কলকাতা, 9 অগস্ট: মুক্তি পেল পাভেল পরিচালিত বাংলা ছবি 'কলকাতা চলন্তিকা'-র প্রথম গান 'গীতবিতানের দিব্যি' (Kolkata Chalantika Movie's First Song Released)। সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালোবাসার ছোঁয়ায় তৈরি এই গান। পাভেলের এই ছবিতে অভিনয় করেছেন ঈশা সাহা, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, শতাব্দী চক্রবর্তী-সহ আরও অনেকে ৷
গান প্রকাশে এসে পরিচালক পাভেল বলেন, "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে, বিভিন্ন অলি-গলি থেকে রাজপথে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। আর তাতে সব ওলট-পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরতে শুরু করে। আর এই গানে শহরের প্রত্যেকটা স্পন্দনের হিসেব রয়েছে।"
উল্লেখ্য, অপরাজিতা আঢ্য এই ছবিতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রে তাঁর জীবনেও প্রেম রয়েছে। অন্যদিকে, দিতিপ্রিয়া আর কিরণ দত্তর না বলা ভালোবাসা দর্শককে ভাবাবে। ইশা সাহা এবং সৌরভ দাস এই সিনেমায় দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: কলকাতায় অকাল বিসর্জন, নাচে-গানে-ঢাকের তালে মাতোয়ারা দিতিপ্রিয়া, বং গাই, সৌরভরা
শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তীকে ট্রেলারে বড্ড একা লোক বলতে শুনেছিলেন দর্শক, তাঁর প্রেমের গল্পটিও এখানে গুছিয়ে পাভেল দেখাবেন বলে জানা গিয়েছে। বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে, শতদ্রু চক্রবর্তীর প্রযোজনায় 26 অগস্ট মুক্তি পাবে এই ছবি।