ETV Bharat / entertainment

Kartik Kiara in Theatre: ছবি শেষ হতে না হতেই হলে হাজির কার্তিক-কিয়ারা ! কী প্রতিক্রিয়া দর্শকদের ? - Kartik Kiara in Theatre

দর্শকদের সারপ্রাইজ দিতে প্রেক্ষাগৃহে পৌঁছে গেলেন কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি ৷ দর্শকরাও উঠে দাঁড়িয়ে তালি বাজালেন এই তারকা জুটির জন্য় ৷

Kartik Kiara in Theatre
দর্শকদের চমকে দিয়ে হলে হাজির কার্তিক কিয়ারা
author img

By

Published : Jul 3, 2023, 2:31 PM IST

মুম্বই, 3 জুলাই: প্রেক্ষাগৃহে চুটিয়ে রাজ করছে কার্তিক-কিয়ারা জুটির নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' ৷ তরণ আদর্শের মতো অনেক সমালোচকই জানিয়েছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই গল্পটি ছুঁয়ে যাবে দর্শকের মন ৷ আবার অনেকে মন্তব্য করেছিলেন, এই গল্পটি বড় বেশি আঞ্চলিকতা দোষে দুষ্ট ৷ তাই হয়তো সারা দেশের অনুরাগীদের মন জিততে পারবে না ৷ কিন্তু দর্শকের মন যে ভালোই জয় করেছে 'সত্যপ্রেম কি কথা' তার প্রমাণ মিলেছে চার দিনের বক্স অফিস কালেকশনেই ৷ ইতিমধ্যেই বাজেটের প্রায় অর্ধেক টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ এবার দর্শকদের চমকে দিতে সোজা সিনেমা হলে পৌঁছে গেলেন কিয়ারা-কার্তিক ৷ কী হল তারপর?

কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ান জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গতবছর ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবিতে তাঁদের রসায়ন রীতিমতো নজর কেড়েছিল অনুরাগীদের ৷ এবারও 'সত্যপ্রেম কি কথা' ছবিতে পরিচালক জোর দিয়েছেন তাঁদের রসায়ণের উপরেই ৷ আর সেই বোঝাপড়া কাজও করেছে ভালোই ৷ এবার দর্শকের চমক দিতে একসঙ্গে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হন পর্দার কথা এবং সত্তু ৷ ছবি শেষ হওয়ার ঠিক পরেই হলে প্রবেশ করেন তাঁরা ৷ কিয়ারা নিজেই শেয়ার করেছেন তাঁদের এই ঝটিকা সফরের ভিডিয়ো ৷

  • When the audience gives us a standing ovation, that’s when you realise magic has been created ❤️
    A moment to cherish forever🥹

    All I want to say is Thank You from the entire team of #SatyapremKiKatha 🙏🏼 pic.twitter.com/A2JUdEHhSg

    — Kiara Advani (@advani_kiara) July 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োতে দেখা যায় হলে তাঁরা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা ৷ উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁরা অভিনন্দন জানান এই জুটিকে ৷ দর্শকদের এই ভালোবাসায় আপ্লুত কার্তিক-কিয়ারাও ৷ তাঁরা দু'জনেই প্রতি নমস্কার জানান সিনেপ্রেমী এই অনুরাগীদের ৷ ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশানে কিয়ারা এদিন লেখেন, "যখন দর্শক উঠে দাঁড়িয়ে আমাদের জন্য় হাততালি দেয় তখনই বোঝা যায় সেই ম্যাজিকের জন্ম হয়েছে পর্দায় (যা আমরা তৈরি করতে চেয়েছিলাম) ৷ এমন একটি মুহূর্ত যা চিরকালীন আর ভীষণ উপভোগ্য ৷"

আরও পড়ুন: রূপকথার গল্পের মতোই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সৃজিতা মাইকেল

এই ছবিতে কিয়ারা-কার্তিক ছাড়াও রয়েছেন সুপ্রিয়া পাঠক কাপুর, রাজপাল যাদব, শিখা তালসানিয়া, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া এবং অনুরাধা প্যাটেল । সমীর বিদ্যান পরিচালিত এই ছবির বক্স অফিস কালেকশন ইতিমধ্য়েই 38.35 কোটি ছাড়িয়েছে ৷ যেখানে ছবির বাজেট ছিল আনুমানিক 60 কোটি টাকা ৷ অর্থাৎ বক্স অফিসের দৌড়ে সারা-ভিকির 'জরা হাটকে জরা বাঁচকে' ছবির পর নতুন মাইলফলক ছুঁতে চলেছে 'সত্যপ্রেম কি কথা'ও ৷

