ETV Bharat / entertainment

Kiara Special Kalira: হাতের কালিরায় উঠে এল প্রেমের গল্প, দেখে নিন কিয়ারার এই গয়নার বিশেষত্ব - kiara kalira design with sidharth pet dog

বিয়ের জন্য় বিশেষ ধরনের কালিরা তৈরি করিয়েছেন কিয়ারা ৷ নায়িকার হাতের এই অলংকারেই ফুটে উঠল সিড-কিয়ার প্রেম কাহিনি (Kiara Advani kalira design details )৷

Etv Bharat
বিয়ের জন্য় বিশেষ ধরনের কালিরা তৈরি করালেন কিয়ারা
author img

By

Published : Feb 8, 2023, 12:58 PM IST

জয়সলমের, 8 ফেব্রুয়ারি: কালিরা এখন সেলেব বিবাহের একটি অন্যতম অঙ্গ ৷ হাতের এই অলংকারটির প্রতি আকর্ষণ সকলেরই ৷ আথিয়া শেটি, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সকলেই বিয়েতে এই অলংকারটির ব্যবহার করেছেন ৷ শুধু তাই নয়, বিয়ের জন্য বিশেষ ধরনের কালিরা তৈরিরও চল রয়েছে বলি-সুন্দরীদের মধ্যে ৷ ঠিক যেমন সিদ্ধার্থর সঙ্গে তাঁর প্রেম কাহিনি ফুটে উঠল কিয়ারার হাতের কালিরায় ৷ সাধারণত, এই ধরনের গয়নায় ব্যবহার করা হয় চাঁদ, তারা, প্রজাপতির মিনিয়েচার এবং নব দম্পতির নামের আদ্যক্ষর ৷ তবে কিয়ারার কালিরায় স্মরণ করা হয়েছে সিডের প্রিয় প্রয়াত পোষ্য অস্কারকেও ৷

এই কালিরাটির পিছনে রয়েছেন ডিজাইনার মৃণালিনী চন্দ্রা ৷ মিলান থেকে কাজ শিখে আসা এই ডিজাইনার বলিউডে সুপরিচিত ৷ সেলেবদের জন্য সুন্দর এবং বিশেষ ধরনের কালিরা বানাতে তিনি বারবার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ৷ সিড-কিয়ারার জন্য় যে কালিরা বানানো হয়েছে তাতে রয়েছে সিদ্ধার্থর প্রিয় বেড়ানোর জায়গা রোমের কথা । এমনকী এগারো বছর বয়সে মারা যাওয়া সিডের প্রিয় পোষ্য় অস্কারের কথাও স্থান পেয়েছে সেখানে ৷

কিয়ারার এই কালিরার নকশা নিয়ে বলতে গিয়ে মৃণালিনী সামাজিক মাধ্যমে লেখেন, 'কিয়ারার জন্য় আমাদের তৈরি কালিরার গল্পটি একেবারে ম্যাজিকের মতো ৷ এতে যেমন রয়েছে চাঁদ, তারা, প্রজাপতির মিনিয়েচার এবং নব দম্পতির নামের আদ্যক্ষর তেমনই আবার রয়েছে সিডের প্রিয় পোষ্য় থেকে শুরু করে প্রিয় বেড়ানোর জায়গার কথাও ৷ আর একইসঙ্গে ভালোবাসার কথাও রয়েছে (Kiara Advani kalira design details )৷'

কালিরা নিয়ে এই উত্তেজনা কিন্তু আজকের নয় ৷ মৃণালিনী আগেও একাধিক বলিউড সেলেবদের জন্য় কালিরা তৈরি করেছেন ৷ তালিকায় রয়েছেন সোনম কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল ও কাজল আগরওয়ালের মতো পরিচিত মুখ ৷ বিয়ের জন্য় গোলাপি লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন কিয়ারা ৷ তাঁর এই লেহেঙ্গাটি তৈরি করেছেন বলিপাড়ার পরিচিত ডিজাইনার মণিশ মালহোত্রা ৷ রাজস্থানের এই রাজকীয় বিয়েতেও হাজির ছিলেন তিনি ৷

আরও পড়ুন: দেখে নিন সিড কিয়ারার বিয়ের রঙিন অ্যালবাম

জয়সলমের, 8 ফেব্রুয়ারি: কালিরা এখন সেলেব বিবাহের একটি অন্যতম অঙ্গ ৷ হাতের এই অলংকারটির প্রতি আকর্ষণ সকলেরই ৷ আথিয়া শেটি, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সকলেই বিয়েতে এই অলংকারটির ব্যবহার করেছেন ৷ শুধু তাই নয়, বিয়ের জন্য বিশেষ ধরনের কালিরা তৈরিরও চল রয়েছে বলি-সুন্দরীদের মধ্যে ৷ ঠিক যেমন সিদ্ধার্থর সঙ্গে তাঁর প্রেম কাহিনি ফুটে উঠল কিয়ারার হাতের কালিরায় ৷ সাধারণত, এই ধরনের গয়নায় ব্যবহার করা হয় চাঁদ, তারা, প্রজাপতির মিনিয়েচার এবং নব দম্পতির নামের আদ্যক্ষর ৷ তবে কিয়ারার কালিরায় স্মরণ করা হয়েছে সিডের প্রিয় প্রয়াত পোষ্য অস্কারকেও ৷

এই কালিরাটির পিছনে রয়েছেন ডিজাইনার মৃণালিনী চন্দ্রা ৷ মিলান থেকে কাজ শিখে আসা এই ডিজাইনার বলিউডে সুপরিচিত ৷ সেলেবদের জন্য সুন্দর এবং বিশেষ ধরনের কালিরা বানাতে তিনি বারবার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন ৷ সিড-কিয়ারার জন্য় যে কালিরা বানানো হয়েছে তাতে রয়েছে সিদ্ধার্থর প্রিয় বেড়ানোর জায়গা রোমের কথা । এমনকী এগারো বছর বয়সে মারা যাওয়া সিডের প্রিয় পোষ্য় অস্কারের কথাও স্থান পেয়েছে সেখানে ৷

কিয়ারার এই কালিরার নকশা নিয়ে বলতে গিয়ে মৃণালিনী সামাজিক মাধ্যমে লেখেন, 'কিয়ারার জন্য় আমাদের তৈরি কালিরার গল্পটি একেবারে ম্যাজিকের মতো ৷ এতে যেমন রয়েছে চাঁদ, তারা, প্রজাপতির মিনিয়েচার এবং নব দম্পতির নামের আদ্যক্ষর তেমনই আবার রয়েছে সিডের প্রিয় পোষ্য় থেকে শুরু করে প্রিয় বেড়ানোর জায়গার কথাও ৷ আর একইসঙ্গে ভালোবাসার কথাও রয়েছে (Kiara Advani kalira design details )৷'

কালিরা নিয়ে এই উত্তেজনা কিন্তু আজকের নয় ৷ মৃণালিনী আগেও একাধিক বলিউড সেলেবদের জন্য় কালিরা তৈরি করেছেন ৷ তালিকায় রয়েছেন সোনম কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল ও কাজল আগরওয়ালের মতো পরিচিত মুখ ৷ বিয়ের জন্য় গোলাপি লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন কিয়ারা ৷ তাঁর এই লেহেঙ্গাটি তৈরি করেছেন বলিপাড়ার পরিচিত ডিজাইনার মণিশ মালহোত্রা ৷ রাজস্থানের এই রাজকীয় বিয়েতেও হাজির ছিলেন তিনি ৷

আরও পড়ুন: দেখে নিন সিড কিয়ারার বিয়ের রঙিন অ্যালবাম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.