ETV Bharat / entertainment

Lady Gaga Tom Cruise Viral Pic : টম ক্রুজের সঙ্গে চুম্বনের ছবি শেয়ার করে ঝড় তুললেন পপস্টার লেডি গাগা - lady gaga swaps kisses with tom cruise shares pics on instagram

টম ক্রুজের সঙ্গে চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঝড় তুলে দিলেন মার্কিন পপস্টার লেডি গাগা (Lady Gaga Kisses Tom Cruise )৷

Lady Gaga Tom Cruise Viral Pic
টম ক্রুজের সঙ্গে চুম্বনের ছবি শেয়ার করে নেট পাড়ায় পপ স্টার লেডি গাগা
author img

By

Published : May 5, 2022, 11:31 AM IST

লস ভেগাস, 5 মে : 'টপ গান: ম্যাভেরিক' তারকা টম ক্রুজের সঙ্গে নিজের নতুন ছবি পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুলে দিলেন মার্কিন পপস্টার লেডি গাগা ৷ রবিবার রাতে লস ভেগাসের এমজিএম পার্কের কাছে রিসর্টের ডলবি লাইভ অ্যাম্ফিথিয়েটারে পারফর্ম করছিলেন এই আমেরিকান গায়িকা ৷ সেসময় সেখানে আসেন টম ৷ এই ঘটনায় ভীষণ খুশি গাগা ৷

এরপর ব্যাক স্টেজে দাঁড়িয়ে টমের সঙ্গে তাঁর কথপোকথন এবং চুম্বনের কয়েকটি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন তিনি (Lady Gaga kisses Tom Cruise) ৷ ক্যাপশনে গাগা লেখেন, "গত রাতে শোতে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি বন্ধু টম ক্রুজ ৷"

আরও পড়ুন: বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ

গাগা এর আগেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, "যখন আমি টপ গান : ম্যাভেরিক-এর জন্য গান লিখেছিলাম, তখনও আমি বুঝতে পারিনি যে বিভিন্ন স্তরে এটা এই চলচ্চিত্রের হৃদয়ে, আমার নিজের মানসিকতা এবং যে বিশ্বপ্রকতিতে বসবাস করছি, তার সমস্তটা জুড়ে ছড়িয়ে রয়েছে । আমি এটার উপর বছরের পর বছর ধরে কাজ করছি, এটাকে নিখুঁত করছি এবং আমাদের করার চেষ্টা করছি ৷" তিনি আরও জানিয়েছিলেন, 'টপ গান : ম্যাভেরিক'-এর এই 'হোল্ড মাই হ্যান্ড' গানটির জন্য় তিনি ভীষণ কৃতজ্ঞ টমের কাছে ৷

লস ভেগাস, 5 মে : 'টপ গান: ম্যাভেরিক' তারকা টম ক্রুজের সঙ্গে নিজের নতুন ছবি পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুলে দিলেন মার্কিন পপস্টার লেডি গাগা ৷ রবিবার রাতে লস ভেগাসের এমজিএম পার্কের কাছে রিসর্টের ডলবি লাইভ অ্যাম্ফিথিয়েটারে পারফর্ম করছিলেন এই আমেরিকান গায়িকা ৷ সেসময় সেখানে আসেন টম ৷ এই ঘটনায় ভীষণ খুশি গাগা ৷

এরপর ব্যাক স্টেজে দাঁড়িয়ে টমের সঙ্গে তাঁর কথপোকথন এবং চুম্বনের কয়েকটি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন তিনি (Lady Gaga kisses Tom Cruise) ৷ ক্যাপশনে গাগা লেখেন, "গত রাতে শোতে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি বন্ধু টম ক্রুজ ৷"

আরও পড়ুন: বিগ বসের বিবাদ ভুলে ফের এক ছাদের তলায় ঋ-জয়জিৎ

গাগা এর আগেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, "যখন আমি টপ গান : ম্যাভেরিক-এর জন্য গান লিখেছিলাম, তখনও আমি বুঝতে পারিনি যে বিভিন্ন স্তরে এটা এই চলচ্চিত্রের হৃদয়ে, আমার নিজের মানসিকতা এবং যে বিশ্বপ্রকতিতে বসবাস করছি, তার সমস্তটা জুড়ে ছড়িয়ে রয়েছে । আমি এটার উপর বছরের পর বছর ধরে কাজ করছি, এটাকে নিখুঁত করছি এবং আমাদের করার চেষ্টা করছি ৷" তিনি আরও জানিয়েছিলেন, 'টপ গান : ম্যাভেরিক'-এর এই 'হোল্ড মাই হ্যান্ড' গানটির জন্য় তিনি ভীষণ কৃতজ্ঞ টমের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.