মুম্বই, 10 অক্টোবর: 11 অক্টোবর 80-তে পড়ছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Turns 80)৷ সেই উপলক্ষে কৌন বনেগা ক্রোড়পতি 14-তে (KBC 14) বিশেষ পর্বের সাক্ষী হতে চলেছেন দর্শকরা ৷ যেখানে উপস্থিত থাকবেন বিগ বি-র স্ত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) ও তাঁদের ছেলে অভিষেক বচ্চন ৷ হট-সিটে থাকবেন মা ও ছেলে ৷
উপস্থাপকের সঙ্গে তাঁদের দুজনেরই নানা মজার মজার বিষয়ে কথোপকথন এগোবে ৷ অভিষেকের প্রবেশ দিয়ে শুরু হবে শো ৷ পরে হট সিটে বসে জয়া বচ্চনকে স্বাগত জানাবেন তিনি ৷ বলবেন, "সম্পর্কে যিনি আমার মা হন ৷" তখনই সাদা এনব্রয়ডারি করা স্যুট পরে শো-তে অন্তর্ভুক্তি ঘটবে অমিতাভ-জায়ার ৷ মা ও ছেলের একে-অপরকে জড়িয়ে ধরার আবেগঘন মুহূর্ত ছুঁয়ে যাবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মন ৷
কেবিসির যে সাম্প্রতিক প্রোমোটি দেখানো হচ্ছে, সেখানেই দেখা যায় যে কথাবার্তা চলাকালীন জয়া এমন কিছু বলছেন যা উপস্থাপক অমিতাভের চোখে জল এনে দেয় ৷ একটি টিস্যু পেপার দিয়ে চোখের জল মুছতেও দেখা যায় বলিউডের অ্যাংরি ইয়ং ম্যানকে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিগ বি স্পেশাল এপিসোডে জয়া বচ্চনকে তাঁর স্বামীকে বলতে দেখা যাবে, "যদি একটা টাইম মেশিন থাকত, তাহলে তুমি কোন বছরে ফিরে যেতে চাইতে এবং কেন ?" বিগ বি জবাবে বলেন, "আমি ফিরে যেতে চাই..." এরপরই প্রোমোতে দেখা যায় বড়ে মিঞাঁর এলাহাবাদের পৈতৃক বাড়ি, যেখানে তিনি তাঁর শৈশব কাটিয়েছেন ৷
আরও পড়ুন: বিগ-বির কিছু নীরব দৃশ্য তাঁর ব্যারিটোন কণ্ঠের থেকেও বেশি দৃপ্ত
ওই এপিসোডেরই অপর একটি প্রোমোতে দেখা গিয়েছে, প্রতিযোগীদের প্রশ্ন করার সময় হুটারের শব্দে চমকে ওঠেন বলিউডের শাহেনশা ৷ তিনি বলেন, "এত তাড়াতাড়ি খেলা শেষ করে দিলে ?" তখনই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে তাঁর জনপ্রিয় গান কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায় ৷ তখন অভিষেকের প্রবেশ ঘটে এবং তিনি বাবাকে জড়িয়ে ধরেন ৷ এতেই আবেগপ্রবণ হয়ে পড়েন আশির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা অভিনেতা ৷ সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হয় কেবিসি 14 ৷