হায়দরাবাদ, 29 ডিসেম্বর: স্ত্রী টুইঙ্কল খান্নার 49তম জন্মদিন একেবারে নিজস্ব স্টাইলে সেলিব্রেট করলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ কমেডি শুধু তিনি যে রিল লাইফেই দারুণ করেন তা নয় একইসঙ্গে বাস্তবেও তিনি রসিক মানুষ হিসাবেই পরিচিত ৷ এদিনও স্ত্রীর একটি মজার ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা ৷ ভিডিয়োতে দেখা যায়, একটি সিনেমা হলে হাল্কের একটি প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন টুইঙ্কল ৷ ভিডিয়োটি শেয়ার করে টুইঙ্কলকে 'রিয়েল হাল্ক' বলে উল্লেখ করেন তিনি ৷
ইনস্টাগ্রামে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি শেয়ার করেছেন একটি মজার ভিডিয়ো ৷ মিমের মতো এই ভিডিয়োটি শুরু হয় একটি পাহাড়ি উপত্যকায় টুইঙ্কলের একটি ছবি দিয়ে ৷ ছবির নীচে লেখা 'যাকে আমি বিয় করতে চেয়েছিলাম ৷' এরপর ব্ল্যাকআউট হয়ে যায় স্ক্রিন হয়ে যায় স্ক্রিন ৷ তাতে ফুটে উঠে অন্য একটি কথা, 'যার সঙ্গে আমার বিয়ে হল... ৷' তারপর দেখা যায়, হাল্কের একটি প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ৷ আর সেই প্রতিমূর্তিটি দেখিয়ে তিনি বলেন, "এটা হল পুতুল ৷ আর আমি হলাম আসল হাল্ক ৷"
ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় লেখেন, "আমার হাল্ক দীর্ঘজীবী হোক ৷ তোমার সুন্দর হাসি মজার মধ্যে দিয়ে আমাদের জীবনে এতগুলো বছর যোগ করার জন্য ধন্যবাদ ৷ ভগবান তোমার জন্য় আরও অনেকগুলো বছর যোগ করুন ৷ শুভ জন্মদিন টিনা ৷" আয়েশা শ্রফও এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷
23 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টুইঙ্কল এবং অক্ষয় ৷ তাঁদের দুই সন্তান আরভ (21) এবং নিতারা (11)৷ এই বছরে তিনবার পর্দায় এসেছেন অক্ষয় ৷ ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে 'ও মাই গড 2' ৷ আগামীতেও বেশ কয়েকটি ছবির সিক্যুয়াল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় ৷ এর মধ্যে রয়েছে 'হেরা ফেরি 3' এবং 'ওয়েলকাম টু জঙ্গল' ৷
আরও পড়ুন: