হায়দরাবাদ, 28 এপ্রিল: সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' মুক্তি পেয়েছিল গত 21 এপ্রিল । ঈদের আগেই ভক্তদের জন্য় বড় উপহার নিয়ে হাজির হয়েছিলেন ভাইজান । এইসময় সেভাবে কোনও অন্য় বড় ছবিও মুক্তি পায়নি । জিতের চেঙ্গিজ ছবিটি অবশ্য ওইদিনই মুক্তি পায়। তবে চেঙ্গিজ সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান'-কে টেক্কা দিতে পারেন এমন সম্ভবনা ছিল না বললেই চলে ।
তাই মোটের ওপর ফাঁকা মাঠই যে পেয়েছিলেন ভাইজান তা বলাই বাহুল্য । কিন্তু এত ভালো সুযোগ পেয়েও বারের কান ঘেঁষেই যেন বাইরে চলে গেল সলমনের জোরালো শট ৷ হ্যাঁ গোলটা মিসই করলেন সলমন ৷ প্রথম সাত দিনের বক্স অফিস কালেকশন দেখে তেমনটাই ধারণা বিশ্লেষক থেকে শুরকু করে দর্শক সকলের ৷
সপ্তম দিনে বক্স অফিসে আরও খারাপ আয় করেছে এই ছবি ৷ সাত দিনে দেশ জুড়ে মাত্র 90.15 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যানক্লিকের রিপোর্ট অনুযায়ী, সপ্তম দিনে এই ছবি আয় করেছে 3.5 কোটি টাকা ৷ অর্থাৎ ষষ্ঠ দিনের তুলনায় বাড়ার বদলে আরও এক কোটি টাকা আয় কমেছে ছবির ৷ পরিচালক ফরহাদ সামজির 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটি নিয়ে আশায় রীতিমতো ফুটছিলেন সলমন অনুরাগীরা ৷ কিন্তু একা ভাইজান এবার আর তীরে তরী ফেরাতে পারলেন না ৷
বক্স অফিস অ্যানালিস্টদের অনেকেই অনুমান করেছিলেন প্রথম সপ্তাহে এই ছবি কোনও ভাবেই একশো কোটির ক্লাবে ঢুকতে পারবে না ৷ তাদের সেই অনুমানই সত্যি প্রমাণ করল 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের ৷ তবে পঞ্জাব দি ক্যাটরিনার জাদুও সেভাবে কাজ করল না ৷ বিদেশের ব্যবসা মিলিয়ে দেখলে অবশ্য় ইতিমধ্য়েই প্রায় 141 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷
এ বছরের অন্য় দু'টি ব্লক বাস্টার হিট ছবি 'পাঠান' এবং 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর সঙ্গে তুলনা করলে দেখা যায় প্রথম সপ্তাহের শেষে শাহরুখের ছবির আয় ছিল 378.15 কোটি টাকা ৷ অন্য়দিকে লভ রঞ্জনের ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'ও আয় করে নিয়েছিল 92.48 কোটি ৷ অর্থাৎ রণবীর-শ্রদ্ধার ছবির থেকেও পিছিয়ে রয়েছে ভাইজানের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ এখন উইকএণ্ডে এই ছবি কেমন আয় করে সেটাই দেখার ৷
আরও পড়ুন: ফিল্মফেয়ারের মঞ্চে জয়ীর আসনে গঙ্গুবাঈ, চমক দিল রাজকুমারের 'বধাই দো'