ETV Bharat / entertainment

Freddy Teaser Out: হাজির কার্তিকের 'ফ্রেডি'-র টিজার, কবে মুক্তি পাচ্ছে ছবি? - kartik aaryan upcoming films

2 ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের নতুন রোম্যান্টিক থ্রিলার 'ফ্রেডি' ৷ সোমাবার মুক্তি পেল এই ছবির টিজার (Kartik Aaryan unveils Freddy teaser ) ৷

Freddy Teaser Out
হাজির কার্তিকের 'ফ্রেডি'-র টিজার
author img

By

Published : Nov 7, 2022, 4:44 PM IST

মুম্বই, 7 নভেম্বর: আগেই জানা গিয়েছিল ওটিটিতে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের নতুন রোম্যান্টিক থ্রিলার 'ফ্রেডি' ৷ সোমবার মুক্তি পেল এই ছবির টিজার (Kartik Aaryan unveils Freddy teaser ) ৷ এর আগে ছবির প্রথম পোস্টার সামনে এনেছিলেন অভিনেতা ৷ পোস্টারটি বেশ সাড়া ফেলেছিল কার্তিক অনুরাগীদের মধ্যে ৷ তবে ছবিতে কার্তিকের লুক তখনও সামনে আসেনি ৷ এবার সামনে এল সেই বহু প্রতীক্ষিত লুক ৷

ফ্রেডি অর্থাৎ কার্তিকের চরিত্রটিকে দেখানো হয়েছে একজন দাঁতের চিকিৎসক হিসাবে তাঁর একটি মর্মান্তিক অতীত রয়েছে ৷ গল্পের প্লট কিছুটা এই রকম ৷ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হতে হতে শেষমেষ ফ্রেডির প্রেমে পড়ে এক তরুণী কানাইজ ৷ ফ্রেডি কাইনাজকে বিয়ে করার জন্য একটি অস্বাভাবিক উপায় খুঁজে বের করে ৷ কী সেই উপায়? তা জানতে গেলে দেখতে হবে এই ছবি ৷

টুইস্ট এবং টার্নে ভরা এই আকর্ষণীয় প্লট দর্শকদের নজর কাড়বে বলেই বিশ্বাস নির্মাতাদের ৷ কার্তিক নিজেই জানিয়েছিলেন যে, ছবির জটিল চিত্রনাট্য এবং জটিল চরিত্র রয়েছে এবং তাঁকে এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল । টিজারটি শেয়ার করে তিনি এও লিখেছেন, "প্রথমবার আমি আমার অন্ধকার দিকটি অন্বেষণ করার সুযোগ পেয়েছি ।" অর্থাৎ বলাই বাহুল্য 'পেয়ার কা পঞ্চনামা' বা 'ভুল ভুলাইয়া 2'-এর কার্তিককে এই ছবিতে দেখা যাবে না ৷

আগেও ছবি নিয়ে তিনি বলেছিলেন, "আমি ফ্রেডির অংশ হতে পেরে সৌভাগ্য বোধ করছি ৷ এই ছবির গল্পে এমন কিছু আছে যা আমি আগে দেখিনি । এটা আমাকে আমার দক্ষতা পরীক্ষা করার সুযোগ দিয়েছে ৷ সিনেমাটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছি।"

শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে অলয়া এফকে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর ৷ আর এই ছবিটি স্ট্রিমিং হবে ডিজনি + হটস্টার-এ ৷ 'ফ্রেডি' হল কার্তিকের দ্বিতীয় থ্রিলার যা সরাসরি ওটিটি-তে আসতে চলেছে ৷ 2 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি (Kartik Aaryan Freddy release date)৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: জন্মদিনে বড় সুখবর দিলেন কমল হাসান, 35 বছর পর কাজ করবেন মনি রত্নমের ছবিতে

'ফ্রেডি' ছাড়াও এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'সত্য প্রেম কি কথা'-র জন্যও চর্চায় রয়েছেন তিনি ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবির দুরন্ত সাফল্য়ের এই ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবাণী এবং কার্তিক আরিয়ান ৷ আগামী বছর 29 জুন মুক্তি পাবে ছবিটি ৷ এছাড়া কৃতি শ্যাননের বিপরীতে 'শেহজাদা' ছবিতেও দেখা যাবে তাকে । ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ানের ছেলে রোহিত ধাওয়ান ৷ ছবিটি আগামী বছর 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ৷

