ETV Bharat / entertainment

The Diary of West Bengal: পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের - Sanoj Mishra

পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টার অভিযোগে 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'-এর পরিচালককে কলকাতা পুলিশের নোটিশ ৷ 30 মে পরিচালক সনোজ মিশ্রাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

The Diary of West Bengal
ছবির পরিচালক সনোজকে তলব লালবাজারের
author img

By

Published : May 26, 2023, 12:03 PM IST

Updated : May 26, 2023, 2:25 PM IST

কলকাতা, 26 মে : 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ৷ পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, এই অভিযোগে কলকাতা পুলিশ নোটিশ জারি করেছে ছবির পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির 41এ ধারায় পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ আগামী 30 মে আর্মহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে হাজির হতে বলা হয়েছে ৷

  • Maharashtra | West Bengal Police issues notice to the director of the Hindi film "The Diary of West Bengal", alleging that the director is trying to defame Bengal with this film.

    Presented by Wasim Rizvi Films, The Diary of West Bengal is produced by Jitendra Narayan Singh and…

    — ANI (@ANI) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সকালে সংবাদ সংস্থা এএনআই এই তথ্য সামনে এনেছে ৷ 8 এপ্রিল এই ছবির ট্রেলার সামনে আসে ৷ জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগি প্রযোজিত এই ছবি ঘিরে এবার তৎপর লালবাজার ৷ কিছুদিন আগেই দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ 'আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে' ছবিটির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার ৷ পরে নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গেও ছবিটি দেখানোর অনুমতি দেয় ৷ এবার 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ঘিরে নয়া বিতর্ক৷

  • Director Sanoj Mishra has been served a notice under Section 41A of the CrPC for questioning on May 30 at Amherst Street PS in West Bengal. FIR has been registered under various sections of IPC, IT Act and Cinematography Act regarding this film.

    — ANI (@ANI) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রেলারটি সোশাল মিডিয়ায় আসতেই প্রায় আড়াই লাখ দর্শক দেখে ফেলেছেন এটি ৷ ট্রেলারে বলা হয়েছে, স্বাধীনতা লাভের আগেও ভারতের গর্ব ছিল কলকাতা তথা বাংলা ৷ সেখানে নানান ঋষি, মণীষি জন্মগ্রহণ করেছেন ৷ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ কিন্তু বর্তমানে সেই বাংলা জ্বলছে ৷ ভোটের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ বাংলা এখন হয়ে উঠেছে 'দ্বিতীয় কাশ্মীর' ৷ বলা ভাল কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি বাংলার ৷ ট্রেলারে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু, এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শ্রীকান্ত রায়ের স্মৃতিতে ডুব বুম্বাদার, শেয়ার করলেন লুক টেস্টের স্মৃতি

শুধু তাই নয়, বিতর্কের সূত্রপাত আরও একটি বিষয় নিয়ে ৷ ট্রেলারের শুরুতেই বলা হয়েছে, "এই ছবি বা ট্রেলারে দেখানো সমস্ত বিষয় সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ৷ কোনও জাতি-ধর্মের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই ছবি তৈরি নয় ৷ ছবির তৈরির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা ৷ কোনও ব্যক্তি বিশেষের ভাবাবেগেও আঘাত করা উদ্দেশ্য নয় এই ছবির ৷" প্রসঙ্গত, ছবির ট্রেলারে একদিকে যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হিন্দুত্ববাদকেও তুলে ধরা হয়েছে ৷

কলকাতা, 26 মে : 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র পর নয়া বিতর্কের নাম 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ৷ পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, এই অভিযোগে কলকাতা পুলিশ নোটিশ জারি করেছে ছবির পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে ৷ ভারতীয় দণ্ডবিধির 41এ ধারায় পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর ৷ আগামী 30 মে আর্মহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে হাজির হতে বলা হয়েছে ৷

  • Maharashtra | West Bengal Police issues notice to the director of the Hindi film "The Diary of West Bengal", alleging that the director is trying to defame Bengal with this film.

    Presented by Wasim Rizvi Films, The Diary of West Bengal is produced by Jitendra Narayan Singh and…

    — ANI (@ANI) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার সকালে সংবাদ সংস্থা এএনআই এই তথ্য সামনে এনেছে ৷ 8 এপ্রিল এই ছবির ট্রেলার সামনে আসে ৷ জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগি প্রযোজিত এই ছবি ঘিরে এবার তৎপর লালবাজার ৷ কিছুদিন আগেই দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ 'আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে' ছবিটির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার ৷ পরে নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গেও ছবিটি দেখানোর অনুমতি দেয় ৷ এবার 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ঘিরে নয়া বিতর্ক৷

  • Director Sanoj Mishra has been served a notice under Section 41A of the CrPC for questioning on May 30 at Amherst Street PS in West Bengal. FIR has been registered under various sections of IPC, IT Act and Cinematography Act regarding this film.

    — ANI (@ANI) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ট্রেলারটি সোশাল মিডিয়ায় আসতেই প্রায় আড়াই লাখ দর্শক দেখে ফেলেছেন এটি ৷ ট্রেলারে বলা হয়েছে, স্বাধীনতা লাভের আগেও ভারতের গর্ব ছিল কলকাতা তথা বাংলা ৷ সেখানে নানান ঋষি, মণীষি জন্মগ্রহণ করেছেন ৷ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ কিন্তু বর্তমানে সেই বাংলা জ্বলছে ৷ ভোটের রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হয়েছে ৷ বাংলা এখন হয়ে উঠেছে 'দ্বিতীয় কাশ্মীর' ৷ বলা ভাল কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি বাংলার ৷ ট্রেলারে উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু, এনআরসি-র মতো বিতর্কিত বিষয়ও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: শ্রীকান্ত রায়ের স্মৃতিতে ডুব বুম্বাদার, শেয়ার করলেন লুক টেস্টের স্মৃতি

শুধু তাই নয়, বিতর্কের সূত্রপাত আরও একটি বিষয় নিয়ে ৷ ট্রেলারের শুরুতেই বলা হয়েছে, "এই ছবি বা ট্রেলারে দেখানো সমস্ত বিষয় সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ৷ কোনও জাতি-ধর্মের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্যে এই ছবি তৈরি নয় ৷ ছবির তৈরির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা ৷ কোনও ব্যক্তি বিশেষের ভাবাবেগেও আঘাত করা উদ্দেশ্য নয় এই ছবির ৷" প্রসঙ্গত, ছবির ট্রেলারে একদিকে যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হিন্দুত্ববাদকেও তুলে ধরা হয়েছে ৷

Last Updated : May 26, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.