কলকাতা, 20 জানুয়ারি: বিয়ে করতে বেশিরভাগ সেলিব্রেটিই এখন বেছে নিচ্ছেন 'সোনার কেল্লা'র জয়সালমিরকে ৷ ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, আলিয়া-রণবীরে এবার এই শহরে রিয়েলে জুটি বাঁধতে চলেছেন সিড-কিয়ারা ৷ সবকিছু ঠিক থাকলে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির তার হাত এক হবে এই শহরেই (Jaisalmer Suryagarh Hotel )৷
কবে শুরু প্রি ওয়েডিং সেরিমনি: সূত্রের খবর 4 ও 5ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রি-ওয়েডিং সেরিমনি (Kiara-Siddharth Wedding)৷ মেহেন্দি, হলদি, সঙ্গীতের মতো অনুষ্ঠানগুলি হবে এই দুই দিনে ৷ এরপর 6 ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান ৷ প্রায় চারবছর ধরে ডেটিং করার পর এবার বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছে 'শেরশাহ' ছবির অনস্ক্রিন জুটি (Kiara-Siddharth Wedding Ceremony) ৷
কোথায় হতে চলেছে অনুষ্ঠান: নতুন জীবন শুরু করতে বিশ্বখ্যাত সূর্যগড় হোটেলকেই বেছে নিয়েছেন সিড-কিয়ারা (Kiara and Siddharth will tie the knot ) ৷ অন্তত সূত্রের খবর এমনটাই ৷ হোটেলটি শহর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে সুম রোডে অবস্থিত। প্রায় 65 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বিশেষ হোটেলটি ৷ সূর্যগড় হোটেলের বিশেষত্ব হল হোটেলটি পুরোটাই তৈরি হয়েছে জয়সালমীরের ঐতিহ্যবাহী হলুদ পাথর দিয়ে ৷ হোটেলে বাউদি নামের একটি বিশেষ জায়গা রয়েছে যা শুধু মাত্র বিবাহের জন্যই ব্যবহৃত হয় ৷ এখানেই সাত পাকে বাঁধা পড়বেন সিড-কিয়ারাও ৷ হোটেলের দুটি বড় বাগান, বিলাসবহুল সুইমিং পুল, লেক কোনও কিছুরই অভাব নেই ৷ শুধু দু'টি বাগানেই হাজারের বেশি অতিথিদের জন্য জায়গা রয়েছে ৷
দিনের খরচ প্রায় দু' কোটি: সূত্রের খবর বলছে এই হোটেলে ডেস্টিনেশন ওয়েডিং বেশ খরচ সাপেক্ষ ৷ সাধারণত সেপ্টেম্বর মাসে এই হোটেলে একটি বিয়ের আয়োজনের দৈনিক খরচ 1 কোটি 20 লক্ষ টাকা ৷ আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিনের খরচ দাঁড়ায় প্রায় 2 কোটি টাকা ৷ আর তাই সাধারণ পরিবার এখানে অনুষ্ঠান করার কথা ভাবতেই পারে না ।
আরও পড়ুন: নেই 'আরআরআর', ব্রিটিশ আকাডেমি পুরস্কারের লড়াইয়ে বাঙালির তথ্যচিত্র
নেতা-অভিনেতাদের পছন্দের হোটেল: এই হোটেলটি এখন নেতা থেকে অভিনেতা অনেকেরই প্রথম পছন্দের জায়গা হয়ে উঠেছে ৷ অভিনেতা অক্ষয় কুমার, সলমন খান, করণ জোহর, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, ফারাহ খান-সহ আরও অনেকেই এই হোটেলটি বিশেষ পছন্দ করেন ৷ শুধু তাই নয়, 'রেস 3' এবং 'হাউসফুল 4' ছবির শুটিংও হয়েছে এই হোটেলেই ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও বিশেষ পছন্দ করেন এই সূর্যগড় হোটলটি ৷