লস ভেগাস, 5 মে : 'টপ গান: ম্যাভেরিক' তারকা টম ক্রুজের সঙ্গে নিজের নতুন ছবি পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুলে দিলেন মার্কিন পপস্টার লেডি গাগা ৷ রবিবার রাতে লস ভেগাসের এমজিএম পার্কের কাছে রিসর্টের ডলবি লাইভ অ্যাম্ফিথিয়েটারে পারফর্ম করছিলেন এই আমেরিকান গায়িকা ৷ সেসময় সেখানে আসেন টম ৷ এই ঘটনায় ভীষণ খুশি গাগা ৷
এরপর ব্যাক স্টেজে দাঁড়িয়ে টমের সঙ্গে তাঁর কথপোকথন এবং চুম্বনের কয়েকটি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন তিনি (Lady Gaga kisses Tom Cruise) ৷ ক্যাপশনে গাগা লেখেন, "গত রাতে শোতে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি বন্ধু টম ক্রুজ ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ
গাগা এর আগেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, "যখন আমি টপ গান : ম্যাভেরিক-এর জন্য গান লিখেছিলাম, তখনও আমি বুঝতে পারিনি যে বিভিন্ন স্তরে এটা এই চলচ্চিত্রের হৃদয়ে, আমার নিজের মানসিকতা এবং যে বিশ্বপ্রকতিতে বসবাস করছি, তার সমস্তটা জুড়ে ছড়িয়ে রয়েছে । আমি এটার উপর বছরের পর বছর ধরে কাজ করছি, এটাকে নিখুঁত করছি এবং আমাদের করার চেষ্টা করছি ৷" তিনি আরও জানিয়েছিলেন, 'টপ গান : ম্যাভেরিক'-এর এই 'হোল্ড মাই হ্যান্ড' গানটির জন্য় তিনি ভীষণ কৃতজ্ঞ টমের কাছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">