ETV Bharat / entertainment

KKBKKJ Collection Day 3: তিনদিনেই 50 কোটির ক্লাবে 'কিসি কা ভাই কিসি কি জান' - 66 কোটি টাকার ব্যবসা করল কেকেবিকেকেজে

প্রথম রবিবার কাটতে না কাটতেই 50 কোটি ছাড়িয়ে গেল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ সারা দেশে 66.5 কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি ৷

KKBKKJ Collection Day 3
66 কোটি টাকার ব্যবসা করল কেকেবিকেকেজে
author img

By

Published : Apr 24, 2023, 11:59 AM IST

হায়দরাবাদ, 24 এপ্রিল: সমালোচকদের কাছে মোটামুটি ভালো খারাপ মেশানো রিভিউই পেয়েছে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ তবে বক্স অফিসে ভালোই আয় করছে এই ছবি ৷ এর আগে 'ভারত', 'বডিগার্ড' 'এক থা টাইগার'-এর মতো সলমনের অন্যান্য় ছবিগুলির তুলনায় প্রথমদিনে কিছু কমই আয় করেছিল 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ তা দেখে অনেকেই আশাহত হয়েছিলেন । তবে তিন দিনের মধ্যেই ঘুরে দাঁড়াল ছবি ৷ শুক্রবার, শনিবার এবং রবিবার মিলিয়ে সারা দেশে এই ছবি আয় করে ফেলল প্রায় 66.5 কোটি টাকা ৷

সারা দেশ জুড়ে ছবির এই আয় দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই ছবি বাজেটের টাকা ঘরে তুলে ফেলবে ৷ 'কিসি কা ভাই কিসি কি জান'-এর রিভিউ করতে গিয়ে এর আগেই তরণ আদর্শের মতো সমালোচক জানিয়েছিলেন, এই ছবি একেবারেই সলমনোচিত ৷ ভাইজান ফ্যানেদের মন কাড়বে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অবশ্য় বক্স অফিসে সলমনের এই অ্য়াকশন এন্টারটেইনার অশ্বমেধের ঘোড়া হয়ে উঠতে পারবে কি না তা বলে দেবে সময়ই ৷

এই ছবি শুক্রবার খাতা খুলেছিল 15 কোটি টাকা দিয়ে ৷ শনিবার ফের ট্র্যাকে ফেরে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ শনিবার ছবির আয় ছিল 25 কোটি টাকা ৷ আর রবিবারও একইভাবে বক্স অফিসে দেশ জুড়ে ভালোই আয় করল এই ছবি ৷ ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম উইক এন্ডের শেষদিনে এই ছবি আয় করেছে 24.50 থেকে 25 কোটি টাকা ৷ রিপোর্ট বলছে, রবিবার উত্তরপ্রদেশ, মধ্য়প্রদেশ, বিহারের মতো রাজ্য়গুলিতেও বেশ ভালো ব্যবসা করেছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷
এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক করলেন পলক তিওয়ারি এবং শেহনাজ গিল ৷ ছবিতে আরও অভিনয় করেছেন, ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, জ্যাসি গিল, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, বিজেন্দ্র সিং, এবং ভিনালি ভাটনগর । সলমন খানের হোম প্রোডাকশন থেকেই মুক্তি পেয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: রাধিকার 'মিসেস আন্ডারকভার' এ অভিনয়ের অভিজ্ঞতা কেমন ? জানালেন বাংলার অভিনেতারা

হায়দরাবাদ, 24 এপ্রিল: সমালোচকদের কাছে মোটামুটি ভালো খারাপ মেশানো রিভিউই পেয়েছে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ তবে বক্স অফিসে ভালোই আয় করছে এই ছবি ৷ এর আগে 'ভারত', 'বডিগার্ড' 'এক থা টাইগার'-এর মতো সলমনের অন্যান্য় ছবিগুলির তুলনায় প্রথমদিনে কিছু কমই আয় করেছিল 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ তা দেখে অনেকেই আশাহত হয়েছিলেন । তবে তিন দিনের মধ্যেই ঘুরে দাঁড়াল ছবি ৷ শুক্রবার, শনিবার এবং রবিবার মিলিয়ে সারা দেশে এই ছবি আয় করে ফেলল প্রায় 66.5 কোটি টাকা ৷

সারা দেশ জুড়ে ছবির এই আয় দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই ছবি বাজেটের টাকা ঘরে তুলে ফেলবে ৷ 'কিসি কা ভাই কিসি কি জান'-এর রিভিউ করতে গিয়ে এর আগেই তরণ আদর্শের মতো সমালোচক জানিয়েছিলেন, এই ছবি একেবারেই সলমনোচিত ৷ ভাইজান ফ্যানেদের মন কাড়বে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অবশ্য় বক্স অফিসে সলমনের এই অ্য়াকশন এন্টারটেইনার অশ্বমেধের ঘোড়া হয়ে উঠতে পারবে কি না তা বলে দেবে সময়ই ৷

এই ছবি শুক্রবার খাতা খুলেছিল 15 কোটি টাকা দিয়ে ৷ শনিবার ফের ট্র্যাকে ফেরে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ শনিবার ছবির আয় ছিল 25 কোটি টাকা ৷ আর রবিবারও একইভাবে বক্স অফিসে দেশ জুড়ে ভালোই আয় করল এই ছবি ৷ ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম উইক এন্ডের শেষদিনে এই ছবি আয় করেছে 24.50 থেকে 25 কোটি টাকা ৷ রিপোর্ট বলছে, রবিবার উত্তরপ্রদেশ, মধ্য়প্রদেশ, বিহারের মতো রাজ্য়গুলিতেও বেশ ভালো ব্যবসা করেছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷
এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক করলেন পলক তিওয়ারি এবং শেহনাজ গিল ৷ ছবিতে আরও অভিনয় করেছেন, ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, জ্যাসি গিল, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, বিজেন্দ্র সিং, এবং ভিনালি ভাটনগর । সলমন খানের হোম প্রোডাকশন থেকেই মুক্তি পেয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: রাধিকার 'মিসেস আন্ডারকভার' এ অভিনয়ের অভিজ্ঞতা কেমন ? জানালেন বাংলার অভিনেতারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.