ETV Bharat / entertainment

Lalit Sushmita Break Up: বদলাল বায়ো আর প্রোফাইল ছবি, ললিত-সুস্মিতার ব্রেকআপ নিয়ে শুরু গুঞ্জন - ললিত সুস্মিতার ব্রেকআপ নিয়ে শুরু হল গুঞ্জন

ললিত-সুস্মিতার ব্রেকআপ নিয়েও শুরু হল গুঞ্জন(Lalit Sushmita Break Up) ৷ কিছুদিন আগেই প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্য়ান ললিত মোদি ৷ এবার ইনস্টা থেকে সুস্মিতার সঙ্গে তোলা তাঁর প্রোফাইল ছবি বদল করলেন এই প্রাক্তন ক্রিকেট প্রশাসক (Lalit Modi and Sushmita Sen relationship )৷

Lalit Sushmita Break Up
ললিত সুস্মিতার ব্রেকআপ নিয়ে শুরু হল গুঞ্জন
author img

By

Published : Sep 6, 2022, 12:41 PM IST

মুম্বই, 6 সেপ্টেম্বর: এখনও তাঁদের সম্পর্ক নিয়েই ঠিকভাবে কোনও উত্তর পাওয়া যায়নি ললিত মোদি বা সুস্মিতা সেনের তরফে ৷ একথা ঠিক যে ললিত খুব উচ্চকিত ভাবেই ঘোষণা করেছেন তাঁর সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা । তবে সুস্মিতা এই নিয়ে কিছুই খুলে বলেননি ৷ এরই মাঝে তাঁদের ব্রেকআপ নিয়েও শুরু হল গুঞ্জন ৷ কিছুদিন আগেই প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্য়ান ললিত মোদি (Lalit Modi and Sushmita Sen relationship )৷ তিনি টুইট করে জানিয়েছিলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়াতে এসেছি । বেটারহাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু(Lalit Modi and Sushmita Sen break up)।’

14 জুলাই ললিত ছবি শেয়ার করেছিলেন সুস্মিতার সঙ্গে(Lalit Modi and Sushmita Sen) ৷ জানিয়েছিলেন সম্পর্কের কথা ৷ এবার তাঁদের বিচ্ছেদ নিয়ে তৈরি হল জল্পনা ৷ কারণ ইনস্টাগ্রাম থেকে সেই প্রোফাইল ছবি বদল করেছেন ললিত ৷ এর আগে বায়োতে তিনি লিখেছিলেন, "অবশেষে আমার ক্রাইম পার্টনারের সঙ্গে একটি নতুন জীবন শুরু করছি । আমার ভালবাসা সুস্মিতা ৷" এখন তিনি যে শুধু সুস্মিতার সঙ্গে তাঁর প্রোফাইল ছবি বদল করেছেন তাই নয় বরং তাঁর বায়ো থেকে সুস্মিতার নামও তিনি সরিয়ে ফেলেছেন ৷

আরও পড়ুন: গুলাবি আঁখে...উদয়পুর সিটি প্যালেস থেকে ট্র্যাডিশনাল লেহেঙ্গায় ভাইরাল ঋতাভরী

তবে এটাই প্রথম নয়, আগেও 2008-10 সাল নাগাদও একবার ললিত মোদির সঙ্গেই নাম জড়িয়েছিল সুস্মিতার(Lalit Modi and Sushmita Sen latest news ) ৷ তবে সেবারও শেষপর্যন্ত এই সম্পর্কের গুঞ্জন শেষমেষ গুঞ্জনেই শেষ হয়ে গিয়েছিল ৷ এরই মাঝে আবার সুস্মিতার পুরোনো বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গেও ঘুরতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ গতবছর ডিসেম্বরেই প্রেমিক রোহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সুস্মিতার ৷ সুস্মিতা এখন দুই সন্তানের মাও বটে ৷ দত্তক নেওয়া এই দুই কন্যার নাম রেনে এবং আলিশা ৷

অন্যদিকে ললিত 1991 সালে মৃণাল সাহানির সঙ্গে নিজের দাম্পত্য় জীবন শুরু করেন ৷ 2018 সালে ক্যানসারে মারা যান মৃণাল ৷ তাঁদের দুই সন্তানের নাম রুচির এবং আলিয়া এছাড়া মৃণালের প্রথমপক্ষেরও এক কন্যা রয়েছে, তার নাম করিমা ৷

মুম্বই, 6 সেপ্টেম্বর: এখনও তাঁদের সম্পর্ক নিয়েই ঠিকভাবে কোনও উত্তর পাওয়া যায়নি ললিত মোদি বা সুস্মিতা সেনের তরফে ৷ একথা ঠিক যে ললিত খুব উচ্চকিত ভাবেই ঘোষণা করেছেন তাঁর সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা । তবে সুস্মিতা এই নিয়ে কিছুই খুলে বলেননি ৷ এরই মাঝে তাঁদের ব্রেকআপ নিয়েও শুরু হল গুঞ্জন ৷ কিছুদিন আগেই প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্য়ান ললিত মোদি (Lalit Modi and Sushmita Sen relationship )৷ তিনি টুইট করে জানিয়েছিলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়াতে এসেছি । বেটারহাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু(Lalit Modi and Sushmita Sen break up)।’

14 জুলাই ললিত ছবি শেয়ার করেছিলেন সুস্মিতার সঙ্গে(Lalit Modi and Sushmita Sen) ৷ জানিয়েছিলেন সম্পর্কের কথা ৷ এবার তাঁদের বিচ্ছেদ নিয়ে তৈরি হল জল্পনা ৷ কারণ ইনস্টাগ্রাম থেকে সেই প্রোফাইল ছবি বদল করেছেন ললিত ৷ এর আগে বায়োতে তিনি লিখেছিলেন, "অবশেষে আমার ক্রাইম পার্টনারের সঙ্গে একটি নতুন জীবন শুরু করছি । আমার ভালবাসা সুস্মিতা ৷" এখন তিনি যে শুধু সুস্মিতার সঙ্গে তাঁর প্রোফাইল ছবি বদল করেছেন তাই নয় বরং তাঁর বায়ো থেকে সুস্মিতার নামও তিনি সরিয়ে ফেলেছেন ৷

আরও পড়ুন: গুলাবি আঁখে...উদয়পুর সিটি প্যালেস থেকে ট্র্যাডিশনাল লেহেঙ্গায় ভাইরাল ঋতাভরী

তবে এটাই প্রথম নয়, আগেও 2008-10 সাল নাগাদও একবার ললিত মোদির সঙ্গেই নাম জড়িয়েছিল সুস্মিতার(Lalit Modi and Sushmita Sen latest news ) ৷ তবে সেবারও শেষপর্যন্ত এই সম্পর্কের গুঞ্জন শেষমেষ গুঞ্জনেই শেষ হয়ে গিয়েছিল ৷ এরই মাঝে আবার সুস্মিতার পুরোনো বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গেও ঘুরতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ গতবছর ডিসেম্বরেই প্রেমিক রোহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সুস্মিতার ৷ সুস্মিতা এখন দুই সন্তানের মাও বটে ৷ দত্তক নেওয়া এই দুই কন্যার নাম রেনে এবং আলিশা ৷

অন্যদিকে ললিত 1991 সালে মৃণাল সাহানির সঙ্গে নিজের দাম্পত্য় জীবন শুরু করেন ৷ 2018 সালে ক্যানসারে মারা যান মৃণাল ৷ তাঁদের দুই সন্তানের নাম রুচির এবং আলিয়া এছাড়া মৃণালের প্রথমপক্ষেরও এক কন্যা রয়েছে, তার নাম করিমা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.