ETV Bharat / entertainment

Katrina New Pictures: ক্যাটরিনার নয়া লুকে উত্তাপ চড়ল নেটপাড়ার - ক্যাটরিনার নয়া লুকে উত্তাপ চড়ল নেটপাড়ার

নতুন লুকে ক্যামেরার সামনে ক্যাটরিনা কাইফ ৷ সাদা রঙের টপ আর নীল ডেনিম শর্টসে অনুরাগীদের ঘায়েল করলেন নায়িকা (Katrina drops New Pictures)৷

Katrina New Pictures
নতুন লুকে ক্যামেরার সামনে ক্যাটরিনা কাইফ
author img

By

Published : Mar 4, 2023, 8:40 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ: ইনস্টাগ্রামে তাঁর নতুন ফটোশ্যুটের কিছু ছবি শেয়ার করলেন ক্যাটরিনা কাইফ ৷ শনিবার তিনটি নতুন ছবি পোস্ট করে ফের একবার নেটিজেনদের মন জিতে নিয়েছেন তিনি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'প্যাক আপের পর কিছু হালকা পোজ ৷' তাঁর দুরন্ত ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই আকর্ষণ করে ফ্যানেদের ৷

সাদা রঙের টপ আর নীল ডেনিম শর্টসে এদিনও নায়িকা সামনে এলেন খোলা মেজাজে ৷ তাঁর হেয়ার স্টাইল এবং ঝলমলে গোলাপি লিপস্টিকও বেশ নজর কেড়েছে ৷ বরাবরই ক্যাটরিনার নতুন ছবি অনুরাগীদের ঘুম উড়িয়ে দেয় ৷ এবার তার ব্যতিক্রম হলনা ৷ 'এক থা টাইগার'-খ্য়াত নায়িকার পোশাক, মোহময়ী চাহনি ঘায়েল করল নেটিজেনদের ৷ কেউ লিখলেন, 'দারুণ ছবি', কেউ আবার লিখলেন, 'রানির প্রত্যাবর্তন' (Katrina drops New Pictures)৷

শুধু যে অনুরাগীদেরই মুগ্ধ করলেন ক্যাট তা নয় তাঁর এই ছবির নীচে রেড হার্ট ইমোজি রেখে গেলেন বাণী কাপুরও ৷ অভিনেত্রী নিজেও ভালোবাসেন বোল্ড লুকে সামনে আসতে ৷ ক্যাটরিনার লুকও তাই বেশ পছন্দ হয়েছে তাঁর ৷ অনুরাগীদের আর একজন লিখেছেন, 'অবশেষে ! কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি এতদিন ৷ এভাবে ফ্যানেদের ছেড়ে যাবেন না ৷ আরও অ্যাকটিভ থাকুন প্লিজ' ৷ আবার আরেকজন ফ্য়ান লেখেন, 'আপনাকে ভীষণ মিস করেছি এই ক'দিন' ৷

আরও পড়ুন: ইউভানের সঙ্গে আদুরে ছবি শেয়ার রাজের, সঙ্গী শুভশ্রী

অভিনয়ের কথা বলতে গেলে অভিনেত্রীর হাতে এখন রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট ৷ প্রথমত সল্লু ভাইয়ের সঙ্গে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে তাঁকে পর্দায় দেখার জন্য় রীতিমতো মুখিয়ে আছেন দর্শকরা ৷ যে ছবিতে ক্যামিও থাকছে শাহরুখ খানেরও ৷ তাই এবার দুই খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ক্যাট ৷ এছাড়াও তাঁকে দেখা যাবে সাইরাম রাঘবনের নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এ ৷ এই ছবি নিয়ে খুবই আগ্রহী ক্য়াট অনুরাগীরা ৷ কারণ এই ছবিতে ভিকি-ঘরণি জুটি বাঁধছেন বিজয় সেতুপতির সঙ্গে ৷

হায়দরাবাদ, 4 মার্চ: ইনস্টাগ্রামে তাঁর নতুন ফটোশ্যুটের কিছু ছবি শেয়ার করলেন ক্যাটরিনা কাইফ ৷ শনিবার তিনটি নতুন ছবি পোস্ট করে ফের একবার নেটিজেনদের মন জিতে নিয়েছেন তিনি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'প্যাক আপের পর কিছু হালকা পোজ ৷' তাঁর দুরন্ত ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই আকর্ষণ করে ফ্যানেদের ৷

সাদা রঙের টপ আর নীল ডেনিম শর্টসে এদিনও নায়িকা সামনে এলেন খোলা মেজাজে ৷ তাঁর হেয়ার স্টাইল এবং ঝলমলে গোলাপি লিপস্টিকও বেশ নজর কেড়েছে ৷ বরাবরই ক্যাটরিনার নতুন ছবি অনুরাগীদের ঘুম উড়িয়ে দেয় ৷ এবার তার ব্যতিক্রম হলনা ৷ 'এক থা টাইগার'-খ্য়াত নায়িকার পোশাক, মোহময়ী চাহনি ঘায়েল করল নেটিজেনদের ৷ কেউ লিখলেন, 'দারুণ ছবি', কেউ আবার লিখলেন, 'রানির প্রত্যাবর্তন' (Katrina drops New Pictures)৷

শুধু যে অনুরাগীদেরই মুগ্ধ করলেন ক্যাট তা নয় তাঁর এই ছবির নীচে রেড হার্ট ইমোজি রেখে গেলেন বাণী কাপুরও ৷ অভিনেত্রী নিজেও ভালোবাসেন বোল্ড লুকে সামনে আসতে ৷ ক্যাটরিনার লুকও তাই বেশ পছন্দ হয়েছে তাঁর ৷ অনুরাগীদের আর একজন লিখেছেন, 'অবশেষে ! কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি এতদিন ৷ এভাবে ফ্যানেদের ছেড়ে যাবেন না ৷ আরও অ্যাকটিভ থাকুন প্লিজ' ৷ আবার আরেকজন ফ্য়ান লেখেন, 'আপনাকে ভীষণ মিস করেছি এই ক'দিন' ৷

আরও পড়ুন: ইউভানের সঙ্গে আদুরে ছবি শেয়ার রাজের, সঙ্গী শুভশ্রী

অভিনয়ের কথা বলতে গেলে অভিনেত্রীর হাতে এখন রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট ৷ প্রথমত সল্লু ভাইয়ের সঙ্গে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে তাঁকে পর্দায় দেখার জন্য় রীতিমতো মুখিয়ে আছেন দর্শকরা ৷ যে ছবিতে ক্যামিও থাকছে শাহরুখ খানেরও ৷ তাই এবার দুই খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন ক্যাট ৷ এছাড়াও তাঁকে দেখা যাবে সাইরাম রাঘবনের নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এ ৷ এই ছবি নিয়ে খুবই আগ্রহী ক্য়াট অনুরাগীরা ৷ কারণ এই ছবিতে ভিকি-ঘরণি জুটি বাঁধছেন বিজয় সেতুপতির সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.