকে সামাজিক মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন অভিনেত্রী পায়েল ঘোষ। নিছকই ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণে অবশ্য। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর পোস্ট সাড়া ফেলে নেট দুনিয়ায়। রীতিমতো চর্চায় এসে পড়েন পায়েল ঘোষ। একদিকে শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের বিবাহ বিচ্ছেদের মামলা অন্যদিকে তাঁর নানান মন্তব্য ঝড় তুলেছিল নেটপাড়ায়। দু'ভাগ হয়েছিল আমজনতা। তার উপরে পায়েলের পোস্ট। সব মিলিয়ে সামাজিক মাধ্যম হয়ে উঠেছিল উত্তাল।
3) জুটিতে পঞ্চাশতম ছবি প্রসেনজিৎ-ঋতুপর্ণার
জুটিতে পঞ্চাশতম ছবিটির কাজ সেরে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম 'অযোগ্য'। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক নিজেই চেয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি বানাবেন। এই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। বারবার এই জুটিকে একসঙ্গে দেখতে চায় দর্শক। এঁদের অনস্ক্রিন জুটি এবং অফস্ক্রিন বন্ধুত্ব নিয়ে মানুষের মনে আগ্রহ চিরকাল।
4) বাংলা টেলিভিশনে প্রত্যাবর্তন সাহেব-অর্জুনের
সিনেমা ও সিরিজের দুনিয়ায় সাহেব এবং অর্জুন পরিচিত নাম। অর্জুন চক্রবর্তী এর আগে 'গানের ওপারে' ধারাবাহিকে গোরার চরিত্রে অভিনয় করেন। 'ব্যোমকেশ ' সিরিজে 'সজারুর কাঁটা' গল্পে অভিনয় করেন তিনি। এ ছাড়াও টেলিভিশনের একাধিক অরিজিনাল ছবিতে অভিনয় করেন অর্জুন। তারপর দীর্ঘ বিরতির পর এবার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দেখা যাচ্ছে অর্জুনকে। সাহেব ভট্টাচার্যও ধারাবাহিকে ফিরলেন দীর্ঘ 12 বছর পর। 'বন্ধন' ধারাবাহিকের পর আর বাংলা সিরিয়ালে পাওয়া যায়নি তাঁকে।
5) 13 বছর পর কলকাতায় সলমন খান
দীর্ঘ 13 বছর পর মে মাসে কলকাতায় পা রাখেন সলমন খান ৷ ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করেন ভাইজান ৷ কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেও ৷ অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফে লাইফটাইম মেম্বারশিপ দেওয়া হয় ভাইজানকে ৷ পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখা যায় সলমন খানকে ৷ 'কিফ' অনুষ্ঠানকে 'কিস' বলে মন্তব্য করেন তিনি ৷ চলচ্চিত্র উৎসবে ভাইজানের উপস্থিতি ছিল নজরকাড়া ৷
6) প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টাইটেল ট্র্যাক
এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি হয় টাইটেল ট্র্যাক। গানে কণ্ঠ দেন অরিজিৎ সিং। কলকাত ও সিনেমার প্রতি ভালোবাসা থেকে বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন অরিজিৎ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাতেই ছিল উদ্যোগ।
7) ওটিটি-তে পা রাখেন প্রসেনজিৎ- সঙ্গে মিমি-চিরঞ্জিৎ
পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের জুবিলির হাত ধরে ওটিটি-র পর্দায় পা রাখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ শ্রীকান্ত রায়ের ভূমিকায় দেখা যায় প্রসেনজিৎকে ৷ অ্যামাজন প্রাইনে মুক্তি পাওয়া এই সিরিজে প্রসেনজিৎ-এর অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷ এমনকী, 'জুবিলি'-তে অভিনয়ের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এক অ্যাওয়ার্ড সেরেমনিতে বিশেষ সম্মানে পুরস্কৃত করা হয় ৷ অন্যদিকে, টলিউডেও মিমি চক্রবর্তী ও চিরঞ্জিৎ চক্রবর্তী পা রাখেন বাংলা ওয়েব দুনিয়ায় ৷ পরমব্রত ভট্টাচার্যের পরিচালনায় 'পর্ণশবরীর শাপ' সিরিজে দেখা যায় চিরঞ্জিৎকে ৷ পাশাপাশি, সামনে আসে মিমির প্রথম ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব'-র ট্রেলার, পরিচালনায় চন্দ্রাশীষ রায়, যা নজর কাড়ে দর্শকদের ৷
8) চর্চায় টোটার 'ডোলা রে' নাচ ও চূর্ণীর হিন্দি ছবি
দীর্ঘসময় পর ছবি পরিচালনা করেন করণ জোহর ৷ রকি অউর রানি কী প্রেম কাহানি ছবি বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে৷ রণবীর সিং ও আলিয়া ভাটের পাশাপাশি চর্চায় আসেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায় ৷ বিশেষ করে ডোলা রে গানে টোটার কত্থক নাচ হয়ে ওঠে টক অফ দ্য টাউন ৷ অন্যদিকে, হিন্দি ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় প্রশংসিত হয় দর্শক দরবারে ৷ এমনকী, তসলিমা নাসরিন সোশাল মিডিয়ায় অভিনেতী চূর্ণীর ভূয়সী প্রশংসা করেন ৷
9) বাংলা সিনেমায় ডেবিউ মদন-পার্থ, কাউন্সিলর অনন্যার
চলতি বছর রাজনীতির আঙিনা পেড়িয়ে কেউ পা রাখেন বাংলা সিনেমায় আবার কেউ ওয়েব সিরিজে ৷ হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ! লাভলি' ছবিতে চালকল মালিকের ভূমিকায় অভিনয় করেন কামারহাটির বিধায়ক মদনমিত্র ৷ রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়' সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করেন রাজ্যের সেচ ও জল পরিবহণ মন্ত্রী পার্থ ভৌমিক। অভিজিৎ সেনের 'প্রধান' ছবির হাত ধরে বাংলা সিনেমায় ডেবিউ করেন কলকাতা কর্পোরেশনের 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া রাজর্ষি দে'র পরিচালনায় 'সাদা রঙের পৃথিবী'তেও অভিনয় করেছেন তিনি। সেই ছবি মুক্তির পথে।
10) 'কারার ওই লৌহ কপাট' বিতর্কে এআর রহমান
কাজী নজরুল ইসলামের লেখা 'কারার ওই লৌহ কপাট' গানটির সুর বদল নিয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান। বাংলার শিল্পী মহল থেকে সাধারণ জনতার বিস্ফোরক মন্তব্যে বিদ্ধ হয়েছেন তিনি ৷ পণ্ডিত অজয় চক্রবর্তী এবং পণ্ডিত দেবজ্যোতি মিশ্র কড়া বাক্যবাণে বিদ্ধ করেন রহমান সাহেবকে। এই ডামাডোলে সামনে এসেছে কাজী পরিবারের পারিবারিক কোন্দলও। নজরুল ইসলামের দুই ছেলে কাজী অনির্বাণ এবং কাজী অরিন্দমের অন্তর্দ্বন্দ্বও চলে আসে প্রকাশ্যে ৷
আরও পড়ুন
1. 'শিকারপুর' থেকে 'দশম অবতার'- বছরের সেরা ওয়েব সিরিজ ও ফিল্ম একনজরে
3. বলিউডে বাদশাহি কামব্যাক থেকে সানির পুনরুত্থান... ফিরে দেখা বছরের কিছু সেরা ছবি ও সিরিজ