ETV Bharat / entertainment

Palan First Look : প্রবীণ অঞ্জন-মমতার কেমিস্ট্রি এবার পর্দায়, সামনে এল 'ফার্স্ট লুক'

কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে ছবিকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly Upcoming film Palan)৷ এবার সামনে এল ছবির প্রথম লুক ৷

author img

By

Published : May 23, 2022, 4:40 PM IST

Palan First Look
প্রবীণ অঞ্জন-মমতার কেমিস্ট্রি এবার পর্দায়, সামনে এল ফার্স্ট লুক

কলকাতা, 23 মে : শতবর্ষে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে ছবিকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly Upcoming film Palan)৷ প্রয়াত পরিচালকের অপূর্ব সৃষ্টি 'খারিজ' ছবির চরিত্ররাই এই ছবিতেও থাকছেন মুখ্য় ভূমিকায় ৷ সেই একই অভিনেতাদেরও ব্যবহার করেছেন কৌশিক ৷ তাই এই ছবিতেও দেখা যাবে অঞ্জন দত্ত এবং মমতা শংকরকে ৷ ছবিতে আরও রয়েছেন শ্রীলা মজুমদার, দেবপ্রতীম দাশগুপ্ত-সহ আরও অনেকে ৷

কৌশিক আগেও জানিয়েছিলেন, 'খারিজ' দেখা মাত্রই তাঁকে মুগ্ধ করেছিল 1982 সালের সেই ছবি ৷ আর তাই আজও কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধা জানাতে তাঁর তৈরি গল্পের চরিত্রগুলিকেই বেছে নিয়েছেন তিনি ৷ এবার সামনে এল ছবির প্রথম লুক ৷ ছবির প্রথম পোস্টারে একদিকে দেখা যায় অঞ্জন মমতার কম বয়সের ছবি আর একদিকে রয়েছে তাঁদের আজেকের লুক ৷ পরিচালক আগেই আমাদের জানিয়েছিলেন, পালান নামের কোনও চরিত্র ছবিতে থাকছে না ৷ তবে অভিনেতাদের আসল নামই ব্যবহার করা হচ্ছে ঠিক যেমন করেছিলেন মৃণাল ৷

Palan First Look
সামনে এল ছবির প্রথম লুক

আরও পড়ুন : 'আয় খুকু আয়' ছবিতে বুম্বার অভিনয়ে মুগ্ধ বিগ বি, জানালেন শুভেচ্ছা

ছবি নিয়ে উৎসাহ ইতিমধ্য়েই চরমে উঠেছে ৷ ছবির প্রথম লুক দেখেও আশা জাগে নতুন ধরণের একটি জার্নির মধ্যে ঢুকে পড়ার ৷ শতবর্ষে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে অবশ্য শুধুমাত্র এই একটি ছবি নয় তৈরি হচ্ছে আরও দুটি সিনেমা ৷ মৃণালের জীবন থেকে অনুপ্রাণিত ছবি 'পদাতিক' নির্মাণে হাত লাগিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

আর অন্যদিকে পরিচালক অঞ্জন দত্ত তো নিজেই কাজ করেছেন মৃণাল সেনের সঙ্গে ৷ তিনিও খুব ব্যক্তিগত একটি ফিচার ফিল্ম বানাতে চলেছেন এই বিষয়ের ওপর ভিত্তি করে ৷ অর্থাৎ তিন রকমভাবে তিন পরিচালক শ্রদ্ধা জানাবেন তাঁদেরই এক কিংবদন্তি পূর্বসূরিকে ৷

কলকাতা, 23 মে : শতবর্ষে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে ছবিকেই মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly Upcoming film Palan)৷ প্রয়াত পরিচালকের অপূর্ব সৃষ্টি 'খারিজ' ছবির চরিত্ররাই এই ছবিতেও থাকছেন মুখ্য় ভূমিকায় ৷ সেই একই অভিনেতাদেরও ব্যবহার করেছেন কৌশিক ৷ তাই এই ছবিতেও দেখা যাবে অঞ্জন দত্ত এবং মমতা শংকরকে ৷ ছবিতে আরও রয়েছেন শ্রীলা মজুমদার, দেবপ্রতীম দাশগুপ্ত-সহ আরও অনেকে ৷

কৌশিক আগেও জানিয়েছিলেন, 'খারিজ' দেখা মাত্রই তাঁকে মুগ্ধ করেছিল 1982 সালের সেই ছবি ৷ আর তাই আজও কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধা জানাতে তাঁর তৈরি গল্পের চরিত্রগুলিকেই বেছে নিয়েছেন তিনি ৷ এবার সামনে এল ছবির প্রথম লুক ৷ ছবির প্রথম পোস্টারে একদিকে দেখা যায় অঞ্জন মমতার কম বয়সের ছবি আর একদিকে রয়েছে তাঁদের আজেকের লুক ৷ পরিচালক আগেই আমাদের জানিয়েছিলেন, পালান নামের কোনও চরিত্র ছবিতে থাকছে না ৷ তবে অভিনেতাদের আসল নামই ব্যবহার করা হচ্ছে ঠিক যেমন করেছিলেন মৃণাল ৷

Palan First Look
সামনে এল ছবির প্রথম লুক

আরও পড়ুন : 'আয় খুকু আয়' ছবিতে বুম্বার অভিনয়ে মুগ্ধ বিগ বি, জানালেন শুভেচ্ছা

ছবি নিয়ে উৎসাহ ইতিমধ্য়েই চরমে উঠেছে ৷ ছবির প্রথম লুক দেখেও আশা জাগে নতুন ধরণের একটি জার্নির মধ্যে ঢুকে পড়ার ৷ শতবর্ষে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে অবশ্য শুধুমাত্র এই একটি ছবি নয় তৈরি হচ্ছে আরও দুটি সিনেমা ৷ মৃণালের জীবন থেকে অনুপ্রাণিত ছবি 'পদাতিক' নির্মাণে হাত লাগিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

আর অন্যদিকে পরিচালক অঞ্জন দত্ত তো নিজেই কাজ করেছেন মৃণাল সেনের সঙ্গে ৷ তিনিও খুব ব্যক্তিগত একটি ফিচার ফিল্ম বানাতে চলেছেন এই বিষয়ের ওপর ভিত্তি করে ৷ অর্থাৎ তিন রকমভাবে তিন পরিচালক শ্রদ্ধা জানাবেন তাঁদেরই এক কিংবদন্তি পূর্বসূরিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.