ETV Bharat / entertainment

Lisa Marie Presley death: নিকোলাস কেজ-মাইকেল জ্যাকসনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে মাদক আসক্তি, কেমন ছিলেন লিসা ? - Lisa Marie Presley marriages

প্রয়াত এলভিস প্রেসলির কন্য়া লিসা মারি প্রেসলি (Lisa Marie Presley death)৷ তাঁর ব্যক্তিগত জীবনও ছিল ভীষণ চর্চিত ৷ মাইকেল জ্যাকসন এবং নিকোলাস কেজের সঙ্গেও সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি (Lisa Marie Presley Michael Jackson relationship )৷ পাশাপাশি আরও দু'বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি ।

Lisa Marie Presley death
সবর্দাই চর্চিত ছিল লিসার ব্যক্তি জীবন
author img

By

Published : Jan 13, 2023, 12:06 PM IST

Updated : Jan 13, 2023, 2:11 PM IST

ওয়াশিংটন, 13 জানুয়ারি: প্রয়াত কিংবদন্তি গায়ক এলভিস প্রেসলির একমাত্র কন্য়া লিসা মারি প্রেসলি ৷ বাবার মতো তিনিও ছিলেন একজন রক সঙ্গীত শিল্পী ৷ বৃহস্পতিবার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর ৷ তাঁর মা প্রিসিলা একটি বিবৃতিতে কন্য়াকে হারানোর কথা জানান (Lisa Marie Presley death)৷

লিসার সঙ্গীত কেরিয়ার যেমন চর্চার বিষয় ছিল তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয় ৷ মাত্র ন'বছর বয়সে বাবাকে হারানো লিসার জীবনের একটি বড় অঙ্গ হয়ে উঠেছিল মাদক ৷ এই মাদকের আকর্ষণ থেকে নিজেকে বাঁচাতে কঠিন লড়াই লড়তে হয়েছিল তাঁকে ৷ এছাড়া তাঁর বিবাহিত জীবনও শিরোনাম হয়েছে একাধিকবার ৷ চারবার দাম্পত্য সম্পর্কে জড়িয়েছেন এলভিস কন্যা ৷ তাঁর বিয়ে হয়েছিল দুই সুপারস্টার মাইকেল জ্যাকসন এবং অভিনেতা নিকোলাস কেজের সঙ্গেও ৷

মাত্র ন'বছর বয়সে বাবাকে হারানোর পর তাঁর জীবনটাই কীভাবে বদলে যায় তা নিয়ে একাধিকবার মনের কথা বলেছেন লিসা ৷ লিসা সংবাদমাধ্যমের কাছে এও দাবি করেছিলেন, তাঁর মায়ের তৎকালীন প্রেমিক তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন ৷ এইসব হাতাশাই হয়তো তাঁকে ধীরে ধীরে মাদকের দিকে ঠেলে দেয় ৷ মাইকেল জ্যাকসনের সঙ্গে লিসা সাতপাকে বাঁধা পড়েন 1994 সালে ৷ এরপর 1995 সালে তাঁকে দেখা যায় মাইকেলের কালজয়ী 'ইউ আর নট অ্য়ালোন' গানেও ৷ কিন্তু তাঁদের এই দাম্পত্য়জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ মাত্র দু'বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয় তারকা জুটির(Lisa Marie Presley Michael Jackson relationship ) ৷

আরও পড়ুন: 'মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি', 54তেই চলে গেলেন কিংবদন্তি কন্যা লিসা

প্রথম স্বামী ড্যানি কিফের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল 1988 সালে ৷ এই বিয়ে অবশ্য় স্থায়ী হয়েছিল 6 বছর ৷ ড্যানি এবং লিসার দুই সন্তান ৷ অভিনেত্রী রাইলি কিফ এবং বেঞ্জামিন স্ট্রোম কিফ ৷ এরপর 1994 সালে মাইকেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় লিসার ৷ সেই সম্পর্ক চলেছিল মাত্র দুবছর ৷ এরপর 2002 সালে তিনি বিয়ের বাঁধনে বাঁধা পড়েন অভিনেতা নিকোলাস কেজের সঙ্গে (Lisa Marie Presley Nicolas Cage relationship )৷ তাঁর সেই সম্পর্কের মেয়াদ ছিল মাত্র 4 মাস ৷ এরপরেই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেতা ৷ 2006 সালে মার্কিন গিটারিস্ট মাইকেল লকউডের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের শুরু ৷ 15 বছরের দীর্ঘ দাম্পত্য় জীবনের পর লিসার এই সম্পর্কটিও গড়ায় বিচ্ছেদের পথেই ৷ আর এবার না-ফেরার দেশে পাড়ি দিলেন লিসা ।