মুম্বই, 3 জুলাই: প্রেক্ষাগৃহে চুটিয়ে রাজ করছে কার্তিক-কিয়ারা জুটির নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' ৷ তরণ আদর্শের মতো অনেক সমালোচকই জানিয়েছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই গল্পটি ছুঁয়ে যাবে দর্শকের মন ৷ আবার অনেকে মন্তব্য করেছিলেন, এই গল্পটি বড় বেশি আঞ্চলিকতা দোষে দুষ্ট ৷ তাই হয়তো সারা দেশের অনুরাগীদের মন জিততে পারবে না ৷ কিন্তু দর্শকের মন যে ভালোই জয় করেছে 'সত্যপ্রেম কি কথা' তার প্রমাণ মিলেছে চার দিনের বক্স অফিস কালেকশনেই ৷ ইতিমধ্যেই বাজেটের প্রায় অর্ধেক টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ এবার দর্শকদের চমকে দিতে সোজা সিনেমা হলে পৌঁছে গেলেন কিয়ারা-কার্তিক ৷ কী হল তারপর?

কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ান জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গতবছর ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবিতে তাঁদের রসায়ন রীতিমতো নজর কেড়েছিল অনুরাগীদের ৷ এবারও 'সত্যপ্রেম কি কথা' ছবিতে পরিচালক জোর দিয়েছেন তাঁদের রসায়ণের উপরেই ৷ আর সেই বোঝাপড়া কাজও করেছে ভালোই ৷ এবার দর্শকের চমক দিতে একসঙ্গে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হন পর্দার কথা এবং সত্তু ৷ ছবি শেষ হওয়ার ঠিক পরেই হলে প্রবেশ করেন তাঁরা ৷ কিয়ারা নিজেই শেয়ার করেছেন তাঁদের এই ঝটিকা সফরের ভিডিয়ো ৷

  • When the audience gives us a standing ovation, that’s when you realise magic has been created ❤️
    A moment to cherish forever🥹

    All I want to say is Thank You from the entire team of #SatyapremKiKatha 🙏🏼 pic.twitter.com/A2JUdEHhSg

    — Kiara Advani (@advani_kiara) July 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োতে দেখা যায় হলে তাঁরা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা ৷ উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁরা অভিনন্দন জানান এই জুটিকে ৷ দর্শকদের এই ভালোবাসায় আপ্লুত কার্তিক-কিয়ারাও ৷ তাঁরা দু'জনেই প্রতি নমস্কার জানান সিনেপ্রেমী এই অনুরাগীদের ৷ ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশানে কিয়ারা এদিন লেখেন, "যখন দর্শক উঠে দাঁড়িয়ে আমাদের জন্য় হাততালি দেয় তখনই বোঝা যায় সেই ম্যাজিকের জন্ম হয়েছে পর্দায় (যা আমরা তৈরি করতে চেয়েছিলাম) ৷ এমন একটি মুহূর্ত যা চিরকালীন আর ভীষণ উপভোগ্য ৷"

আরও পড়ুন: রূপকথার গল্পের মতোই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সৃজিতা মাইকেল

এই ছবিতে কিয়ারা-কার্তিক ছাড়াও রয়েছেন সুপ্রিয়া পাঠক কাপুর, রাজপাল যাদব, শিখা তালসানিয়া, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া এবং অনুরাধা প্যাটেল । সমীর বিদ্যান পরিচালিত এই ছবির বক্স অফিস কালেকশন ইতিমধ্য়েই 38.35 কোটি ছাড়িয়েছে ৷ যেখানে ছবির বাজেট ছিল আনুমানিক 60 কোটি টাকা ৷ অর্থাৎ বক্স অফিসের দৌড়ে সারা-ভিকির 'জরা হাটকে জরা বাঁচকে' ছবির পর নতুন মাইলফলক ছুঁতে চলেছে 'সত্যপ্রেম কি কথা'ও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.