মুম্বই, 7 নভেম্বর: আগেই জানা গিয়েছিল ওটিটিতে মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়ানের নতুন রোম্যান্টিক থ্রিলার 'ফ্রেডি' ৷ সোমবার মুক্তি পেল এই ছবির টিজার (Kartik Aaryan unveils Freddy teaser ) ৷ এর আগে ছবির প্রথম পোস্টার সামনে এনেছিলেন অভিনেতা ৷ পোস্টারটি বেশ সাড়া ফেলেছিল কার্তিক অনুরাগীদের মধ্যে ৷ তবে ছবিতে কার্তিকের লুক তখনও সামনে আসেনি ৷ এবার সামনে এল সেই বহু প্রতীক্ষিত লুক ৷

ফ্রেডি অর্থাৎ কার্তিকের চরিত্রটিকে দেখানো হয়েছে একজন দাঁতের চিকিৎসক হিসাবে তাঁর একটি মর্মান্তিক অতীত রয়েছে ৷ গল্পের প্লট কিছুটা এই রকম ৷ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হতে হতে শেষমেষ ফ্রেডির প্রেমে পড়ে এক তরুণী কানাইজ ৷ ফ্রেডি কাইনাজকে বিয়ে করার জন্য একটি অস্বাভাবিক উপায় খুঁজে বের করে ৷ কী সেই উপায়? তা জানতে গেলে দেখতে হবে এই ছবি ৷

টুইস্ট এবং টার্নে ভরা এই আকর্ষণীয় প্লট দর্শকদের নজর কাড়বে বলেই বিশ্বাস নির্মাতাদের ৷ কার্তিক নিজেই জানিয়েছিলেন যে, ছবির জটিল চিত্রনাট্য এবং জটিল চরিত্র রয়েছে এবং তাঁকে এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল । টিজারটি শেয়ার করে তিনি এও লিখেছেন, "প্রথমবার আমি আমার অন্ধকার দিকটি অন্বেষণ করার সুযোগ পেয়েছি ।" অর্থাৎ বলাই বাহুল্য 'পেয়ার কা পঞ্চনামা' বা 'ভুল ভুলাইয়া 2'-এর কার্তিককে এই ছবিতে দেখা যাবে না ৷

আগেও ছবি নিয়ে তিনি বলেছিলেন, "আমি ফ্রেডির অংশ হতে পেরে সৌভাগ্য বোধ করছি ৷ এই ছবির গল্পে এমন কিছু আছে যা আমি আগে দেখিনি । এটা আমাকে আমার দক্ষতা পরীক্ষা করার সুযোগ দিয়েছে ৷ সিনেমাটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছি।"

শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে অলয়া এফকে ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর ৷ আর এই ছবিটি স্ট্রিমিং হবে ডিজনি + হটস্টার-এ ৷ 'ফ্রেডি' হল কার্তিকের দ্বিতীয় থ্রিলার যা সরাসরি ওটিটি-তে আসতে চলেছে ৷ 2 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি (Kartik Aaryan Freddy release date)৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: জন্মদিনে বড় সুখবর দিলেন কমল হাসান, 35 বছর পর কাজ করবেন মনি রত্নমের ছবিতে

'ফ্রেডি' ছাড়াও এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি 'সত্য প্রেম কি কথা'-র জন্যও চর্চায় রয়েছেন তিনি ৷ 'ভুল ভুলাইয়া 2' ছবির দুরন্ত সাফল্য়ের এই ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবাণী এবং কার্তিক আরিয়ান ৷ আগামী বছর 29 জুন মুক্তি পাবে ছবিটি ৷ এছাড়া কৃতি শ্যাননের বিপরীতে 'শেহজাদা' ছবিতেও দেখা যাবে তাকে । ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ানের ছেলে রোহিত ধাওয়ান ৷ ছবিটি আগামী বছর 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.