কলকাতা, 24 নভেম্বর: আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 28তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kolkata International Film Festival)। এবার এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চনও । প্রতিবছরই দেশের বহু বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতারা আসেন এই অনুষ্ঠানে ৷ দেশ-বিদেশের নানান ছবিতে জমে ওঠে উৎসব (Kolkata International Film Festival will start from December 15)৷
এর আগে 27তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' হয়েছিল গত এপ্রিল মাসে (KIFF 2022) ৷ উল্লেখ্য, 71টি দেশ থেকে মোট 1698টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে । তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হয়েছিল 163টি ছবি । যার মধ্যে ছিল 46টি বিদেশি ছবি, 104টি ফিচার ফিল্ম, 59টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম । সাতদিন ব্যাপী চলা এই উৎসবে 10টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল 41টি দেশের এই সমস্ত ছবিগুলি । শুধু তাই নয়, কিংবদন্তি সত্য়জিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ছবি দিয়েই শুরু হয়েছিল উৎসবের যাত্রা ৷ এবার কতকগুলি ছবি দেখানো হবে তা অবশ্য এখনও জানা যায়নি ৷
-
Kolkata International Film Festival to begin on 15th December and will continue till 22nd December. Actor Amitabh Bachchan, along with his wife Jaya Bachchan, will attend the inaugural ceremony.
— ANI (@ANI) November 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kolkata International Film Festival to begin on 15th December and will continue till 22nd December. Actor Amitabh Bachchan, along with his wife Jaya Bachchan, will attend the inaugural ceremony.
— ANI (@ANI) November 24, 2022Kolkata International Film Festival to begin on 15th December and will continue till 22nd December. Actor Amitabh Bachchan, along with his wife Jaya Bachchan, will attend the inaugural ceremony.
— ANI (@ANI) November 24, 2022
আরও পড়ুন: টেলিভিশনে কটাক্ষের শিকার স্থূলকায় মেয়েরা, আলাপচারিতায় সঙ্ঘশ্রী-অরিজিতা
গতবারের মতো এই বছরও কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে উৎসাহ তুঙ্গে ৷ তবে এবার কোন কোন কিংবদন্তিকে শ্রদ্ধা জানাবে কলকাতা ? উৎসবে ঠিক কতগুলি ছবি থাকছে ? কিছুই জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে । তবে পরিচালকদের জন্য ইতিমধ্য়েই ছবি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ দু'মাস আগে থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