কলকাতা, 5 অগস্ট: 11 অগস্ট ওটিটি-তে আসছে নয়া ওয়েব সিরিজ 'আবার প্রলয়'। আজ থেকে ঠিক দশ বছর আগে 2013 সালের 9 অগস্ট বড় পর্দায় 'প্রলয়' ছবিটি এনেছিলেন রাজ । জনপ্রিয়তার শিখরে পৌঁছয় সেই ছবি । এরপর ফের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার অনিমেষ দত্তকে দেখতে চায় দর্শক । দর্শকের চাওয়াকে পাওয়ায় পরিণত করার কাজটা সেরে ফেলেছেন রাজ । এবার অপেক্ষা শুভদিনের । সিরিজে রয়েছেন টলিপাড়ার একগুচ্ছ অভিনেত্রী ৷ পরিচালক রাজে কেমন মজেছেন তাঁরা, ছবি ঘিরে শুক্রবার আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এসে সে কথাই জানালেন কৌশানি-সোহিনীরা ৷
শাশ্বত, গৌরব ছাড়াও রয়েছেন সিরিজে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবাশিস মণ্ডল, লোকনাথ দাস, শ্যামাশিস পাহাড়ি। অভিনয় করেছেন বিধানসভার সদস্য পার্থ ভৌমিক। এদিন জুনিয়র আর্টিস্টদের কাজের প্রশংসা করেন রাজ চক্রবর্তী । তিনি বলেন, "ওরাই আগামীর স্টার।"
এদিকে রাজ দা'কে তাঁর জন্মদাতা মনে করেন কৌশানি ৷ সায়নী মনে করেন, রাজ দা যথার্থই স্টার মেকার। জুন মালিয়াও রাজের কাজের ভূয়সী প্রশংসা করেন এদিন । রাজের ভক্ত হয়ে পড়েছেন বিদেশিনী অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরও । অন্যদিকে সোহিনী সেনগুপ্ত বলেন, "রাজের সঙ্গে সেদিক থেকে দেখতে গেলে প্রথম কাজ । অনেকে বলে ও চেঁচায় কাজের সময়ে ৷ প্রায়শই রাজ নাকি মেজাজ হারায় । আমি বলব ওটা ওর প্যাশনের বহিঃপ্রকাশ ।"
আরও পড়ুন: শাহরুখ থেকে যীশু! নায়ক বদলেছে; 'নায়িকা সংবাদ' আজও শিরোনামে
রাজের কণ্ঠেও ছিল তৃপ্তির সুর। কারণ একটাই অনিমেষ দত্ত এবারে আরও বেশি মারকুটে । তার মুখের তুলনায় হাত বেশি চলে। এবার রয়েছে আরও অনেক বেশি অ্যাকশন । অনিমেষ দত্ত বাইরে অ্যাকশন করলেও বাড়িতে বউয়ের কাছে সে ভিজে বেড়াল । ওদিকে নারী পাচারকারীর দলের পাণ্ডার চরিত্রে আছেন গৌরব চক্রবর্তী । এই গৌরবকে চেনা দায় সিরিজে । ট্রেলার দেখেই বোঝা গিয়েছে, বেশ মারকুটে ছবি টানটান রহস্য নিয়ে দর্শকের দরবারে হাজির হতে চলেছেন রাজ চক্রবর্তী ৷ এবার কেমন হবে সেই সিরিজ বলবেন তারাই ৷