ETV Bharat / entertainment

Shanon New Film: অভিনয়ে অভিষেক কুমার শানু কন্যার, মুক্তি পেল ছবির প্রথম ঝলক - Shanon New Film

অভিনয়ে পা রাখছেন কুমার শানুর কন্যা শ্য়ানন ৷ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাঁর ছবি 'চল জিন্দেগী' ৷

Shanon New Film
গানে তিনি বিখ্যাত আগেই এবার অভিনয়ে পা রাখছেন কুমার শানুর কন্যা শ্য়ানন
author img

By

Published : Apr 3, 2023, 6:48 PM IST

মুম্বই, 3 এপ্রিল: বাবার মতোই বিনোদনের দুনিয়াকেই বেছে নিলেন কুমার শানুর কন্য়া শ্য়ানন ৷ গানের সঙ্গে সঙ্গে এবার তিনি পা রাখছেন অভিনয়েও ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে শ্য়াননের নতুন ছবির কিছু ঝলক ৷ ভিভান প্রোডাকশনসের এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিবেক শর্মা ৷ এই ছবিতে শ্য়ানন ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, মিতা বশিষ্ট এবং বিক্রম সিংহের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ফার্স্ট লুক দেখেই বোঝা যায়, এই ছবির গল্প গড়ে উঠতে চলেছে 'রোড ট্রিপ'কে কেন্দ্র করে ৷ ছবির নামেও রয়েছে ঘর ছাড়ার ডাক ৷

শ্য়ানন অভিনীত এই ছবির নাম 'চল জিন্দেগী' ৷ ছবির প্রথম ঝলক হিসাবে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি তাতে তাঁকে দেখা গিয়েছে বাইক নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়তে ৷ এই রোড ট্রিপে রয়েছে তার সঙ্গীরাও ৷ 'চল জিন্দেগী' ঠিক কী ধরনের গল্প বলবে তার জানতে আরও কিছুদিন অপেক্ষা ছাড়া গতি নেই ৷ শুধু শ্যানন নয় এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে আরও এক অভিনেতার ৷ ছোট পর্দার জনপ্রিয় মুখ বিবেক দাহিয়ারও বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই ছবির হাত ধরে ৷

ছবিটি কবে পর্দায় আসছে তা অবশ্য় জানা যায়নি ৷ এই ছবিতে শুধু যে অভিনয় করেছেন শ্য়ানন তা কিন্তু নয় ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট অনুযায়ী এই ছবিতে বাবার সঙ্গে গানও গেয়েছেন তিনি ৷ শ্যানন কিন্তু গায়িকা হিসেবে আগে থেকেই বেশ পরিচিত মুখ ৷ তবে তিনি কাজ করেছেন মূলত লস অ্যাঞ্জেলসে ৷

তাঁর জনপ্রিয়তার আভাস তাঁর ইনস্টা ফলোয়ারের সংখ্য়া দেখলেই বোঝা হয় ৷ প্রায় 34 লক্ষেরও বেশি মানুষ শানু কন্যাকে ফলো করেন ইনস্টাগ্রামেই ৷ এর আগেও বাবার সঙ্গে মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন শ্য়ানন ৷ তাঁদের সেই ভিডিয়োটির নাম ছিল 'ইটস মিউজিক্যাল' ৷ লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছেন শ্য়ানন ৷ সঙ্গীতে জগতে তো এখন তিনি এক পরিচিত নাম ৷ এখন তিনি অভিনয়ে কী করেন সেটাই দেখার ৷

আরও পড়ুন: শ্রীবল্লীকে এবার অন্য়ভাবে চিনবেন ফ্যানেরা, মুক্তি পেল রশ্মিকার 'রেনবো' ছবির পোস্টার

মুম্বই, 3 এপ্রিল: বাবার মতোই বিনোদনের দুনিয়াকেই বেছে নিলেন কুমার শানুর কন্য়া শ্য়ানন ৷ গানের সঙ্গে সঙ্গে এবার তিনি পা রাখছেন অভিনয়েও ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে শ্য়াননের নতুন ছবির কিছু ঝলক ৷ ভিভান প্রোডাকশনসের এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিবেক শর্মা ৷ এই ছবিতে শ্য়ানন ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, মিতা বশিষ্ট এবং বিক্রম সিংহের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ ফার্স্ট লুক দেখেই বোঝা যায়, এই ছবির গল্প গড়ে উঠতে চলেছে 'রোড ট্রিপ'কে কেন্দ্র করে ৷ ছবির নামেও রয়েছে ঘর ছাড়ার ডাক ৷

শ্য়ানন অভিনীত এই ছবির নাম 'চল জিন্দেগী' ৷ ছবির প্রথম ঝলক হিসাবে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি তাতে তাঁকে দেখা গিয়েছে বাইক নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়তে ৷ এই রোড ট্রিপে রয়েছে তার সঙ্গীরাও ৷ 'চল জিন্দেগী' ঠিক কী ধরনের গল্প বলবে তার জানতে আরও কিছুদিন অপেক্ষা ছাড়া গতি নেই ৷ শুধু শ্যানন নয় এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে আরও এক অভিনেতার ৷ ছোট পর্দার জনপ্রিয় মুখ বিবেক দাহিয়ারও বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই ছবির হাত ধরে ৷

ছবিটি কবে পর্দায় আসছে তা অবশ্য় জানা যায়নি ৷ এই ছবিতে শুধু যে অভিনয় করেছেন শ্য়ানন তা কিন্তু নয় ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট অনুযায়ী এই ছবিতে বাবার সঙ্গে গানও গেয়েছেন তিনি ৷ শ্যানন কিন্তু গায়িকা হিসেবে আগে থেকেই বেশ পরিচিত মুখ ৷ তবে তিনি কাজ করেছেন মূলত লস অ্যাঞ্জেলসে ৷

তাঁর জনপ্রিয়তার আভাস তাঁর ইনস্টা ফলোয়ারের সংখ্য়া দেখলেই বোঝা হয় ৷ প্রায় 34 লক্ষেরও বেশি মানুষ শানু কন্যাকে ফলো করেন ইনস্টাগ্রামেই ৷ এর আগেও বাবার সঙ্গে মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন শ্য়ানন ৷ তাঁদের সেই ভিডিয়োটির নাম ছিল 'ইটস মিউজিক্যাল' ৷ লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছেন শ্য়ানন ৷ সঙ্গীতে জগতে তো এখন তিনি এক পরিচিত নাম ৷ এখন তিনি অভিনয়ে কী করেন সেটাই দেখার ৷

আরও পড়ুন: শ্রীবল্লীকে এবার অন্য়ভাবে চিনবেন ফ্যানেরা, মুক্তি পেল রশ্মিকার 'রেনবো' ছবির পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.