কলকাতা, 25 এপ্রিল : সোমবার থেকে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival ) ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে উদ্বোধন হবে এই অনুষ্ঠানের । কোভিড বিধিনিষেধ মেনেই চলবে উৎসব । চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ৷ এবছরের চলচ্চিত্র উৎসবের 'ফোকাস কান্ট্রি' ফিনল্যান্ড ।
উল্লেখ্য, ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে । তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হবে ১৬৩টি ছবি । যার মধ্যে রয়েছে ৪৬টি বিদেশি ছবি, ১০৪টি ফিচার ফিল্ম, ৫৯টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম । ৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১টি দেশের ১৬৩টি ছবি । নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র তবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১,২ এবং কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল মিলিয়ে মোট এই দশটি জায়গায় দেখানো হবে ছবিগুলি ।
আরও পড়ুন : চার বছরের অপেক্ষা শেষ, ফের পর্দায় ফিরছেন গোয়েন্দা শাশ্বত
উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেতা তথা আসানসোলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা-সহ বিশিষ্টজনেরা । এবছর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে ।
এছাড়াও স্মরণ করা হবে, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জাঁ পল বেলমন্ডো, জাঁ ক্লদ ক্যারিরি, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে, লতা মাঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধায়, বাপ্পি লাহিড়ী এবং অভিষেক চট্টোপাধ্যায়কে । সাতদিন ব্যাপী প্রদর্শিত হবে তাঁদের একাধিক ছবি । তার সঙ্গে থাকছে সিনে আড্ডা, সেমিনার , সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার এবং প্রদর্শনীর ব্যবস্থাও ।