হায়দরাবাদ, 30 মার্চ: সমীর বিদ্য়ান পরিচালিত আসন্ন ছবি 'সত্যপ্রেম কি কথা'য় দ্বিতীয়বার সিলভার স্ক্রিনে জুটি বাঁধছেন কিয়ারা আদবানি এবং কার্তিক আরিয়ান ৷ এর আগে 'ভুল ভুলাইয়া 2' ছবিতে তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের ৷ আর এখন তাঁদের ফের একবার পর্দায় দেখার জন্য় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ তবে এবার সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গেল সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে ৷ অনেকেই বলছেন এই ভিডিয়োটি নাকি ফাঁস হয়েছে 'সত্যপ্রেম কি কথা'র সেট থেকে (Satyaprem Ki Katha Leaked video) ৷
ছবির সেট থেকে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে বলে খবর সেখানে বিয়ের পোশাকে দেখা গিয়েছে কার্তিক-কিয়ারা দু'জনকেই ৷ যা সকলের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ তাঁদের এদিন দেখা গিয়েছে প্যাস্টেল রংয়ের পোশাকে ৷ আর ভিডিয়োতে বন্দি হয়েছে এই অনস্ক্রিন জুটির সাত পাকে বাঁধা পড়ার দৃশ্য় ৷
কয়েকদিন আগেই রিয়েল লাইফে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিয়ারা আদবানি ৷ সিদ্ধার্থ মালহোত্রাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তিনি ৷ তবে অনস্ক্রিনে তিনি রোম্যান্স করবেন কার্তিকের সঙ্গেই ৷ সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 29 জুন ৷ কার্তিক এবং কিয়ারার জন্য় গতবছরটা ছিল দারুণ ৷ এই ছবির হাত ধরে দ্বিতীয়বার দেখা যাবে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ৷
-
Leaked video of @TheAaryanKartik & @advani_kiara from their upcoming movie Satyaprem Ki Katha is going viral !!#kartikaaryan #kartik #kiaraadvani #kiara #kiaraaliaadvani pic.twitter.com/j9eFi1VNJi
— Glamour Flash Entertainment (@GlamourFlashEnt) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Leaked video of @TheAaryanKartik & @advani_kiara from their upcoming movie Satyaprem Ki Katha is going viral !!#kartikaaryan #kartik #kiaraadvani #kiara #kiaraaliaadvani pic.twitter.com/j9eFi1VNJi
— Glamour Flash Entertainment (@GlamourFlashEnt) March 29, 2023Leaked video of @TheAaryanKartik & @advani_kiara from their upcoming movie Satyaprem Ki Katha is going viral !!#kartikaaryan #kartik #kiaraadvani #kiara #kiaraaliaadvani pic.twitter.com/j9eFi1VNJi
— Glamour Flash Entertainment (@GlamourFlashEnt) March 29, 2023
এর আগে এই ছবির নাম কিন্তু 'সত্যপ্রেম কি কথা' ছিল না বরং নির্মাতারা এর নাম রেখেছিলেন 'সত্যনারায়ণ কি কথা' ৷ কিন্তু ভগবান বিষ্ণুর অপর নাম সত্য়নারায়ণ ৷ সেই কারণেই নির্মাতারা এই নাম পরিবর্তন করে ছবির নতুন নাম ঘোষণা করেন ৷ 2021 সালেই এই নাম পরিবর্তন করা হয় ৷ প্রধান চরিত্রে কার্তিক আরিয়ানকেও অবশ্য় এক নজরেই বেছে নিয়েছিলেন নির্মাতারা ৷ এর আগে এ বছর মুক্তি পায় কার্তিকের 'শেহজাদা' ছবিটি ৷ তবে এই ছবি সেভাবে দর্শকের মন কাড়তে পারেনি ৷ এখন সত্যপ্রেম কি কথা-র ভবিষ্যৎ কী হয় সেটাই দেখার ৷
আরও পড়ুন: ফুটবলের স্বর্নযুগের গল্প নিয়ে 'ময়দান' এ হাজির অজয়