ওয়াশিংটন, 13 জানুয়ারি: প্রয়াত কিংবদন্তি গায়ক এলভিস প্রেসলির একমাত্র কন্য়া লিসা মারি প্রেসলি ৷ বাবার মতো তিনিও ছিলেন একজন রক সঙ্গীত শিল্পী ৷ বৃহস্পতিবার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর ৷ তাঁর মা প্রিসিলা একটি বিবৃতিতে কন্য়াকে হারানোর কথা জানান (Lisa Marie Presley death)৷

লিসার সঙ্গীত কেরিয়ার যেমন চর্চার বিষয় ছিল তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয় ৷ মাত্র ন'বছর বয়সে বাবাকে হারানো লিসার জীবনের একটি বড় অঙ্গ হয়ে উঠেছিল মাদক ৷ এই মাদকের আকর্ষণ থেকে নিজেকে বাঁচাতে কঠিন লড়াই লড়তে হয়েছিল তাঁকে ৷ এছাড়া তাঁর বিবাহিত জীবনও শিরোনাম হয়েছে একাধিকবার ৷ চারবার দাম্পত্য সম্পর্কে জড়িয়েছেন এলভিস কন্যা ৷ তাঁর বিয়ে হয়েছিল দুই সুপারস্টার মাইকেল জ্যাকসন এবং অভিনেতা নিকোলাস কেজের সঙ্গেও ৷

মাত্র ন'বছর বয়সে বাবাকে হারানোর পর তাঁর জীবনটাই কীভাবে বদলে যায় তা নিয়ে একাধিকবার মনের কথা বলেছেন লিসা ৷ লিসা সংবাদমাধ্যমের কাছে এও দাবি করেছিলেন, তাঁর মায়ের তৎকালীন প্রেমিক তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন ৷ এইসব হাতাশাই হয়তো তাঁকে ধীরে ধীরে মাদকের দিকে ঠেলে দেয় ৷ মাইকেল জ্যাকসনের সঙ্গে লিসা সাতপাকে বাঁধা পড়েন 1994 সালে ৷ এরপর 1995 সালে তাঁকে দেখা যায় মাইকেলের কালজয়ী 'ইউ আর নট অ্য়ালোন' গানেও ৷ কিন্তু তাঁদের এই দাম্পত্য়জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ মাত্র দু'বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয় তারকা জুটির(Lisa Marie Presley Michael Jackson relationship ) ৷

আরও পড়ুন: 'মাথার ভিতর ছিল এলভিস প্রেসলি', 54তেই চলে গেলেন কিংবদন্তি কন্যা লিসা

প্রথম স্বামী ড্যানি কিফের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল 1988 সালে ৷ এই বিয়ে অবশ্য় স্থায়ী হয়েছিল 6 বছর ৷ ড্যানি এবং লিসার দুই সন্তান ৷ অভিনেত্রী রাইলি কিফ এবং বেঞ্জামিন স্ট্রোম কিফ ৷ এরপর 1994 সালে মাইকেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় লিসার ৷ সেই সম্পর্ক চলেছিল মাত্র দুবছর ৷ এরপর 2002 সালে তিনি বিয়ের বাঁধনে বাঁধা পড়েন অভিনেতা নিকোলাস কেজের সঙ্গে (Lisa Marie Presley Nicolas Cage relationship )৷ তাঁর সেই সম্পর্কের মেয়াদ ছিল মাত্র 4 মাস ৷ এরপরেই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেতা ৷ 2006 সালে মার্কিন গিটারিস্ট মাইকেল লকউডের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের শুরু ৷ 15 বছরের দীর্ঘ দাম্পত্য় জীবনের পর লিসার এই সম্পর্কটিও গড়ায় বিচ্ছেদের পথেই ৷ আর এবার না-ফেরার দেশে পাড়ি দিলেন লিসা ।

Last Updated : Jan 13, 2023, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.