ETV Bharat / entertainment

KIFF 2022 : আজ শুরু ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - সোমবার থেকে শুরু ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুভ উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে (27th Kolkata International Film Festival )।

Kiff going to start from today
আজ থেকে শুরু ২৭ তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'
author img

By

Published : Apr 25, 2022, 1:10 PM IST

কলকাতা, 25 এপ্রিল : সোমবার থেকে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival ) ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে উদ্বোধন হবে এই অনুষ্ঠানের । কোভিড বিধিনিষেধ মেনেই চলবে উৎসব । চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ৷ এবছরের চলচ্চিত্র উৎসবের 'ফোকাস কান্ট্রি' ফিনল্যান্ড ।

উল্লেখ্য, ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে । তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হবে ১৬৩টি ছবি । যার মধ্যে রয়েছে ৪৬টি বিদেশি ছবি, ১০৪টি ফিচার ফিল্ম, ৫৯টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম । ৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১টি দেশের ১৬৩টি ছবি । নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র তবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১,২ এবং কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল মিলিয়ে মোট এই দশটি জায়গায় দেখানো হবে ছবিগুলি ।

আরও পড়ুন : চার বছরের অপেক্ষা শেষ, ফের পর্দায় ফিরছেন গোয়েন্দা শাশ্বত

উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেতা তথা আসানসোলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা-সহ বিশিষ্টজনেরা । এবছর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে ।
এছাড়াও স্মরণ করা হবে, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জাঁ পল বেলমন্ডো, জাঁ ক্লদ ক্যারিরি, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে, লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধায়, বাপ্পি লাহিড়ী এবং অভিষেক চট্টোপাধ্যায়কে । সাতদিন ব্যাপী প্রদর্শিত হবে তাঁদের একাধিক ছবি । তার সঙ্গে থাকছে সিনে আড্ডা, সেমিনার , সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার এবং প্রদর্শনীর ব্যবস্থাও ।

কলকাতা, 25 এপ্রিল : সোমবার থেকে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival ) ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে উদ্বোধন হবে এই অনুষ্ঠানের । কোভিড বিধিনিষেধ মেনেই চলবে উৎসব । চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ৷ এবছরের চলচ্চিত্র উৎসবের 'ফোকাস কান্ট্রি' ফিনল্যান্ড ।

উল্লেখ্য, ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে । তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হবে ১৬৩টি ছবি । যার মধ্যে রয়েছে ৪৬টি বিদেশি ছবি, ১০৪টি ফিচার ফিল্ম, ৫৯টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম । ৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১টি দেশের ১৬৩টি ছবি । নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র তবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১,২ এবং কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল মিলিয়ে মোট এই দশটি জায়গায় দেখানো হবে ছবিগুলি ।

আরও পড়ুন : চার বছরের অপেক্ষা শেষ, ফের পর্দায় ফিরছেন গোয়েন্দা শাশ্বত

উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেতা তথা আসানসোলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা-সহ বিশিষ্টজনেরা । এবছর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে ।
এছাড়াও স্মরণ করা হবে, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জাঁ পল বেলমন্ডো, জাঁ ক্লদ ক্যারিরি, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে, লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধায়, বাপ্পি লাহিড়ী এবং অভিষেক চট্টোপাধ্যায়কে । সাতদিন ব্যাপী প্রদর্শিত হবে তাঁদের একাধিক ছবি । তার সঙ্গে থাকছে সিনে আড্ডা, সেমিনার , সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার এবং প্রদর্শনীর ব্যবস্থাও ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.