ETV Bharat / entertainment

Lokkhi Chele: জানা গেল 'লক্ষ্মী ছেলে'র আগমনের তারিখ - কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি

জানা গেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'লক্ষ্মী ছেলে'র আগমনের তারিখ (Lokkhi Chele)৷ এই ছবিতে অভিনয় করছেন কৌশিকপুত্র উজান (Kaushik Ganguly film Lokkhi Chele)৷

Kaushik Ganguly's film Lokkhi Chele to be released on 26th August
জানা গেল 'লক্ষ্মী ছেলে'র আগমনের তারিখ
author img

By

Published : Jul 3, 2022, 10:10 AM IST

কলকাতা, 3 জুলাই: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। এই ছবিতে বাবার পরিচালনায় কাজ করেছেন পুত্র উজান গঙ্গোপাধ্যায় ।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় এই প্রথমবার ছবি পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly film Lokkhi Chele)। আর মুখ্য চরিত্রে কৌশিকপুত্র উজান । ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছিল অনেকদিন আগেই । এরপর আগমন ঘটে কোভিডের । কোভিডের কয়েকদিন আগেই মুক্তি পায় এই ঘর থেকে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। এরপর লকডাউন চালু হলে প্রদর্শন বন্ধ হয় ছবির । এ বার মুক্তির পথে 'লক্ষ্মী ছেলে'। দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। দুর্দান্ত সাফল্যের পর এ বার পালা 'লক্ষ্মী ছেলে'র ।

উজান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিকা পাল, পূরব শীল আচার্য-সহ আরও অনেকে (Lokkhi Chele release date)। 2019-এ এই ছবির শ্যুটিং শেষ হয় । অর্থাৎ পাক্কা তিন বছর পর ছবিটি আসছে দর্শক দরবারে ।

আরও পড়ুন: একগুচ্ছ গোলাপে গোপনাঙ্গ ঢাকলেন দেবেরাকোন্ডা! 'লাইগার'-এর পোস্টার ঘিরে হইচই নেটপাড়ায়

ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। পাশাপাশি আজ রথ যাত্রা। আর এই শুভক্ষণেই এই ছবির মুক্তির দিন প্রকাশ্যে আনলেন প্রযোজক। মানুষকে বাঁচানোর জন্য ভগবান রূপে এগিয়ে আসেন চিকিৎসকরা। কিন্তু ভগবান অসুস্থ হয়ে পড়লে কে এগিয়ে আসবে? এমন প্রশ্নই তুলছে ‘লক্ষ্মী ছেলে’। ২৬ অগাস্ট বড় পর্দায় আসছে এই ছবি।

কলকাতা, 3 জুলাই: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। এই ছবিতে বাবার পরিচালনায় কাজ করেছেন পুত্র উজান গঙ্গোপাধ্যায় ।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় এই প্রথমবার ছবি পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly film Lokkhi Chele)। আর মুখ্য চরিত্রে কৌশিকপুত্র উজান । ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছিল অনেকদিন আগেই । এরপর আগমন ঘটে কোভিডের । কোভিডের কয়েকদিন আগেই মুক্তি পায় এই ঘর থেকে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। এরপর লকডাউন চালু হলে প্রদর্শন বন্ধ হয় ছবির । এ বার মুক্তির পথে 'লক্ষ্মী ছেলে'। দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। দুর্দান্ত সাফল্যের পর এ বার পালা 'লক্ষ্মী ছেলে'র ।

উজান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিকা পাল, পূরব শীল আচার্য-সহ আরও অনেকে (Lokkhi Chele release date)। 2019-এ এই ছবির শ্যুটিং শেষ হয় । অর্থাৎ পাক্কা তিন বছর পর ছবিটি আসছে দর্শক দরবারে ।

আরও পড়ুন: একগুচ্ছ গোলাপে গোপনাঙ্গ ঢাকলেন দেবেরাকোন্ডা! 'লাইগার'-এর পোস্টার ঘিরে হইচই নেটপাড়ায়

ড. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। পাশাপাশি আজ রথ যাত্রা। আর এই শুভক্ষণেই এই ছবির মুক্তির দিন প্রকাশ্যে আনলেন প্রযোজক। মানুষকে বাঁচানোর জন্য ভগবান রূপে এগিয়ে আসেন চিকিৎসকরা। কিন্তু ভগবান অসুস্থ হয়ে পড়লে কে এগিয়ে আসবে? এমন প্রশ্নই তুলছে ‘লক্ষ্মী ছেলে’। ২৬ অগাস্ট বড় পর্দায় আসছে এই ছবি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.