ETV Bharat / entertainment

KL Rahul Birthday Celebration: আথিয়ার সঙ্গে কেক কেটে বার্থ-ডে সেলিব্রেশন রাহুলের

author img

By

Published : Apr 18, 2023, 2:26 PM IST

স্বামীর জন্মদিন নিয়ে মেতে উঠলেন আথিয়া ৷ সামনে এল কেএল রাহুলের বার্থ-ডে সেলিব্রেশনের ঝলক ৷

KL Rahul Birthday Celebration
আথিয়ার সঙ্গে বার্থ ডে সেলিব্রেশন রাহুলের

হায়দরাবাদ, 18 এপ্রিল: কেএল রাহুল-আথিয়া শেট্টি এখন চর্চিত বি-টাউন দম্পতিদের অন্যতম ৷ বেশ কয়েক বছর যাবৎ ডেটিং করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ বিয়ের পর রাহুলের প্রথম জন্মদিন ছিল মঙ্গলবার ৷ বিয়ের পরেই মূলত আইপিএল এবং অন্যান্য় টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল ৷ এবার জন্মদিনটা অবশ্য় স্ত্রী'র সঙ্গেই কাটালেন কেএল ৷ ম্যাচ থেকে ছোট্ট বিরতি নিয়ে আথিয়াকে নিয়ে বার্থ-ডে সেলিব্রেশনে মেতে উঠলেন এই ক্রিকেটার ৷

তাঁদেরই এক ঘনিষ্ট বন্ধুর সূত্রে সামনে এল তাঁদের বেশকিছু ছবি ৷ আথিয়া এবং রাহুলকে খোশ মেজাজেই পাওয়া গিয়েছে তাঁদের এই নতুন ছবিতে ৷ এই তারকা জুটির সঙ্গে দেখা গিয়েছে তাঁদের এক বন্ধুকেও ৷ আরেকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে আথিয়ার পাশে বসে জন্মদিনের কেক কাটতে ৷ এরই মাঝে সুনীলও তাঁর জামাইয়ের সঙ্গে বেশকিছু অদেখা ছবি শেয়ার করেছেন এই বিশেষ দিনে ৷ একইসঙ্গে জামাই রাহুলকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তিনি ৷

KL Rahul Birthday Celebration
জন্মদিন পালন করছেন কেএল

বলিউডের আন্না লিখেছেন, "শুভ জন্মদিন বাবা ৷ তোমাকে আমাদের পরিবারের অংশ হিসাবে পেয়ে আমরা কৃতজ্ঞ ৷" অন্য়দিকে সুনীল পুত্র আহান শেট্টিও রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ যদিও আথিয়া এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট করেননি ৷ তবে তাঁকে তো রাহুলের সঙ্গেই দেখা গিয়েছে তাঁর জন্মদিন উদযাপনের বিভিন্ন ছবিতে ৷

আরও পড়ুন: মা হতে চলেছেন ইলিয়ানা, ছবি শেয়ার করে দিলেন খবর

আথিয়া-রাহুল বিয়ের বাঁধনে বাঁধা পড়েন গত ফেব্রুয়ারি মাসে ৷ সুুনীল শেট্টির খান্দালার ফার্ম হাউসেই তাঁদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ তাঁদের এই সম্পর্কের জেরে বহুদিন ধরেই চর্চায় ছিলেন এই সেলিব্রেটি জুটি ৷ যদিও তেমনভাবে সম্পর্ক নিয়ে কেউই প্রথমে মুখ খোলেননি ৷ পরে রাহুল নিজেই আথিয়াকে সোশালে জন্মদিনের শুভেচ্ছা জানান সেখান থেকেই সিলমোহর পড়েছিল তাঁদের সম্পর্কে ৷

হায়দরাবাদ, 18 এপ্রিল: কেএল রাহুল-আথিয়া শেট্টি এখন চর্চিত বি-টাউন দম্পতিদের অন্যতম ৷ বেশ কয়েক বছর যাবৎ ডেটিং করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ বিয়ের পর রাহুলের প্রথম জন্মদিন ছিল মঙ্গলবার ৷ বিয়ের পরেই মূলত আইপিএল এবং অন্যান্য় টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রাহুল ৷ এবার জন্মদিনটা অবশ্য় স্ত্রী'র সঙ্গেই কাটালেন কেএল ৷ ম্যাচ থেকে ছোট্ট বিরতি নিয়ে আথিয়াকে নিয়ে বার্থ-ডে সেলিব্রেশনে মেতে উঠলেন এই ক্রিকেটার ৷

তাঁদেরই এক ঘনিষ্ট বন্ধুর সূত্রে সামনে এল তাঁদের বেশকিছু ছবি ৷ আথিয়া এবং রাহুলকে খোশ মেজাজেই পাওয়া গিয়েছে তাঁদের এই নতুন ছবিতে ৷ এই তারকা জুটির সঙ্গে দেখা গিয়েছে তাঁদের এক বন্ধুকেও ৷ আরেকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে আথিয়ার পাশে বসে জন্মদিনের কেক কাটতে ৷ এরই মাঝে সুনীলও তাঁর জামাইয়ের সঙ্গে বেশকিছু অদেখা ছবি শেয়ার করেছেন এই বিশেষ দিনে ৷ একইসঙ্গে জামাই রাহুলকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তিনি ৷

KL Rahul Birthday Celebration
জন্মদিন পালন করছেন কেএল

বলিউডের আন্না লিখেছেন, "শুভ জন্মদিন বাবা ৷ তোমাকে আমাদের পরিবারের অংশ হিসাবে পেয়ে আমরা কৃতজ্ঞ ৷" অন্য়দিকে সুনীল পুত্র আহান শেট্টিও রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ যদিও আথিয়া এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট করেননি ৷ তবে তাঁকে তো রাহুলের সঙ্গেই দেখা গিয়েছে তাঁর জন্মদিন উদযাপনের বিভিন্ন ছবিতে ৷

আরও পড়ুন: মা হতে চলেছেন ইলিয়ানা, ছবি শেয়ার করে দিলেন খবর

আথিয়া-রাহুল বিয়ের বাঁধনে বাঁধা পড়েন গত ফেব্রুয়ারি মাসে ৷ সুুনীল শেট্টির খান্দালার ফার্ম হাউসেই তাঁদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ তাঁদের এই সম্পর্কের জেরে বহুদিন ধরেই চর্চায় ছিলেন এই সেলিব্রেটি জুটি ৷ যদিও তেমনভাবে সম্পর্ক নিয়ে কেউই প্রথমে মুখ খোলেননি ৷ পরে রাহুল নিজেই আথিয়াকে সোশালে জন্মদিনের শুভেচ্ছা জানান সেখান থেকেই সিলমোহর পড়েছিল তাঁদের সম্পর্কে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.