ETV Bharat / entertainment

Shubho Bijoya Teaser Poster: কৌশিক-চূর্ণীর সঙ্গে পর্দায় বনি-কৌশানি, পুজোর আবহেই আসছে 'শুভ বিজয়া' - kaushik churni starrer shubho bijoya teaser poster release

পুজোর আবহকে মাথায় রেখে তৈরি হতে চলেছে রোহন সেন পরিচালিত ছবি 'শুভ বিজয়া' (Rohan Sen New Film Shubho Bijoya)। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়কে ৷ সম্প্রতি সামনে এল ছবির টিজার পোস্টার ৷

Shuvo Bijaya
বড়পর্দায় প্রথমবার জুটিতে কৌশিক-চূর্ণী, পুজোর আবহেই আসতে পারে 'শুভ বিজয়া'
author img

By

Published : Jul 9, 2022, 2:20 PM IST

Updated : Jul 9, 2022, 3:35 PM IST

কলকাতা, 9 জুলাই: আবারও পারিবারিক কাহিনীর প্রেক্ষাপটে পর্দায় আসছে নতুন বাংলা ছবি । বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে রোহন সেন পরিচালিত ছবি 'শুভ বিজয়া'(Rohan Sen New Film Shubho Bijoya)। এর আগে একই ছবিতে অভিনয় করলেও এই প্রথম বড় পর্দায় প্রথম জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় । পাশাপাশি এই প্রথমবার বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ও কোনও পারিবারিক ছবিতে ধরা দেবেন একেবারে অন্য ইমেজে ।

কিছুক্ষণ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে অমৃতা দে'র প্রযোজনায় আসতে চলেছে এই ছবি । এটি এই প্রযোজনা সংস্থার তৃতীয় বাংলা ছবি । ছবির আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন প্রায় সকল কুশীলরাই । এদিন পুজোর আমেজ ধরে রাখতে ঢাক এবং শঙখ ধ্বনির মাধ্যমে প্রকাশিত হয় ছবির টিজার পোস্টার । উত্তর কলকাতার একটি যৌথ পরিবারের মর্মস্পর্শী গল্প উঠে আসবে এই ছবিতে ।

পুজোর আবহকে মাথায় রেখে তৈরি হতে চলেছে রোহন সেন পরিচালিত ছবি 'শুভ বিজয়া'

আরও পড়ুন: 'দাদার কীর্তি' ছবির স্মৃতিতে ভাসলেন অয়ন দেবশ্রী

অভিনয়ে কৌশিক-চূর্ণী, বনি-কৌশানি ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, দেবতনু, অমৃতা দে-সহ আরও অনেকে । প্রসঙ্গত, পরিচালক রোহন সেনের 'অপরাজিতা' এ বছরই মুক্তি পেয়েছে । বিজয়া দশমীর পরে ছবিটিকে দর্শক দরবারে আনার ইচ্ছা প্রযোজকের । ছবির সঙ্গীত পরিচালনা করবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি এবং রণজয় ভট্টাচার্য । ক্যামেরার নেতৃত্বে থাকবেন মানস গঙ্গোপাধ্যায় । সম্পাদনা করবেন সায়ন্তন নাগ । খবর অনুযায়ী এ মাসেই শ্যুটিং শুরু হতে চলেছে এই ছবির ।

কলকাতা, 9 জুলাই: আবারও পারিবারিক কাহিনীর প্রেক্ষাপটে পর্দায় আসছে নতুন বাংলা ছবি । বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে রোহন সেন পরিচালিত ছবি 'শুভ বিজয়া'(Rohan Sen New Film Shubho Bijoya)। এর আগে একই ছবিতে অভিনয় করলেও এই প্রথম বড় পর্দায় প্রথম জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় । পাশাপাশি এই প্রথমবার বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ও কোনও পারিবারিক ছবিতে ধরা দেবেন একেবারে অন্য ইমেজে ।

কিছুক্ষণ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে অমৃতা দে'র প্রযোজনায় আসতে চলেছে এই ছবি । এটি এই প্রযোজনা সংস্থার তৃতীয় বাংলা ছবি । ছবির আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন প্রায় সকল কুশীলরাই । এদিন পুজোর আমেজ ধরে রাখতে ঢাক এবং শঙখ ধ্বনির মাধ্যমে প্রকাশিত হয় ছবির টিজার পোস্টার । উত্তর কলকাতার একটি যৌথ পরিবারের মর্মস্পর্শী গল্প উঠে আসবে এই ছবিতে ।

পুজোর আবহকে মাথায় রেখে তৈরি হতে চলেছে রোহন সেন পরিচালিত ছবি 'শুভ বিজয়া'

আরও পড়ুন: 'দাদার কীর্তি' ছবির স্মৃতিতে ভাসলেন অয়ন দেবশ্রী

অভিনয়ে কৌশিক-চূর্ণী, বনি-কৌশানি ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, দেবতনু, অমৃতা দে-সহ আরও অনেকে । প্রসঙ্গত, পরিচালক রোহন সেনের 'অপরাজিতা' এ বছরই মুক্তি পেয়েছে । বিজয়া দশমীর পরে ছবিটিকে দর্শক দরবারে আনার ইচ্ছা প্রযোজকের । ছবির সঙ্গীত পরিচালনা করবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি এবং রণজয় ভট্টাচার্য । ক্যামেরার নেতৃত্বে থাকবেন মানস গঙ্গোপাধ্যায় । সম্পাদনা করবেন সায়ন্তন নাগ । খবর অনুযায়ী এ মাসেই শ্যুটিং শুরু হতে চলেছে এই ছবির ।

Last Updated : Jul 9, 2022, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.