কলকাতা, 11 জুন : সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি 'সোনার কেল্লা'র সিক্যুয়েল এবার আসছে বড় পর্দায় । আর তার পরিচালনার দায়িত্বে থাকছেন পর্দার মুকুল অর্থাৎ কুশল চক্রবর্তী । ছবির নাম 'সোনার কেল্লার সন্ধানে: আ হান্ট আফটার ফরটি ইয়ার্স’ । অভিনেতা এবার পরিচালকের ভূমিকায় । নিয়ে আসছেন এক অজানা রহস্যের সন্ধান । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবর দিয়েছেন কুশল স্বয়ং । তিনি লিখেছেন "আমি সোনার কেল্লার সিক্যুয়েল বানাতে চলেছি । সন্দীপদা অনুমতি দিয়েছেন ।" চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে সত্যজিৎ রায়ের চরিত্রদের পুরষ্কৃত করা হয় উৎসব কর্তৃপক্ষের তরফে। সেদিন পুরষ্কৃত হন 'সোনার কেল্লা'র মুকুল অর্থাৎ কুশল চক্রবর্তীও (Kushal Chakraborty Directional Sonar Kellar Sandhane is Coming Soon)।
সেদিনই তিনি বলেন, "জয়সলমীরে ২০১৬ সালে সন্দীপদার সঙ্গে একটা কাজ করতে গিয়েছিলাম । সেখানে পৌঁছনোর পর আমাকে অনেকে ফুল দিতে ছুটে এসেছিল । আমি বলেছিলাম কেন ? তখন ওরা বলেছিল, এই 45 বছর ধরে তো শুধু আপনাকেই চিনি । আর সত্যজিৎ রায়কে চিনি । উনিই আমাদের বেঁচে থাকার রসদ । ওঁদের কথায়, সত্যজিৎ রায় হলেন আমাদের ভাস্কো-দা-গামা । আমাদের আবিষ্কার করে বাঁচিয়ে রেখেছেন উনি ।"
অভিনেতা আরও বলেন, "জয়সলমীরে গিয়ে দেখি মুকুলের নামে বাড়ি, মুকুলের নামে দোকান । ওখানকার লোকেরা এখনও আমাকে মুকুল বলেই চেনে ।"সেদিনই অভিনেতা ঠিক করেন 'সোনার কেল্লা'র সিক্যুয়েল বানাবেন । পেয়েছেন সন্দীপ রায়ের অনুমতিও ।
এই ছবিতে অবশ্য় ফেলুদাকে পাবে না দর্শক । তবে প্রত্যুষ মিত্র নামে একটি চরিত্র থাকবে সেখানে । প্রত্যুষ মিত্র এবং প্রদোষ মিত্রর সঙ্গে চরিত্রের কোনও মিল থাকবে কি না, তা নিয়ে অভিনেতা-পরিচালক মুখ খুলতে নারাজ । থ্রিলার ফরম্যাটে তৈরি হবে এই ছবি । প্রেক্ষাপট আলাউদ্দিন খিলজির শাসনকাল । রহস্য দানা বাঁধবে জয়সলমীরের বুকেই । থাকবে জাতিস্মরের গল্পও ।
আরও পড়ুন : 'কাঁচা বাদাম' বিকোলেও বিকোল না 'চিনে বাদাম', প্রথম দিনে ঘরে এল না এক লাখও
ছবির গল্পে মুকুল এবং তাঁর ছেলে বিরাজ করবে । ছেলের চরিত্রে কে তাও জানা যায়নি এখনও । মুকুলের চরিত্রে থাকবেন কুশল স্বয়ং । এই ছবিতে তিনটি প্রধান চরিত্র থাকবে । তার মধ্যে রহস্যময় একটি চরিত্রে রাজেশ শর্মার কথা ভেবে রেখেছেন কুশল । এখনও পর্যন্ত কে বা কারা কোন কোন চরিত্রে থাকবেন তা নিয়ে মুখ খোলেননি পরিচালক । আপাতত সোশ্যালে প্রযোজকের খোঁজ করছেন তিনি । এসভিএফ হলেও মন্দ হয় না বলে লিখেছেন তিনি ।